
ইউক্রেন এফ-১৬ হাতে পাওয়ার পর তা রাশিয়ান ভূখণ্ডে ব্যবহার করবে না—এমন প্রতিশ্রুতি পাওয়ার পরই বিমানটি দিতে সম্মত হয়েছে ওয়াশিংটন। খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ তথ্য নিশ্চিত করেছেন। জাপানের হিরোশিমায় জি-৭ শীর্ষ সম্মেলনের শেষদিন গত রোববার সাংবাদিকদের এ কথা জানান বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনীয় নেতা তাকে কথা দিয়েছেন, এফ-১৬ যুদ্ধ বিমান হাতে পেলে তা দিয়ে রুশ ভূখণ্ডে কোনো হামলা পরিচালনা করা হবে না। তবে ইউক্রেনের ভেতর এবং দেশটির সীমানার মধ্যে যেখানেই রুশ সেনা রয়েছে, সেখানে মার্কিন বিমানটি ব্যবহার করতে পারবে কিয়েভ। তিনি আরও বলেন, আগামী সপ্তাহগুলোতে যে কোনো ইউক্রেনীয় আক্রমণে বিমানগুলো ব্যবহার করতে পারবে কিয়েভ। তবে ইউক্রেনীয় সেনারা তাদের বর্তমান সীমানার মধ্যে রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে আত্মরক্ষার জন্য এ জাতীয় অস্ত্র ব্যবহার করতে পারবে।