রাজকুমার নন্দী
প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ০৮:২৯ এএম
প্রিন্ট সংস্করণ

চিঠি নির্যাতন নিপীড়নের প্রমাণ

চিঠি নির্যাতন নিপীড়নের প্রমাণ

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি করা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বনেতাদের খোলা চিঠি সরকারের মানবাধিকার লঙ্ঘন, অত্যাচার-নির্যাতনের প্রমাণ বলে মনে করছে বিএনপি। সরকারবিরোধী চলমান আন্দোলনের দিকে ইঙ্গিত করে দলটির নেতারা বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের এ মানবাধিকার লঙ্ঘন, গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধেই তাদের প্রতিবাদ, তাদের আন্দোলন। তবে এ আন্দোলনের সঙ্গে ৪০ বিশ্বনেতার চিঠির কোনো যোগসূত্র নেই।

ড. মুহাম্মদ ইউনূসের প্রতি বাংলাদেশ সরকারের আচরণের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে রাজনীতি, কূটনীতি, ব্যবসা, শিল্পকলা ও শিক্ষা খাতের ৪০ জন বিশ্বনেতা গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে খোলা চিঠি দিয়েছেন।

ড. ইউনূসকে নিয়ে বিশ্বনেতাদের এ খোলা চিঠি প্রসঙ্গে বিএনপির অবস্থান জানতে চাইলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালবেলাকে বলেন, বিএনপির অবস্থান বরাবর একই আছে। আমরা সব সময় গণতন্ত্রের পক্ষে; গুম-খুন, অত্যাচার-নির্যাতন-নিপীড়নের বিপক্ষে। ড. মুহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও নোবেল পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তি। আমাদের দেশ ও জাতির জন্য তিনি অত্যন্ত গর্বের বিষয়। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে তার যে কর্মকাণ্ড, সেটা বিশ্ব মানবতাকে সাহায্য করছে। এমন একজন ব্যক্তির প্রতি যে বিভিন্ন মামলা-মোকদ্দমা, হয়রানি, তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংককে ভেঙে দেওয়া-এসব কিছুই আওয়ামী লীগ সরকার একেবারে তাদের দলীয় স্বার্থে করছে; তাকে হেয়প্রতিপন্ন করার জন্যই করছে। তিনি আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে এ সরকার গুণী মানুষের কদর করতে জানে না, কেবল নিজেদেরই কদর করে। ৪০ জন বিশ্বনেতা যে খোলা চিঠি দিয়েছেন, তাতে প্রমাণিত হয় ড. ইউনূস শুধু বাংলাদেশের জন্যই গর্ব নয়, সারা বিশ্বের জন্যও অত্যন্ত প্রয়োজনীয় একজন মানুষ। তার কাজ বিশ্বকে সমৃদ্ধ করছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, বিশ্বনেতারা বাংলাদেশে গণতন্ত্রহীনতার কথা বলছেন, বাংলাদেশে যে একনায়কতন্ত্র চলছে এবং ভিন্নমত পোষণকারীদের ওপর যে নির্যাতন-নিপীড়ন চলছে সেটাও বলছেন। বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের ওপর যেমন নির্যাতন-নিপীড়ন চলছে, তেমনি সাধারণ মানুষের ওপরও নির্যাতন চলছে, এমনকি ড. ইউনূসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিকেও হয়রানি করা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলন চলছে। এ আন্দোলনের সঙ্গে ৪০ বিশ্বনেতার খোলা চিঠির কোনো যোগসূত্র আছে বলে মনে করি না। জনগণ ইতোমধ্যে এ আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, বিরোধী দলগুলোও সম্পৃক্ত হয়েছে। জনসম্পৃক্ত চলমান আন্দোলনেই সরকারকে বিদায় করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

দলটির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কালবেলাকে বলেন, এ সরকার যখন যা ইচ্ছা তাই করে লুকিয়ে রাখতে পারবে বলে মনে করেছিল; কিন্তু এটা আজকে প্রমাণিত যে, এরা কিছুই লুকিয়ে রাখতে পারেনি। আজকের ডিজিটাল পৃথিবীতে কোনোকিছুই গোপন থাকে না। দেশ-বিদেশে এখন সকলেই জানে, এ সরকার গণতন্ত্র হত্যা করেছে, গুম-খুন করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, এ সরকারের অধীনে অবাধ-সুষ্ঠু নির্বাচন হবে না। এগুলোর প্রতিক্রিয়াই হচ্ছে শেখ হাসিনাকে লেখা বিশ্বনেতাদের এই খোলা চিঠি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের এই মানবাধিকার লঙ্ঘন, গুম-খুন-বিচারবহির্ভূত হত্যা—এগুলোর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ, আমাদের আন্দোলন। চলমান এই আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়েছে। শেখ হাসিনার প্রতি বিশ্বনেতাদের চিঠি আন্দোলনে কোনো প্রভাব ফেলবে কি না, জনগণের ওপরই সেটা আমরা ছেড়ে দেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগে টাইগার কোচের ‘বিশেষ’ পরিকল্পনা

কেন রাতে ধান কাটছেন কৃষকরা

উপজেলা নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠা হবে দেশে গণতন্ত্র আছে : সিইসি

এক জেলায় পাঁচ সাগর

ম্যানসিটি-আর্সেনালের দিকে তাকিয়ে ক্লপ

ভোলায় ইসতিসকার নামাজ আদায়

উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির দুই নেতাকে শোকজ

যে কারণে চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা

শনিবার শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, জবিতে পরীক্ষা দেবেন অর্ধলক্ষ শিক্ষার্থী

হিটস্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু

১০

তীব্র গরমে ঢাকার বাতাসের কী খবর

১১

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা

১২

হজ পারমিট দেওয়া শুরু করেছে সৌদি আরব

১৩

নওগাঁয় বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

১৪

হঠাৎ বার্সা কোচের ‘ইউটার্ন’

১৫

শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি

১৬

তীব্র গরমের মধ্যেই শিলাবৃষ্টির আভাস

১৭

যুদ্ধ বন্ধ করতে বিশ্বনেতাদের আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির দুই নেতাকে শোকজ

১৯

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে যাচ্ছে না ভারত!

২০
*/ ?>
X