শাহরিয়ার হাসান
প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ০৮:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

ভবনটির পদে পদে অনিয়ম, নজর দেয়নি কেউ

ভবনটির পদে পদে অনিয়ম, নজর দেয়নি কেউ

কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে গড়ে উঠেছিল গুলিস্তানের সিদ্দিকবাজারের ওই ভবন। বিস্ফোরণের আগে ‘কুইন স্যানিটারি ভবন’ নামে পরিচিত এই বিল্ডিংয়ের প্রতি নজর ছিল না সংশ্লিষ্ট কারও। অবহেলায় নানা ত্রুটি জমতে জমতে একসময়ে পরিণত হয় মৃত্যুকূপে। তবে যেসব সংস্থার অবহেলায় ভবনটির আজ এই অবস্থা, তাদের খুব একটা দায় দেখছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপাতত ২৩ জন মৃত্যুর কারণ হিসেবে দেখা হচ্ছে ভবনের দুই মালিক ও এক দোকান মালিকের অবহেলাকে। বিস্ফোরণের কারণ সম্পর্কে বলা হচ্ছে, থাকতে পারে একাধিক কারণ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান ডিআইজি হারুন অর রশীদ সাংবাদিকদের বলেছেন, ভবনটিতে কোনো সংস্কার হতো না, পয়ঃনিষ্কাশন নিয়মিত তদারকি হতো না, পার্কিং এলাকায় গুদাম ভাড়া দেওয়া নিষেধ থাকার পরও দেওয়া হয়েছে। এত বড় একটি দুর্ঘটনার দায় ভবনের মালিকসহ সংশ্লিষ্ট কেউ এড়াতে পারে না। ডিবিপ্রধান বলেছেন, ভবনটি নির্মাণে বিল্ডিং কোড মানা হয়নি। এটা রাজউকের দেখা উচিত ছিল, অনুমতি নিয়ে বিল্ডিং কোড মেনে ভবনটি নির্মাণ করা হয়েছিল কি না? তারাও দেখেনি। দায় তাদেরও আছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শরীয়তপুরে এক অনুষ্ঠানে বলেছেন, দেশে সম্প্রতি ঘটে যাওয়া বিস্ফোরণ কোনো নাশকতা কি না, সেটির তদন্ত চলছে। প্রাথমিকভাবে গ্যাস থেকে বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে।

গত মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের সাততলা ও পাঁচতলা দুটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। কুইন মার্কেটের সাততলা ভবনটির বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ভবনের দ্বিতীয় থেকে পঞ্চমতলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। এ ঘটনায় ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

ভবনটির বেজমেন্টে বাণিজ্যিক গ্যাসলাইন ছিল, যা অবৈধ : সিদ্দিকবাজারের যে ভবনটিতে বিস্ফোরণ ঘটে তার নাম কুইন স্যানিটারি মার্কেট। একসময় এর নাম ছিল কুইন ক্যাফে। ১০ তলা ভবনের প্ল্যান করা হলেও ১৯৯২ সাল পর্যন্ত শুধু বেজমেন্ট ও প্রথমতলা করা ছিল।

এর বেজমেন্টে ছিল রান্নাঘর আর একতলায় ছিল খাবারের হোটেল। রান্নাঘরে একসময় বাণিজ্যিক বড় লাইনে গ্যাস সরবরাহ করা হতো, যা পরে বন্ধ করে দেওয়া হয়। তবে বাড়ির অন্যান্য তলার আবাসিক লাইন এখনো চলমান। বাণিজ্যিক লাইন সম্পূর্ণ বন্ধ না হয়ে সেখান দিয়েও তিতাস গ্যাস লিক হতে পারে। কোনোভাবে জমা গ্যাসে স্পার্কের মাধ্যমে বিস্ফোরণ হতে পারে। ভবনটির বেজমেন্টে কারপার্কিং থাকলে বাতাসের ভেন্টিলেশন থাকত। কোনো গ্যাস জমা হতো না। বিস্ফোরণও হতো না। তবে এখন পর্যন্ত বিস্ফোরক বা অন্তর্ঘাতের কোনো আলামত সেখানে পাওয়া যায়নি।

বেজমেন্টে গ্যাস সংযোগের বিষয়ে জানতে চাইলে তিতাস গ্যাসের পরিচালক (অপস.) সেলিম মিয়া সাংবাদিকদের বলেন, ‘কোনো ভবনের বেজমেন্টে বৈধভাবে তিতাসের সংযোগ থাকার কথা নয়। যদি সেখানে সংযোগ পাওয়া যায়, তাহলে তিতাস দল পাঠাবে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

