মাজিদুর রহমান
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

জুমার দিন কেন গুরুত্বপূর্ণ

জুমার দিন কেন গুরুত্বপূর্ণ

মুসলমানদের কাছে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন। আল্লাহপ্রেমিক ধর্মপ্রাণ মুসলমানরা এদিনের অপেক্ষোয় থাকেন। আল্লাহতায়ালার কাছে জুমার গুরুত্ব এত বেশি যে, পবিত্র কোরআনে ‘জুমা’ নামে একটি সুরা নাজিল করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বলেন, ‘হে মুমিনগণ! জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে (মসজিদে) এগিয়ে যাও এবং বেচাকেনা (পার্থিব যাবতীয় কাজকর্ম) ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর; যদি তোমরা জানতে।’ (সুরা জুমা : ৯)।

মুসলমানদের কাছে এদিন অপরিসীম ফজিলতের। রাসুল (সা.) বলেন, ‘যে দিনগুলোতে সূর্য উদিত হয়, ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। ওইদিন আদমকে (আ.) সৃষ্টি করা হয়েছে। ওইদিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওইদিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। আর ওইদিনই কেয়ামত অনুষ্ঠিত হবে।’ (মুসলিম : ৮৫৪)।

আল্লাহতায়ালা আদমকে (আ.) জুমার দিন সৃষ্টি করেন। এদিনেই তাকে জান্নাতে প্রবেশ করান এবং জান্নাত থেকে পৃথিবীতে পাঠান। আবার জুমার দিনেই কেয়ামত সংঘটিত হবে। এ ছাড়াও এদিন ইতিহাসে আরও বড় বড় ও মহৎ ঘটনা ঘটেছে। আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘সূর্য যেসব দিন উদিত হয় অর্থাৎ দিনগুলো মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এদিন আল্লাহতায়ালা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তাকে দুনিয়াতে নামানো হয়েছে। এদিন তিনি মৃত্যুবরণ করেছেন। তার তওবা কবুল হয়েছে। এদিনই কেয়ামত সংঘটিত হবে। মানুষ ও জিন ছাড়া এমন কোনো প্রাণী নেই, যা কেয়ামত কায়েম হওয়ার ভয়ে জুমার দিন ভোর থেকে সূর্য ওঠা পর্যন্ত চিৎকার করতে থাকে না। জুমার দিন একটা সময় আছে, কোনো মুসলিম যদি সে সময় নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহতায়ালা অবশ্যই তাকে তা দান করবেন।’ (আবু দাউদ : ১০৪৬)

ইসলামে জুমার দিনের সওয়াব-মর্যাদা ঈদুল ফিতর ও আজহার মতো বলে ঘোষণা করা হয়েছে। রাসুল (সা.) বলেন, ‘মহান আল্লাহর কাছে জুমার দিনটি ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনের মতো শ্রেষ্ঠ দিন। এদিনটি আল্লাহর কাছে অতি মর্যাদাসম্পন্ন।’ (ইবনে মাজাহ : ১০৮৪)। হাদিসে আরও বলা হয়েছে, ‘আল্লাহতায়ালা জুমার দিনের গুরুত্ব সম্পর্কে আমাদের আগের লোকদের উদাসীন রেখেছেন। ফলে ইহুদিদের জন্য শনিবার আর খ্রিষ্টানদের জন্য রোববার।’ (মুসলিম : ৮৫৬)

অন্য আরেকটি হাদিসে মহানবী (সা.) বলেন, ‘জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে, তাহলে তার কোনো কল্যাণ কামনা থাকলে, আল্লাহ তা পূরণ করেন।’ (বুখারি : ৬৪০০)। তাই প্রতিটি মুসলমানের উচিত জুমার গুরুত্ব ও তাৎপর্য বিবেচনা করা। ইবাদত-দোয়ায় দিনটিকে কাজে লাগানো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমোনজনিত সমস্যায় দেশের ৫০ শতাংশ মানুষ, জানেন না ৯০ শতাংশই

আনু মুহাম্মদের পায়ে আবারও অস্ত্রোপচার করা হবে

বুয়েটে হিযবুত ও শিবিরের কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশই শুধু সমস্যা!

রেজওয়ানা চৌধুরী বন্যাকে সংবর্ধনা দিল বিমান 

আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি

চীন সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, আলোচনায় নানান ইস্যু

জেলের জালে ১০ মণ ওজনের তলোয়ার মাছ

এভিয়েশন শিল্পে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য

চিরিরবন্দরে বৃষ্টির প্রত্যাশায় ইস্তিস্কার নামাজ আদায়

ডিএমপির দুই পদে ৪ জনের বদলি 

১০

প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি ও সিইও মোহাম্মদ আবু জাফর

১১

খুলনার আকাশে ‘গোলাপি চাঁদ’

১২

শুভ জন্মদিন ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন

১৩

সরকারি জায়গা দখল করে শতাধিক অবৈধ স্থাপনা

১৪

এক বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১৫

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আ.লীগ নেতার মৃত্যু

১৬

বিআরটিএর অভিযানে ৪০৪ মামলায় ৯ লাখ টাকা জরিমানা

১৭

আরও তিন লক্ষাধিক হোটেল কক্ষ বানাবে সৌদি আরব

১৮

ঈদযাত্রায় সড়কে গড়ে দিনে ২৪ জনের প্রাণহানি

১৯

শান্ত-মিরাজদের প্রস্তুতি ক্যাম্পে সংবাদমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ

২০
*/ ?>
X