নারায়ণগঞ্জের সেই ভবনে ফের বিস্ফোরণ

নারায়ণগঞ্জের পাইকারি ব্যবসাকেন্দ্র নিতাইগঞ্জের শতবর্ষী ভবনে শনিবার বিস্ফোরণের পর সৃষ্ট আগুন নেভানোর চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা।
নারায়ণগঞ্জের পাইকারি ব্যবসাকেন্দ্র নিতাইগঞ্জের শতবর্ষী ভবনে শনিবার বিস্ফোরণের পর সৃষ্ট আগুন নেভানোর চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা।ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের পাইকারি ব্যবসাকেন্দ্র হিসেবে পরিচিত নিতাইগঞ্জে শতবর্ষী একটি দোতলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দ্বিতীয় তলার বারান্দা ও ছাদ ধসে আওলাদ হোসেন নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। গতকাল শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়া সিআইডির একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে।

গত বছরও একই ভবনে একই ধরনের বিস্ফোরণে একজন নিহত হয়েছিলেন। কিন্তু এরপরও ভবন মালিক সতর্ক হননি। প্রায় ১০ বছর আগে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও নিচতলায় ৭টি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হতো।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বলেন, বিকট শব্দে ইলিয়াস দেওয়ানের মালিকানাধীন ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনের ভেতরে আগুন ধরে যায়। ধসে পড়ে ভবনের পেছনের অংশ। নিচতলায় থাকা বিভিন্ন দোকানের ছাদও ধসে পড়ে। এতে দোকানগুলোতে থাকা ব্যবসায়ী, শ্রমিক, পথচারীসহ ১০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় আওলাদ হোসেন নামে এক শ্রমিক সরদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ছাড়া আহত হয়েছেন জাকির হোসেন, রাজন, রবি, হযরত আলী, সরদার জাহাঙ্গীর, বিল্লাল, নাহিদ, জগদীশ সরকার ও সেন্টু। এর মধ্যে বিল্লাল, জগদীশ ও জাকির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ভবন মালিকের প্রতিনিধি আবদুল ওহাব বলেন, জরাজীর্ণ ভবনটির দোতলা পুরোপুরি পরিত্যক্ত। নিচতলায় ৬-৭টি পাইকারি ব্যবসা প্রাতষ্ঠান রয়েছে। এর মধ্যে জনতা এন্টারপ্রাইজ, গোবিন্দ ভান্ডার, রাজলক্ষ্মী ভান্ডার ও শ্রী মা ভান্ডার অন্যতম। বাকিগুলো খাদ্যশস্যের গুদাম হিসেবে ব্যবহৃত হয়।

নিতাইগঞ্জ পাইকারি ও খুচরা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শঙ্কর সাহা বলেন, এই ভবনে গত বছরও বিস্ফোরণে একজন নিহত হয়েছিলেন। ওই সময় মানুষ মারা গেলেও ভবনের ক্ষতি হয়নি। কিন্তু এবার হতাহতের পাশাপাশি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

নাসিকের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, গত কয়েক বছরে পরিত্যক্ত ঘোষিত এই ভবনটির মালিককে একাধিকবার নোটিশ দেওয়া হয়। তিনি ভবনটি অপসারণ করেননি। বরং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ভাড়া দিয়েছেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ কার্যালয়ের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, ভবনের উত্তর পাশে নিচতলায় গ্যাসের একটি রাইজার দেখতে পেয়েছি। সেখান থেকে একটি লাইন দোতলায় উঠে গেছে। গ্যাসের লাইনটি সচল অবস্থায় পেয়েছি। ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের পাইপ থেকে গ্যাস নির্গত হয়ে গুদামে জমে বিস্ফোরণ ঘটেছে। এর বাইরে আরও যেসব বিষয় রয়েছে, তা নিয়ে কাজ চলছে। বিস্ফোরণের কারণ শনাক্ত করতে আমাদের সঙ্গে কাজ করছে সিআইডি। তবে জমে থাকা গ্যাসই বিস্ফোরিত হয়েছে বলে আমরা মনে করছি।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, জরাজীর্ণ ভবনটিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে বিস্ফোরণের কারণ জানার চেষ্টা করব।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com