মোতাহার হোসেন, ঢাবি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৩, ০৮:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

ঢাবি ছাত্রলীগ নেতাদের নিয়ে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা!

ঢাবি ছাত্রলীগ নেতাদের নিয়ে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা!

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে একাধিক প্রগতিশীল ছাত্র সংগঠন থাকলেও বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় শুধু ছাত্রলীগকে ডেকে আবাসিক হল সংশ্লিষ্ট নানা বিষয়ে তথ্য আদান-প্রদানের অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রগতিশীল শিক্ষক-শিক্ষার্থী ও অন্যান্য ছাত্র সংগঠনের নেতারা।

সূত্র জানায়, গত মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান এজেন্ডা ছিল পহেলা বৈশাখের অনুষ্ঠান ও রমজানে হলগুলোতে খাবারের দাম বৃদ্ধিবিষয়ক আলোচনা। সভায় সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় ছিনতাই, মারধরসহ নানা অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংশ্লিষ্টতার অভিযোগ, হলে বহিরাগত অবস্থান ইত্যাদি বিষয়ও আলোচনার বিষয়বস্তু ছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। সভার শেষদিকে ছাত্রলীগের ঢাবি শাখার দুই নেতাও সেখানে উপস্থিত হন।

একাধিক হল প্রাধ্যক্ষ নাম প্রকাশ না করে জানান, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা শুরু হলে উপাচার্য তাদের জানান, সভার মাঝামাঝি ছাত্রলীগও যোগ দেবে। পরে সভার শেষপর্যায়ে ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত সেখানে উপস্থিত হন। তারা বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলের নানা সমস্যা সমাধানে ছাত্রলীগ হল প্রশাসনের পাশে থাকবে বলে আশ্বাস দেন।

একটি হলের প্রাধ্যক্ষ কালবেলাকে বলেন, সভার মাঝামাঝি সময়ে উপাচার্য আমাদের বলেন, ‘ছাত্রলীগের ঢাবি শাখার নতুন নেতৃত্ব সভাস্থলে আসবে। তারা হলকেন্দ্রিক বিভিন্ন বিষয়ে আমাদের সাহায্য-সহযোগিতা করতে চায়। আপনাদের বেশি কিছু বলার দরকার নেই। ওরা কী বলতে চায় আমরা সেটি শুনব।’ কিন্তু ছাত্রলীগের নেতারা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভ্যন্তরীণ সভায় এভাবে হুট করে আসতে পারে না।

আরেকটি হলের প্রাধ্যক্ষ বলেন, সভার শেষদিকে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এসেছিল। তাদের কাছে জানতে চাওয়া হয় হলে কোনো বহিরাগত থাকে কি না। তারা জানিয়েছে, তাদের সঙ্গে কোনো বহিরাগত রাজনীতি করে না। এ সময় হল প্রশাসন যে ধরনের সিদ্ধান্ত নেবে তারা সেই সিদ্ধান্তে সাধুবাদ জানিয়ে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।

এদিকে ছাত্রলীগকে প্রশাসনের সভায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের ছাত্রনেতারা। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নিয়ন্ত্রণ হল প্রশাসনের হাতে থাকার কথা থাকলেও হল নিয়ন্ত্রণ করে ছাত্রলীগ। হল প্রাধ্যক্ষ থেকে শুরু করে হলের কর্মকর্তা-কর্মচারীরা পুতুলের ভূমিকা পালন করেন। এ কারণে ছাত্রনেতাদের সহযোগিতায় হলে মাদক সেবন ও বহিরাগতরা থাকার সুযোগ পায়। বর্তমানে ঢাবির হলগুলো ছাত্রলীগের নিয়ন্ত্রণে থাকায় ওই সভায় ছাত্রলীগকে ডেকেছে ঢাবি প্রশাসন।

