কালবেলা প্রতিবেদক, ঢাকা ও বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ০৯:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

প্রতিকূল পরিবেশে থাকার প্রশিক্ষণ নিয়েছিল জঙ্গিরা

প্রতিকূল পরিবেশে থাকার প্রশিক্ষণ নিয়েছিল জঙ্গিরা

নতুন জঙ্গি সংগঠন ‘জামা’আতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র পার্বত্য অঞ্চলের প্রশিক্ষণ কমান্ডার দিদার হোসেন ওরফে চম্পাইসহ সংগঠনটির আরও ৮ জঙ্গিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রোববার রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখাসহ কয়েকটি ব্যাটালিয়ন বান্দরবানের টংকাবতী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার অন্য ৮ জন হলো নারায়ণগঞ্জের আলআমিন সর্দার ওরফে আব্দুল্লাহ ওরফে বাহাই (২৯), রাজধানীর কামরাঙ্গীরচরের সাইনুন ওরফে রায়হান ওরফে হুজাইফা (২১), সিলেটের তাহিয়াত চৌধুরী ওরফে পাভেল ওরফে হাফিজুল্লাহ ওরফে রিতেং (১৯), সুনামগঞ্জের লোকমান মিয়া (২৩), কুমিল্লার ইমরান হোসেন ওরফে সাইতোয়াল ওরফে শান্ত (৩৫), ঝিনাইদহের আমির হোসেন (২১), বরিশালের আরিফুর রহমান ওরফে লাইলেং (২৮) এবং ময়মনসিংহের শামিম মিয়া ওরফে রমজান ওরফে বাকলাই (২৪)।

গতকাল সোমবার সকালে বান্দরবানের জেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ওই জঙ্গিদের গ্রেপ্তারের তথ্য জানান র‌্যাব কর্মকর্তারা। সেখানে সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গত বছরের অক্টোবর থেকে র‌্যাব নতুন জঙ্গি সংগঠনটির সদস্যদের গ্রেপ্তারে পার্বত্য অঞ্চলে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় রোববার সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র‌্যাব-১, র‌্যাব-১, ১১ ও ১৫ মিলে বান্দরবানের টংকাবতী এলাকায় যৌথ অভিযান চালায়। সেখান থেকে সংগঠনটির পার্বত্যাঞ্চলের প্রশিক্ষণ কমান্ডার দিদারসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, দিদার ২০১৮ সালে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়। পরে জামা’আতুল আনসারের আমির মাহমুদ এবং হানজালার মাধ্যমে সে সংগঠনে যোগ দেয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে বান্দরবানের থানচী ও বাকলাইপাড়া হয়ে সশস্ত্র প্রশিক্ষণের জন্য পাহাড়ে যায়। সে সব ধরনের অস্ত্র প্রশিক্ষণ নেয়। তার দক্ষতা ও আনুগত্যের জন্য তাকে আমির মাহমুদের নির্দেশে পাহাড়ে সশস্ত্র প্রশিক্ষণের কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। গ্রেপ্তার আল আমিন নারায়ণগঞ্জের একটি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে কাতারে যায়। সেখানে থাকা অবস্থায় এক ব্যক্তির মাধ্যমে জঙ্গিবাদে জড়িত হয়। দেশে ফিরে ফের বিদেশ যাওয়ার নাম করে সরাসরি পাহাড়ে চলে যায়। উদ্ধার করা ভিডিওচিত্রে আল আমিনের কণ্ঠ শোনা যায়।

