ওমর ফারুক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ০৮:৩০ এএম
প্রিন্ট সংস্করণ

টাইগারদের রেকর্ড গড়া জয়

টাইগারদের রেকর্ড গড়া জয়

সিরিজ শুরুর আগে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেন সাকিব আল হাসান। কিন্তু মাঠের সাকিব যে সব বিতর্কের ঊর্ধ্বে, তারই প্রতিচ্ছবি দেখা গেল সিলেটে। ব্যাটিংয়ে চাপে পড়া দলকে টেনে তুললেন; গড়লেন বিশ্বরেকর্ডও। বোলিংয়েও প্রথম ব্রেক থ্রুটাও এনে দিলেন তিনি। এরপর সতীর্থদের সম্মিলিত চেষ্টায় আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিলেন তারা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল প্রথম ওয়ানডেতে রেকর্ড ১৮৩ রানে জিতেছে তামিম ইকবালের দল। আগে ব্যাটিং করে ৮ উইকেটে নিজেদের সর্বোচ্চ ৩৩৮ রান তোলে বাংলাদেশ। জিততে হলে নিজেদের আগের রেকর্ড ভাঙতে হতো আইরিশদের। তবে বাংলাদেশ বোলারদের তোপে আইরিশদের কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি। ইবাদত হোসেন ৬.৫ ওভারে ৪২ রান দিয়ে ৪ উইকেট নিলে ১৫৫ রানে থামে আইরিশরা।

আগে ব্যাটিং করা বাংলাদেশের ৪৯ রান তুলতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। ব্যাটিংয়ে ব্যর্থ তামিম (৩), থিতু হয়েও দাঁড়াতে পারেননি লিটন (২৫)। উইকেটে তখন বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত। স্বাভাবিকভাবে তখন মুশফিকুর রহিম কিংবা অন্য কোনো ডানহাতি ব্যাটারের আসার কথা। কিন্তু অনেকটা অবাক করে তখন ক্রিজে এলেন সাকিব আল হাসান। বাঁহাতি এ ব্যাটারের পজিশন যে চার কিংবা পাঁচ হবে, সেটা ইংল্যান্ড সিরিজেই পরিষ্কার করেছিলেন অধিনায়ক তামিম। একসঙ্গে দুই বাঁহাতি হওয়ায় বোলিং সাজানো নিশ্চয়ই সহজ হয়েছে আইরিশ অধিনায়কের। তবে ওই সময় আইরিশদের স্পিন দারুণভাবে সামলেছেন সাকিব। নাজমুলও ভালোই এগোচ্ছিলেন। ১৭তম ওভারে ম্যাকব্রাইনের আর্ম বলে ভাঙে তার স্টাম্প। ২৫ রান করে সাজঘরে ফেরেন তিনি।

নাজমুল ফেরার পর আরও বেশি অবাক হওয়ার কথা বাংলাদেশি সমর্থকদের। মুশফিকুর রহিমের জায়গায় উইকেটে আসেন অভিষিক্ত তৌহিদ হৃদয়। ছয় বছর পর নিজের জায়গা ছেড়ে দিতে হয়েছে অভিজ্ঞ মুশফিককে। অবশ্য মাঠে এসে শুরু থেকেই রান তোলায় মনোযোগী ছিলেন হৃদয়। তাকে দলে জায়গা করে দিতে ‘বিশ্রাম’ দেওয়া হয়েছিল অভিজ্ঞ মাহমুদউল্লাহকে। মিডল অর্ডারে পরীক্ষা-নিরীক্ষার যে কথা বলা হচ্ছিল, তার ব্যাটিংয়ে সেটারই ছাপ মিলেছে। সাকিবের সঙ্গে দারুণ এক জুটি গড়েন তিনি। ৮১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে দারুণভাবে এগিয়ে নেন তারা।