হলের সাধারণ শিক্ষার্থীদের দাবি, ছাত্রলীগ হল নিয়ন্ত্রণ করায় হলে সিট দেওয়ার আশ্বাসে জোর করে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করা হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ছাত্রলীগের রাজনীতি না করলে শিক্ষার্থীদের হলে থাকতে দেওয়া হয় না। হলে ছাত্রলীগ বাদে অন্য মতাদর্শের কোনো শিক্ষার্থী পেলে অধিকাংশ সময়ে পিটিয়ে বের করে দেওয়া হয়েছে। আর এসব কাজে পরোক্ষভাবে সহযোগিতা করেছে হল প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুধু ভিন্ন মতাদর্শ ধারণ করার কারণে ছাত্রলীগের মারধরের শিকার হলেও হল প্রশাসন চুপ থেকে ছাত্রনেতাদের সাহস জুগিয়েছে। এখন প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় ঢাবি ছাত্রলীগের শীর্ষ নেতারা উপস্থিত হওয়ায় ছাত্রলীগের হল নিয়ন্ত্রণের বিষয়টি ফের সামনে এসেছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলেন, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি বিশ্ববিদ্যালয় পরিচালনায় একটি গুরুত্বপূর্ণ বডি। সেখানে কোনো সংগঠনকে ডেকে নিয়ে কথা বলা প্রশাসনিক নিয়মের ব্যত্যয়। উপাচার্য যদি কাউকে ডাকতে চান তাহলে দল-মত নির্বিশেষ অথবা পরিবেশ পরিষদের সব সংগঠনকে ডাকবেন। এর মাধ্যমে বোঝা যায় প্রাধ্যক্ষরা হল পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। এ কারণে ছাত্রলীগকে ডাকা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ কালবেলাকে বলেন, কিছু দলকানা লোভী শিক্ষক বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সরকারি দলের সহযোগী সংগঠন হিসেবে জাতির কাছে তুলে ধরছে। তারা এখন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অভিভাবক না হয়ে ছাত্রলীগের অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এজন্যই বিশ্ববিদ্যালয়ের সব ধরনের সভায় তারা ছাত্রলীগকে সঙ্গে নেয়। এই মেরুদণ্ডহীন প্রশাসন ক্ষমতা হারানোর ভয়ে ছাত্রলীগের শেল্টার নেওয়াকে সম্মানের মনে করে বলেই ছাত্রলীগকে দাওয়াত দিয়ে নিজেদের প্রভুত্বকে টিকিয়ে রাখতে চায়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী কালবেলাকে বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো সংকট তৈরি হলে পরিবেশ পরিষদের সাহায্য-সহযোগিতা প্রশাসন চাইতেই পারে; কিন্তু কোনো একটি নির্দিষ্ট সংগঠনকে সুযোগ দেওয়া, তাদের কথা শোনা অগণতান্ত্রিক ও অযৌক্তিক ব্যাপার। প্রশাসন ছাত্রলীগকে এক চোখে দেখে, বাকিদের ভিন্ন চোখে দেখে। হলের আবাসন থেকে শুরু করে ক্যান্টিনে ফাও খাওয়া ও বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে ছাত্রলীগ যুক্ত। প্রশাসন ও প্রাধ্যক্ষরা সেগুলো জানে। তারপরও তাদের ডাকা সম্পূর্ণ অযৌক্তিক। এটি নিঃসন্দেহে ছাত্র স্বার্থবিরোধী।

ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি আসিফ মাহমুদ কালবেলাকে বলেন, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় ছাত্রলীগের উপস্থিতি হলগুলোতে ছাত্রলীগের ছায়া প্রশাসনকে বৈধতা এবং বিশ্ববিদ্যালয়ের হলগুলো নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা সামনে চলে আসে। যারা হলগুলোতে শিক্ষার্থীদের থাকার বিনিময়ে জোরপূর্বক দলীয় কর্মসূচিতে নিয়ে যায়, সিট বাণিজ্য, চাঁদাবাজিসহ শিক্ষার্থীদের নির্যাতনের মতো ঘৃণ্য কাজে জড়িত, তারা কোনোভাবেই শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে তাদের পক্ষে প্রশাসনের সঙ্গে ডায়ালগ করার নৈতিক অবস্থান রাখে না।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক ছাত্রলীগ নেতাদের ডাকার বিষয়টি অস্বীকার করেছেন ঢাবি শাখা ছাত্রলীগের শীর্ষ দুই নেতা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের আমন্ত্রণ জানায়নি। তারা নিজ থেকে সেখানে গিয়েছেন। এ বিষয়ে ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন কালবেলাকে বলেন, আমাদের আমন্ত্রণ জানানো হয়নি। আমরা শিক্ষার্থী সংশ্লিষ্ট কিছু দাবি নিয়ে সেখানে গিয়েছিলাম।

এ বিষয়ে জানতে চাইলে উত্তেজিত হয়ে পড়েন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, সভায় বিভিন্ন তথ্য শেয়ার করা হচ্ছিল, সেটি তোমার কাছে বলতে হবে কেন! এটি আনুষ্ঠানিক বিষয় নয়। ছাত্র সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন সময়ে ছাত্রদের কথা নিতে হয়। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জনের সঙ্গে কথা বলি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুকুরের কামড়ে একই এলাকার শিশুসহ আহত ৪

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল আরেক দেশ

বায়ুদূষণের তালিকায় শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী

পাগলা মসজিদের দানবাক্সে ২৭ বস্তা টাকা, চলছে গণনা

ছাতকে ১৪৪ ধারা জারি

দাবদাহে নষ্ট হচ্ছে আমের গুটি, দুশ্চিন্তায় চাষিরা

শনিবার দিনটি কেমন যাবে আপনার?

মোস্তাফিজে মজেছেন পাথিরানা

ভারতে প্রথম দফায় রেকর্ড ভোটগ্রহণ

প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১২

শনিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

১৩

শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সাধারণ সম্পাদক ডিপজল

১৪

ডেমরায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

১৫

ফের আচরণবিধি লঙ্ঘন করেছেন চেয়ারম্যান প্রার্থী, নীরব প্রশাসন

১৬

ভোটের তিন বছর পর কাউন্সিলর হচ্ছেন আলী আহাম্মদ

১৭

পাবনায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

১৮

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউপি সদস্যের মৃত্যু

১৯

শুধু আ.লীগের লোকজন ভিজিএফ ও টিসিবি কার্ড পাবে

২০
*/ ?>
X