
শতভাগ সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি দিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা কোনো কম্প্রোমাইজ (আপস) করব না। আমরা যারা কমিশনে আছি, সবার মনোভাব এরকমই। প্রয়োজনে দায়িত্ব থেকে সরে যাব।’ গতকাল বৃহস্পতিবার নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দলীয় সরকারের অধীনে ভোট সুষ্ঠু হবে না—এ ধারণা ভাঙার দায়িত্ব কার? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা ভাঙার দায়িত্ব
.রাজনীতিবিদদের। এখানে নির্বাচন কমিশনের কিছু করার নেই। এটা রাজনৈতিক সমস্যা, রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। সংবিধানও সে দায়িত্ব আমাদের দেয়নি। আমাদের দায়িত্ব হচ্ছে ভোট সুষ্ঠুভাবে পরিচালনা করা।’ তিনি আরও বলেন, ‘যে ধরনের সরকারই থাকুক না কেন, বর্তমান ইসি শতভাগ সৎ ও নিরপেক্ষ নির্বাচন করবে।’
দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ ভোট করা সম্ভব? এমন প্রশ্নের জবাবে এই কমিশনার বলেন, ‘কমিশন চাইলে সেটা সম্ভব। পৃথিবীর প্রায় সব দেশেই দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়। এটা নির্ভর করে নির্বাচন কমিশন কতটা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে তার ওপর। অতীতে কেন পারেনি, সেটা অতীতের কমিশন বলতে পারবে। আগের কমিশন আর বর্তমান কমিশনের লোক ভিন্ন। তাদের আচরণের সঙ্গে এদের আচরণ মিলবে না।’
সংকট দূর করার জন্য সংলাপের দায়িত্ব কে নেবে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের বিভিন্ন অংশীজন ও সুশীল সমাজের মতামত
নেওয়ার ক্ষমতা তো দেওয়া আছে। এখন আর হচ্ছে না। হয়তো পরবর্তী সময়ে হতে পারে। সব রাজনৈতিক দলের সঙ্গে হতে পারে। আবার কোনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে হতে পারে। সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য তাদের সঙ্গে নির্বাচনের আগে হয়তো আবারও হতে পারে। তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’ বর্তমান কমিশন প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবে কি না? এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ‘গাইবান্ধা উপনির্বাচন বড় উদাহরণ। প্রশাসনে যারা কাজ করেছিলেন, যাদের গাফিলতি পাওয়া গেছে বা যারা অন্যায় কাজের সঙ্গে জড়িত ছিলেন, তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চিঠি দিয়েছি এবং সেটা মনিটরিং করেছি। কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, আমরা দু-এক সপ্তাহ পরপরই মনিটর করছি।’