মাসুদ রানা
প্রকাশ : ০৬ মার্চ ২০২৩, ০৮:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

চার্জশিটে ভিপি নুর ‘পলাতক’

চার্জশিটে ভিপি নুর ‘পলাতক’

দেড় বছর আগে ফেসবুক লাইভে এসে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের নিয়ে বিরূপ মন্তব্য করেন। এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেন রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। তদন্ত শেষে নুরকে পলাতক দেখিয়ে গত ৩১ জানুয়ারি আদালতে চার্জশিট দেয় ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। যা ভিপি নুরের বিরুদ্ধে এ পর্যন্ত হওয়া ২০টি মামলার মধ্যে প্রথম কোনো চার্জশিট।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক মুহাম্মদ সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, ‘নুরুল হক নুরের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮-এর ২৫/২৮/২৯/৩১ ধারায় চার্জশিট দাখিল করা হয়েছে। সাক্ষীরা আদালতে ঘটনার সত্যতা প্রমাণ করবে।’

মামলার চার্জশিটে বলা হয়েছে, ‘আসামি নুরুল হক নুর ২০২১ সালের ১৪ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে আসেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ করে আক্রমণাত্মক, মিথ্যা, মানহানিকর, উসকানিমূলক বক্তব্য প্রদান করেন। যার মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত করে। তিনি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা অবনতি, বিভিন্ন সম্প্রদায় ও শ্রেণির মধ্যে শত্রুতা বিদ্বেষ, ঘৃণা সৃষ্টি করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করাসহ অস্থিরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। তবে ৩৫ ধারায় অপরাধ প্রমাণিত হয়নি।’

২০২১ সালের ১৯ এপ্রিল মামলাটি হয়। মামলার বাদী কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেন কালবেলাকে বলেন, ভিপি নুর আওয়ামী লীগকে হেয়প্রতিপন্ন করে বক্তব্য দিয়েছে। তাই আমি আওয়ামী লীগের একজন সমর্থক হিসেবে মামলা করছিলাম। তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ। এ মামলার বিচার দ্রুত শেষ করে নুরের শাস্তি হোক সেই প্রত্যাশা করছি।’

সাবেক ভিপি নুরুল হক নুর কালবেলাকে বলেন, ‘এসব মামলা একদমই ভিত্তিহীন। বিরোধী দলকে দমনের অস্ত্র হিসেবে মামলা দিয়েছে সরকার। হয়রানিমূলক মামলা আইনগতভাবে মোকাবিলা করে নিজে হয়রানির শিকার হব না। প্রকৃত অপরাধী হলে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তখন দেখা যাবে।’

পলাতক দেখানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘দেশেই আছি, নিয়মিত মিছিল-মিটিং করছি। আমাকে পলাতক দেখিয়ে মিথ্যাচার করা হয়েছে। আমরা মোটেও ভীতসন্ত্রস্ত নই। এ মামলার অভিযোগ গঠনের আগেই সরকারকে বিদায় নিতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ যাদের আর্থিক উন্নতি হতে পারে

সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতার অভিযোগে কসবায় ছাত্রলীগের কমিটি বিলপ্তি

ছুটির আগেই ক্যাম্পাস ছাড়ছে যবিপ্রবি শিক্ষার্থীরা

ঢাকাসহ যেসব অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে

গাজীপুরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা আজ

বসন্ত গায়ে মেখে রঙিন হয়ে উঠেছে শিমুল

২৯ মার্চ : নামাজের সময়সূচি

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ফরিদপুরে স্বপ্ন দেখাচ্ছে কৃষকের উদ্ভাবিত ‘লালমি’

১০

চাঁদপুরে একদিনেই পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

১১

পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

১২

সকালেই যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৩

পুকুরে মাছের সঙ্গে উঠে এলো মরদেহ

১৪

স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা, স্বর্ণালংকার ও টাকা লুটের চেষ্টা

১৫

প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ করছে পারিবারিক পুষ্টি বাগান

১৬

বাকেরগঞ্জে অনুমোদন বিহীন দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধের দাবি

১৭

টিসিবির পণ্যের সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক

১৮

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শালিকে কোপাল দুলাভাই 

১৯

৯ মাসেই রির্জাভ থেকে ১০ বিলিয়ন ডলার বিক্রি

২০
*/ ?>
X