২০০৪ সালে ভবনটির ৭ তলা পর্যন্ত কমপ্লিট করা হয়। বর্তমানে একটি আন্ডারগ্রাউন্ড বেজমেন্টসহ ৭ তলা পর্যন্ত ভবনটি কমপ্লিট আছে। ভবনটির প্রকৃত মালিক ছিলেন হাজি মোহাম্মদ রেজাউর রহমান। ২০১১ সালে তার মৃত্যুতে তার তিন ছেলে, দুই মেয়ে এবং স্ত্রী বর্তমানে ভবনটির মালিক।

বিস্ফোরণ নিয়ে গোয়েন্দা পুলিশের পর্যবেক্ষণ : বিস্ফোরণের পর ঘটনার কারণ বের করতে নিজেদের কার্যক্রম শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও আহত, ভবন ও দোকান মালিক এবং আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেন।

পরে তাদের পর্যবেক্ষণ গণমাধ্যমের সামনে তুলে ধরেন। সেই অনুযায়ী ভবনে আগের হোটেলের রান্নাঘরের গ্যাসের লাইনটি সারেন্ডার করলেও পুরো ভবনে ছিল আবাসিক গ্যাস লাইন। বেজমেন্টে পার্কিংয়ের কথা থাকলে সেখানে বাংলাদেশ স্যানিটারি নামে একটি কমার্শিয়াল প্রতিষ্ঠান রয়েছে। প্রায় ১৮০০ স্কয়ার ফিটের এ আন্ডারগ্রাউন্ডটি পুরোটাই কাচে ঘেরা।

সেখানে ছিল না কোনো ভ্যান্টিলেশন ব্যবস্থা। বড় দুটি এসির মাধ্যমে ঠান্ডা রাখা হতো দোকানটি। এসিগুলো ২০১০ সাল থেকে সার্ভিসিং করা হয়নি। সাততলা ভবনের কোথায় স্যুয়ারেজ সেপটিক ট্যাঙ্ক অবস্থিত সে বিষয়ে ভবনের মালিকরাও সঠিক তথ্য দিতে পারেননি। ধারণা করা হয়, উত্তর পাশের ভবনের সঙ্গে ক্ষতিগ্রস্ত ভবনের যে আড়াই থেকে তিন ফুট গলি আছে, সেখানে একই সঙ্গে দুটি ভবনের সেপটিক ট্যাঙ্ক অবস্থিত।

সংশ্লিষ্টরা বলছেন, বেজমেন্টে কারপার্কিং থাকলে বাতাসের ভেন্টিলেশন থাকত। কোনো গ্যাস জমা হতো না। বিস্ফোরণের ঘটনাটিও ঘটত না।

সাততলা ভবনের বেজমেন্টসহ তিনটি ফ্লোরের কমার্শিয়াল লোকজন, বাসাবাড়ির লোকজনের পয়ঃবর্জ্য যেখানে জমা হয়, দীর্ঘ সময় সেই জায়গা পরিষ্কার না করায় বায়োগ্যাস জমতে পারে, যা থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে থাকতে পারে।

কর্মকর্তারা বলছেন, মূল ক্ষতিগ্রস্ত ভবন ও তার উত্তর পাশে ব্র্যাক ব্যাংকের ভবনের মাঝখানে সরু একটি গলি আছে। এ গলিতে পয়ঃবর্জ্যের সেপটিক ট্যাঙ্ক, এসির আউটার রয়েছে। বিস্ফোরণে সেপটিক ট্যাঙ্কের পাশের দেয়ালগুলো সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। পয়ঃবর্জ্যের বায়োগ্যাসের বিস্ফোরণেও এমনটি হতে পারে।

ডিবিপ্রধান হারুন-অর-রশীদ বলেন, বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী, সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট তদন্ত করছে। বিভিন্ন দিক পরীক্ষা-নিরীক্ষা করে তারা প্রতিবেদন দিলে বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে। তবে এখনো বিস্ফোরক বা স্যাবোট্যাজের কোনো আলামত সেখানে পাওয়া যায়নি।

অবহেলাজনিত মামলায় গ্রেপ্তার ভবন মালিকসহ তিনজন : ভয়াবহ এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গেপ্তার করা হয়েছে। বিস্ফোরণে ২১ জনের প্রাণহানির ঘটনায় ভবনের মালিক ওয়াহিদুর রহমান, মতিউর রহমান ও ভবনের বেজমেন্টের স্যানিটারি ব্যবসায়ী আব্দুল মোতালেব মিন্টুকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আনা হয়। পরে তাদের আটক ও পরে অবহেলাজনিত একটি মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আদালতে তুলে তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। সেখানে তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানা গেছে।

