
গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমকে পুনরায় মেয়র পদে চান ৬১ কাউন্সিলর। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে লিখিত আবেদন জানিয়েছেন কাউন্সিলররা। ভারপ্রাপ্ত মেয়র দিয়ে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হচ্ছে না বলে চিঠিতে উল্লেখ করেন তারা।
আবেদনে বলা হয়, গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম নির্বাচিত কাউন্সিলর ও দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতেন। কিন্তু গত ১৫ মাসে সিটির প্যানেল মেয়র (কাউন্সিলর) আসাদুর রহমান কিরণের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও সমন্বয়হীনতা বর্তমানে চরম সীমায় পৌঁছে গেছে। ফলে সিটি করপোরেশন সম্পূর্ণরূপে অকার্যকর হয়ে পড়েছে। এরই মধ্যে হাইকোর্টে কিরণের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও দ্বৈত নাগরিকত্বসহ
২১ বিষয় নিয়ে রিট দাখিল হয়। এ রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট দুদককে তদন্ত করার নির্দেশনা দেন। এ অবস্থায় আমরা ৬১ কাউন্সিলর আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ করছি উন্নয়নের চাকা সচল রাখতে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে মেয়রের দায়িত্বে ফিরিয়ে আনার।
আবেদনের বিষয়ে কাউন্সিলর ফারুক আহম্মেদ বলেন, অনির্বাচিত ও ভারপ্রাপ্ত মেয়র দিয়ে গাজীপুর সিটির কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না। এ ব্যাপারটি উল্লেখ করে ৬১ জন কাউন্সিলর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করেছি।
গাজীপুর সিটি করপোরেশনে সব মিলিয়ে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরের সংখ্যা ৭৬। এর মধ্যে কাউন্সিলর ৫৭ জন ও ১৯ জন সংরক্ষিত কাউন্সিলর। তাদের মধ্যে ৬১ জন কাউন্সিলর চান জাহাঙ্গীর আলম পুনরায় মেয়র পদে ফিরে আসুক।
এর আগে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয় জাহাঙ্গীর আলমকে। এরপর ২০২১ সালের ২৫ নভেম্বর তাকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তবে গত ১ জানুয়ারি জাহাঙ্গীর আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয় আওয়ামী লীগ।