র‌্যাব মুখপাত্র বলেন, সাইনুনও মধ্যপ্রাচ্যের একটি দেশে থাকা অবস্থায় তার এক সহকর্মীর মাধ্যমে জঙ্গিবাদে অনুপ্রাণিত হয়। দেশে ফিরে এসে পরিবারকে না জানিয়ে কুমিল্লায় সংগঠনের শূরা সদস্য রাকিবের মাধ্যমে বান্দরবান হয়ে কেটিসিতে যায়। সে পাহাড়ে আলোচিত তঞ্চঙ্গা হত্যাকাণ্ডে জড়িত চারজনের মধ্যে একজন। তারা মূলত সংগঠনের ঊর্ধ্বতনদের নির্দেশে এই হত্যাকাণ্ডটি ঘটায়। তাহিয়াদ আগে আনসার আল ইসলামের সঙ্গে যুক্ত ছিল। সে সংগঠনের শূরা সদস্য রাকিবের মাধ্যমে প্রশিক্ষণের জন্য পাহাড়ে যায়। সে পাহাড়ে প্রশিক্ষণ কার্যক্রমের মিডিয়া সংক্রান্ত দায়িত্ব পালন করত। লোকমানও পাহাড়ে আলোচিত তঞ্চঙ্গা হত্যাকাণ্ডে জড়িত ছিল। ইমরান সংগঠনের আমির মাহমুদের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পালন করত। সে মোটরসাইকেল চালনায় পারদর্শী থাকায় বিভিন্ন সময় সংগঠনের আমিরকে বিভিন্ন স্থানে মোটরসাইকেলের মাধ্যমে নিয়ে যেত। আমির হোসেন কুমিল্লার একটি মসজিদে ইমামতি করত। আরিফুর রহমান ২০২১ সালের মার্চ মাসে চাকরির কথা বলে বাড়ি থেকে বের হয়ে শূরা সদস্য রাকিবের মাধ্যমে সরাসরি পাহাড়ে যায়। শামীম রাজধানীর বংশাল এলাকায় এক শিক্ষকের মাধ্যমে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে ২০২১ সালের নভেম্বর মাসে বান্দরবানে যায়।

র‌্যাব মুখপাত্র বলেন, পার্বত্য অঞ্চলে এই গ্রুপটি অস্ত্র চালনা, অন্যান্য সশস্ত্র প্রশিক্ষণ, বোমা তৈরিবিষয়ক প্রশিক্ষণ ও প্রতিকূল পরিবেশে টিকে থাকা সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ নেয়। কেএনএফ সদস্যরা বিভিন্ন সময়ে জঙ্গি সংগঠনের সদস্যদের সশস্ত্র প্রশিক্ষণ দিত।

সংবাদ সম্মেলনে জানানো হয়, র‌্যাব সদস্যরা এ পর্যন্ত ওই জঙ্গি সংগঠনটির ৫৯ জন এবং পাহাড়ে অবস্থান, প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রমে জঙ্গিদের সহায়তার জন্য পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফের ১৭ নেতা ও সদস্যকে গ্রেপ্তার করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাবদাহে ঝরছে লিচুর মুকুল, দুশ্চিন্তায় দিনাজপুরে চাষিরা

তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে কুমিল্লায় গাছ লাগাচ্ছে ছাত্রলীগ

ফরিদপুরের ঘটনা আদিম যুগের বর্বরতাকেও হার মানিয়েছে : আব্দুর রহমান

২৪ ঘণ্টায় যুবলীগ ও ছাত্রলীগের ২ কর্মী খুন

ইরান-ইসরায়েল সংঘাতে বিপদে জর্ডান

‘হারল্যান স্টোর’ মিরপুর-১০ শাখার উদ্বোধন করলেন নুসরাত ফারিয়া

ভোলায় হিটস্ট্রোকে যুবকের মৃত্যু

ফিতরা জাকাতের টাকা চেয়ে খুদে বার্তায় প্রতারণার ফাঁদ

এক সপ্তাহের মধ্যেই পরমানু বোমার ইউরেনিয়াম পাবে ইরান!

ননদের বিয়েতে টিভি উপহার দিতে চাওয়ায় স্বামীকে হত্যা

১০

মেঘনা নদীতে ভেসে এলো খণ্ডিত পা

১১

ঈশ্বরদীতে হিটস্ট্রোকে স্বর্ণকারের মৃত্যু

১২

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

১৩

নারী চিকিৎসকের সেবা নেওয়া রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি : গবেষণা

১৪

সরকারকে পরাজয় বরণ করতেই হবে : মির্জা ফখরুল

১৫

দেশে ফিরে কারাগারের লোমহর্ষক বর্ণনা দিলেন তারা

১৬

হরমোনজনিত সমস্যায় দেশের ৫০ শতাংশ মানুষ, জানেন না ৯০ শতাংশই

১৭

আনু মুহাম্মদের পায়ে আবারও অস্ত্রোপচার করা হবে

১৮

বুয়েটে হিযবুত ও শিবিরের কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশই শুধু সমস্যা!

১৯

রেজওয়ানা চৌধুরী বন্যাকে সংবর্ধনা দিল বিমান 

২০
*/ ?>
X