ওমর ফারুক, চট্টগ্রাম থেকে
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২২, ১২:৩০ পিএম
প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম টেস্টে সব ছাপিয়ে শুধুই সাকিব

চট্টগ্রাম টেস্টে সব ছাপিয়ে শুধুই সাকিব

সাগরিকায় অনুশীলন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে পাঁজরে হাত দিয়ে মাঠ থেকে বেরিয়ে যান সাকিব আল হাসান। সঙ্গে সঙ্গে সাকিবকে নিয়ে হাসপাতালে ছুটে যায় বিসিবির চিকিৎসক টিম। প্রশ্ন জেগেছিল, আজ সকাল সাড়ে ৯টায় শুরু হতে যাওয়া টেস্টে টস করতে পারবেন তো সাকিব! দুই ঘণ্টা পর মাঠে ফিরে আট ওভারের মতো অনুশীলনে সে শঙ্কা কিছুটা দূর করেছেন বাঁহাতি অলরাউন্ডার। কিন্তু রাতে টিম ম্যানেজমেন্টের এক সদস্য কালবেলাকে জানিয়েছেন, ব্যথা থাকায় সকালে লোকেশ রাহুলের সঙ্গে টস নাও করতে দেখা যেতে পারে নিয়মিত অধিনায়ক সাকিবকে। অর্থাৎ প্রথম টেস্টে তার খেলা নিয়ে শঙ্কা কাটছে না।

৭ আগস্ট ঢাকায় দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় পেসার উমরান মালিকের বলে আঘাত পেয়েছিলেন সাকিব। এরপর চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচেও খেলেছিলেন। তখনো ব্যথা পুরোপুরি সেরে ওঠেনি তার। চট্টগ্রামে এসে চার দিন কাটিয়ে দেওয়ার পর গতকালই প্রথম অনুশীলনে আসেন। তাতেই ব্যথা অনুভব করায় স্ক্যান করাতে হয়েছে আবার। রিপোর্টে কোনো সমস্যা ধরা না পড়লেও সাকিবকে খেলাবে কিনা, সে সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের ওপর ছেড়ে দিয়েছে মেডিকেল বিভাগ। ১৬ মিনিটের ব্যাটিং সেশনে ১০ মিনিট কাটিয়েছেন স্পিনারদের নিয়ে। বাকি সময় ব্যাটিং কোচ জেমি সিডন্সের থ্রোয়ারে হাফভলি, গুড লেন্থ ডেলিভারিতে লাল বলে শুরুটা দেখে নিলেন তিনি। পুরো সেশনে কিছুটা অস্বস্তিতে ভুগছিলেন তিনি।

প্রথম টেস্টের একাদশে সাকিবের খেলা নিয়ে শঙ্কা রাতেও কাটেনি। এদিকে শঙ্কায় থাকা পেসার তাসকিন আহমেদ যে প্রথম টেস্টের একাদশে নেই, তা নিশ্চিত করেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। গত দুই দিন অনুশীলনে সর্বোচ্চ চেষ্টা দেখিয়েছেন

তাসকিন। লাল বলের সংস্করণ হওয়ায় এখনই ঝুঁকি নিতে চাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। ডমিঙ্গো বলেছেন, ‘তাসকিনকে নিয়ে ঝুঁকি নেব না। তাকে কিছু ইনজেকশন নিতে হয়েছে। চট্টগ্রামে এমন কন্ডিশনে এক- দেড় দিন বোলিং করা, তার জন্য হয়তো ভালো হবে না।’ তাসকিন না থাকলেও চট্টগ্রামে বোলিং বিভাগ নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। গতকাল পড়ন্ত বিকেলে উইকেট দেখে মনে হয়েছে রানপ্রসবা হতে যাচ্ছে। সেক্ষেত্রে দুই পেসার, তিন স্পিনারে দল সাজাতে পারে স্বাগতিকরা। বিপরীতে ভারতের ভাবনায় দুই পেসার ও দুই বিশেষজ্ঞ স্পিনার।

