কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ০৯:২৯ এএম
প্রিন্ট সংস্করণ

পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে মামলায় পড়লেন মাহিয়া মাহি

পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে মামলায় পড়লেন মাহিয়া মাহি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে গাড়ির শোরুম দখল করে দেওয়ার অভিযোগ করেছেন মাহিয়া মাহি। সৌদি আরব থেকে গতকাল শুক্রবার ফেসবুক লাইভে তিনি এসব অভিযোগ করেন। এ সময় ওই শোরুম ভাঙচুরের কয়েকটি ভিডিও প্রকাশ করেন তিনি। সকালের ওই অভিযোগের পর রাতেই পুলিশ মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে। গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় মামলাটি করেন এসআই মোহাম্মদ রোকন মিয়া।

পুলিশের মামলায় অপমান-অপদস্থ ও হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, আক্রমণাত্মক, কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তার স্বামী রাকিবের বিরুদ্ধে কয়েক কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগে গতকাল সংবাদ সম্মেলন করেছেন দীঘিরচালা এলাকার ইসমাইল হোসেন নামে একজন।

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ সংলগ্ন সনি রাজ কার প্যালেস শোরুমের সামনে দাঁড়ানো ১৫ থেকে ২০ জন মানুষ—সকালে এমন একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন মাহিয়া মাহি। পোস্টের ক্যাপশনে লেখেন, ‘গাজীপুরের পুলিশ কমিশনার দেড় কোটি টাকার বিনিময়ে আমাদের গাড়ির শোরুম দখল করে দিচ্ছে ইসমাইল ওরফে লাদেনকে।’ তিনি বলেন, মোল্যা নজরুল ইসলাম তার অতিরিক্ত কমিশনার দেলোয়ারের মাধ্যমে ঘুষ নিয়েছেন। এজন্য পুলিশ কমিশনারের কাছে গিয়েছি। তিনি বারবার জমির কাগজপত্র চেয়েছেন। পুলিশ কেন জমির কাগজপত্র নিয়ে ডিল করবে, এটা পুলিশের কাজ নয়। আদালত রায় দেবেন।

১২ মিনিটের ফেসবুক লাইভে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে মাহি বলেন, থানায় জিডি করতে গেলে ওসি প্রথম দিন জিডি নেননি। একটি ফেক জিডির কাগজ দেন। জিডি না নেওয়ায় পুলিশ কমিশনার অভিনয় করে ওসিকে কিছুদিনের জন্য প্রত্যাহার করেন। এখন আবার ক্লোজ উঠিয়ে নিয়েছেন। আগামীকাল দেশে আসব। দেশে এসে এটা নিয়ে তুলকালাম করে ফেলব। ফেসবুক লাইভের শেষে পুলিশ কমিশনারকে মেইন কালপ্রিট বলে ক্ষোভ প্রকাশ করেন মাহিয়া মাহি।

এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, তার অভিযোগ ডাহা মিথ্যা। তাকে (মাহি) জিজ্ঞেস করেন পুলিশ কী প্রক্রিয়ায় টাকা নিয়েছে। তার স্বামী ও আত্মীয়স্বজনের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে। যেহেতু ফেসবুক লাইভে এসে পুলিশকে জড়িয়ে তিনি এ ধরনের কথা বলেছেন, সেজন্য ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান কমিশনার।

এদিকে মাহির স্বামী, সাবেক ছাত্রলীগ নেতা ও গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাকিব সরকারের বিরুদ্ধে গতকাল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন করেন ইসলাম হোসেন নামে একজন। নিজেকে ওই শোরুমের জমির মালিক দাবি করে লিখিত বক্তব্যে তিনি বলেন, তার ও ব্যবসায়ী মামুন সরকারের মালিকানাধীন সাড়ে ৩২ শতাংশ জমি প্রায় পাঁচ বছর ধরে দখল করে সনিরাজ কার প্যালেস নামে একটি গাড়ির শোরুম স্থাপন করেছেন রাকিব। সম্প্রতি মামুন সরকার জমিতে ভবন নির্মাণ করতে গেলে রাকিব তার লোকজন দিয়ে নির্মাণ সামগ্রীসহ লাখ লাখ টাকার মালপত্র নিয়ে যায়। ভেঙে ফেলা হয় ইসমাইল হোসেনের একটি রড বাইন্ডিং মেশিন। শুক্রবার জমিতে গেলে তাকেও মারধর করা হয়। এতে আরও তিনজন আহত হন। এ ঘটনায় বাসন থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।

এ ছাড়া রাকিব সরকারের বিরুদ্ধে জমি দখল, হত্যা ও ধর্ষণের মতো অপরাধের অভিযোগ তুলে ধরা হয়। ইসমাইল হোসেন অবিলম্বে রাকিব সরকারের অত্যাচার থেকে রক্ষার জন্য ও জায়গা ফিরে পেতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে আজ শনিবার এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন মাহিয়া মাহি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালোবাসার অর্থনীতি

বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে ঢাকা বিআরটি

ড্রেনে বোতল-পলিথিন না ফেলতে যুবকদের সচেতনতা

শসার মণ ১শ টাকা, লোকসানে চাষিরা

বাজেটে ইন্টেরিয়র সেক্টর: আমাদের প্রত্যাশা

শিল্পী ধ্রুব এষকে বিএসএমইউতে ভর্তি

এফএ কাপের সেমিফাইনালে হলান্ডের খেলা নিয়ে সংশয়

চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে

নিত্যপণ্যের তুলনায় তামাকপণ্য সস্তা, দাম বাড়ানোর দাবি

মোটরসাইকেল সড়কের বড় উপদ্রব : ওবায়দুল কাদের

১০

ভোলায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

১১

দেশের বাজারে কমলো সোনার দাম

১২

এসএসসি পাসে বিভিন্ন পদে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

১৩

তুরস্কের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন হামাস প্রধান

১৪

ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ

১৫

নব্য বাকশাল কায়েম করেছে সরকার: মির্জা ফখরুল

১৬

বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন মনীষা আব্রাহাম

১৭

আলুর দামে নাভিশ্বাস

১৮

যে কারণে মোস্তাফিজের ওপর চটেছেন জাদেজা

১৯

চলতি বছরে হজ প্যাকেজের খরচ কমলো

২০
*/ ?>
X