স্বপনই শেষ, ক্ষতিগ্রস্ত ভবনে আর কোনো মরদেহ নেই: ফায়ার সার্ভিস : ভবনে বিস্ফোরণের ঘটনায় গতকাল তৃতীয় দিন বৃহস্পতিবার দুপুরেও আরেকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার মরদেহটি নিখোঁজ মেহেদী হাসান স্বপনের (৪০) বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। স্বপনের ভাই তানভীর হাসান সোহাগও মরদেহ শনাক্ত করেছেন। ফায়ার সার্ভিস বলছে, ক্ষতিগ্রস্ত ভবনটিতে আর কোনো ভিকটিম (মরদেহ) নেই।

তানভীর হাসান সোহাগ বলেন, ঘটনার পর থেকে তার ভাই নিখোঁজ ছিল। নিহত স্বপন একটি স্যানিটারি দোকানে ম্যানেজার হিসেবে কাজ করতেন।

ফায়ার সার্ভিসের ঢাকা জেলার সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, গত ৭ মার্চ বিস্ফোরণের পর থেকে তাদের উদ্ধার অভিযান চলমান আছে। ভবনের বেজমেন্টে চার-পাঁচ ফুট ধ্বংসাবশেষ রয়েছে।

২৪ কলামের মধ্যে ৯টি কলাম বেশ ক্ষতিগ্রস্ত–রাজউক : বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সাততলা ভবনটি স্টেবল (দাঁড় করিয়ে রাখা) করার কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য (উন্নয়ন) মেজর (অব.) শামসুদ্দিন আহমেদ চৌধুরী। তিনি বলেছেন, ভবনের ২৪ কলামের মধ্যে ৯টি কলাম বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের তদন্ত কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তদন্ত করে দ্রুত সময়ের মধ্যেই জানাতে পারব।

বিস্ফোরণে কলামগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় ভবনের ভার নিতে পারছে না। তাই কলামগুলোকে আলাদা করে ভবনের ভার নেওয়ার উপযোগী করতে হবে। ভবনটি দাঁড় করানোর উপযোগী অর্থাৎ ‘স্টেবল’ করার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। পরে বোঝা যাবে ভবনটি ভেঙে ফেলতে হবে নাকি ব্যবহার উপযোগী করা যাবে।

ভবনটি যাতে পড়ে না যায় সে ব্যবস্থা করার পর সামনের সড়ক যান চলাচলের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানান রাজউকের এই কর্মকর্তা।

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও ১৫ জন : বিস্ফোরণে আহতরা চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, তাদের মধ্যে আইসিইউতে থাকা রাজন ছাড়া বাকিদের অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক। তিনি বলেছেন, এখানে মোট ১৫ জন রোগী ভর্তি রয়েছে। একজন আইসিইউতে। আর বাকিরা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে। ৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী 

ওবায়দুল হাসানের সঙ্গে মার্কিন প্রধান বিচারপতির সাক্ষাৎ

কম্পিউটারের হার্ডওয়ার সমস্যার সমাধানে ‘কম্পিউটার হার্ডওয়ার সল্যুশন এ টু জেড’ 

ইউনিয়ন ভূমি অফিস দুর্নীতির আখড়া, ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

১১ বছর পর বাংলাদেশে আসছেন আতিফ আসলাম

গোপনে উত্তর কোরিয়া সফরে রুশ গোয়েন্দাপ্রধান

‘মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত সব প্রকল্প নির্ধারিত সময়ে সম্পন্ন করতে হবে’

কারওয়ান বাজার / ঈদের পরে ভবনে থাকা ব্যবসায়ীদের গাবতলীতে স্থানান্তর করা হবে

দক্ষিণ কোরিয়া যাচ্ছে ‘ময়না’

১০

ফোঁটা ফোঁটা ঘামে ফোঁটা ফোঁটা তেল / দুঃখের অবসান হতে চলেছে সেই বৃদ্ধ দম্পতির

১১

দক্ষ জনবল তৈরিতে কাজ করছে ‘সুইলস’ 

১২

রোমে বিমানের ফ্লাইট চালু হওয়ায় উচ্ছ্বসিত প্রবাসীরা

১৩

‘প্রতিকেজি আলু ৫০ টাকার বেশি দাম দিয়ে কিনতে হবে’

১৪

সব উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন : পরিবেশমন্ত্রী

১৫

কৃষকের দামে তরমুজ বিক্রির কার্যক্রম পরিদর্শন / সিন্ডিকেট ভাঙার একটি বড় উদ্যোগ : কৃষিমন্ত্রী

১৬

বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধি দলের সাক্ষাৎ

১৭

বিএনপি স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় : কাদের

১৮

ভুটানের রাজাকে বিদায় জানালেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

১৯

রমজানে মুসল্লিদের জন্য খুলল মসজিদে নববীর ছাদ

২০
*/ ?>
X