Link a Story

টেস্টে জাকির হাসানের অভিষেক

ওপেনিং নিয়ে বাংলাদেশের সমস্যা কাটছেই না। তামিম ইকবাল না থাকলে তো পুরোই ছন্নছাড়া অবস্থা। এবারও চোটে পড়ায় প্রথম টেস্টের দলে নেই তামিম। তার জায়গায় মাহমুদুল হাসান জয়ের সঙ্গে উদ্বোধনী জুটিতে দেখা যাবে অভিষেকের অপেক্ষায় থাকা জাকির হাসানকে। গত দুই মৌসুমে ঘরোয়া টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। এ ছাড়া পরিবর্তন আসবে উইকেটের পেছনে। ওয়ানডে সিরিজের পর থেকে কিপিং গ্লাভস নিয়ে অনুশীলন করতে দেখা যায়নি লিটন দাসকে। চট্টগ্রাম টেস্টে উইকেটের পেছনে সুযোগ হচ্ছে নুরুল হাসান সোহানের। গত দুই দিন ব্যাটিংয়ের সঙ্গে গ্লাভস হাতে নিজেদের ঝালিয়ে নিয়েছিলেন তিনি। ডমিঙ্গোও জানিয়েছেন, উইকেটের পেছনে সরব ভূমিকার সোহানকেই চান তিনি।

একাদশ যেমনই হোক না কেন, ভারতের বিপক্ষে টেস্টে বাংলাদেশকে পিছিয়ে দিচ্ছে পূর্বের পরিসংখ্যান। প্রতিবেশীদের সঙ্গে ১১ দেখায় ৯ বারই হেরেছে টাইগাররা। যে দুটি ম্যাচের ফল ড্র, তাও বৃষ্টিতে এসেছিল। এ যখন পরিসংখ্যান, তখন টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়া এ সিরিজে ভারতের বিপক্ষে পিছিয়ে থেকে মাঠে নামবেন সাকিবরা। টেবিলের তলানিতে থাকা বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন ধরে রাখতে চাইবে সফরকারীরা। অন্যদিকে, বাংলাদেশের চাওয়া থাকবে যে কোনো মূল্যে ফল নিজেদের দিকে রাখা। জয় না হলেও অন্তত ড্রয়ে সন্তুষ্টি।

Link a Story

ইংল্যান্ডে টেস্ট স্থগিত, বন্ধ ফুটবল লিগও

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী চিকিৎসকের সেবা নেওয়া রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি : গবেষণা

সরকারকে পরাজয় বরণ করতেই হবে : মির্জা ফখরুল

দেশে ফিরে কারাগারের লোমহর্ষক বর্ণনা দিলেন তারা

হরমোনজনিত সমস্যায় দেশের ৫০ শতাংশ মানুষ, জানেন না ৯০ শতাংশই

আনু মুহাম্মদের পায়ে আবারও অস্ত্রোপচার করা হবে

বুয়েটে হিযবুত ও শিবিরের কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশই শুধু সমস্যা!

রেজওয়ানা চৌধুরী বন্যাকে সংবর্ধনা দিল বিমান 

আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি

চীন সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, আলোচনায় নানান ইস্যু

জেলের জালে ১০ মণ ওজনের তলোয়ার মাছ

১০

এভিয়েশন শিল্পে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য

১১

চিরিরবন্দরে বৃষ্টির প্রত্যাশায় ইস্তিস্কার নামাজ আদায়

১২

ডিএমপির দুই পদে ৪ জনের বদলি 

১৩

প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি ও সিইও মোহাম্মদ আবু জাফর

১৪

খুলনার আকাশে ‘গোলাপি চাঁদ’

১৫

শুভ জন্মদিন ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন

১৬

সরকারি জায়গা দখল করে শতাধিক অবৈধ স্থাপনা

১৭

এক বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১৮

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আ.লীগ নেতার মৃত্যু

১৯

বিআরটিএর অভিযানে ৪০৪ মামলায় ৯ লাখ টাকা জরিমানা

২০
*/ ?>
X