দুজনের সামনে ছিল সেঞ্চুরি করার সুযোগ। ৭০ পেরোতেই বিধ্বংসী হয়ে ওঠেন সাকিব। কিন্তু তার দশম সেঞ্চুরির অপেক্ষা আরও দীর্ঘায়িত করেছেন গ্রাহাম হিউম। ৯৩ রান করা সাকিবকে কিপারের গ্লাভসবন্দি করেন হিউম। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। এর পর থেকে ১ হাজার ৩৭১ দিন পেরিয়েও সেঞ্চুরিহীন রয়ে গেছেন সাকিব। অবশ্য ফেরার আগে একটা বিশ্বরেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। তৃতীয় খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেটের সঙ্গে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। সাকিব ছাড়া এ তালিকার ওপরে আছেন শহিদ আফ্রিদি ও সনাথ জয়সুরিয়া। যদিও দুজনই পেশাদার ক্রিকেট ছেড়েছেন অনেক আগেই।

সাকিব ফেরার পর রানের চাকা সচল রাখেন হৃদয় ও মুশফিক। ওয়ানডেতে টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করতে দেখা যায় মুশফিককে। রিয়াদের জায়গায় নেমে ২৬ বলে খেলেন ৪৪ রানের ইনিংস। একই ওভারে হিউম ফেরান হৃদয়কে। তরুণ এ ব্যাটার অভিষেকে সেঞ্চুরির দারুণ এক কীর্তি গড়ার সহজ সুযোগ হাতছাড়া করেন বোল্ড হয়ে। তবে তার ৮৫ বলে ৮ চার ও দুই ছক্কার ৯২ রানের ইনিংস নতুন সম্ভাবনার উঁকি। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ৩৩৮ রান তোলে স্বাগতিকেরা। ঘরের কিংবা বিদেশে বাংলাদেশের যা সর্বোচ্চ পুঁজি।

পাহাড়সম রান তাড়া করতে আসা আইরিশদের শুরুটা ছিল দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে ৬০ রান তোলেন পল স্টার্লিং ও স্টিফেন ডোহেনি। বিপজ্জনক হয়ে ওঠা এ জুটি ভেঙে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন সাকিব। ৩৪ রান করে সাজঘরে ফেরেন ডোহেনি। পরের ১৬ রান তুলতেই আরও চার ব্যাটারকে ফেরান ইবাদত হোসেন ও তাসকিন আহমেদ। দ্রুত মিডল অর্ডার ভাঙে আইরিশদের। তাতে ব্যাটিংয়ের মূল স্তম্ভও ভেঙে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাবদাহে ঝরছে লিচুর মুকুল, দুশ্চিন্তায় দিনাজপুরে চাষিরা

তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে কুমিল্লায় গাছ লাগাচ্ছে ছাত্রলীগ

ফরিদপুরের ঘটনা আদিম যুগের বর্বরতাকেও হার মানিয়েছে : আব্দুর রহমান

২৪ ঘণ্টায় যুবলীগ ও ছাত্রলীগের ২ কর্মী খুন

ইরান-ইসরায়েল সংঘাতে বিপদে জর্ডান

‘হারল্যান স্টোর’ মিরপুর-১০ শাখার উদ্বোধন করলেন নুসরাত ফারিয়া

ভোলায় হিটস্ট্রোকে যুবকের মৃত্যু

ফিতরা জাকাতের টাকা চেয়ে খুদে বার্তায় প্রতারণার ফাঁদ

এক সপ্তাহের মধ্যেই পরমানু বোমার ইউরেনিয়াম পাবে ইরান!

ননদের বিয়েতে টিভি উপহার দিতে চাওয়ায় স্বামীকে হত্যা

১০

মেঘনা নদীতে ভেসে এলো খণ্ডিত পা

১১

ঈশ্বরদীতে হিটস্ট্রোকে স্বর্ণকারের মৃত্যু

১২

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

১৩

নারী চিকিৎসকের সেবা নেওয়া রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি : গবেষণা

১৪

সরকারকে পরাজয় বরণ করতেই হবে : মির্জা ফখরুল

১৫

দেশে ফিরে কারাগারের লোমহর্ষক বর্ণনা দিলেন তারা

১৬

হরমোনজনিত সমস্যায় দেশের ৫০ শতাংশ মানুষ, জানেন না ৯০ শতাংশই

১৭

আনু মুহাম্মদের পায়ে আবারও অস্ত্রোপচার করা হবে

১৮

বুয়েটে হিযবুত ও শিবিরের কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশই শুধু সমস্যা!

১৯

রেজওয়ানা চৌধুরী বন্যাকে সংবর্ধনা দিল বিমান 

২০
*/ ?>
X