ওবামাসহ যুক্তরাষ্ট্রের ৫০০ নাগরিকের ওপর রুশ নিষেধাজ্ঞা

ওবামাসহ যুক্তরাষ্ট্রের ৫০০ নাগরিকের ওপর রুশ নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের ৫০০ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাকা ওবামাও রয়েছেন। গত শুক্রবার মস্কো জানায়, তাদের ওপর ওয়াশিংটনের নিষেধাজ্ঞার পাল্টা জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর বিবিসি ও আলজাজিরার।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নতুন করে যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তারা সেদেশে প্রবেশ করতে পারবেন না। রাশিয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপই নীরবে সহ্য করা হবে না। প্রতিটি পদক্ষেপের কঠোর প্রতিক্রিয়া দেখানো হবে।

নিষেধাজ্ঞার তালিকায় আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জন হান্টসম্যান ও বেশ কয়েকজন সিনেটর। মিডিয়া ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন টেলিভিশন উপস্থাপক স্টিফেন কলবার্ট, জিমি কিমেল এবং সেথ মেয়ার্স। সিএনএনের উপস্থাপক এরিন বার্নেট, এমএসএনবিসির উপস্থাপক রাচেল ম্যাডো এবং জো স্কারবোরোও এ তালিকায় রয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সিনেটর, কংগ্রেস ও বেশ কয়েকটি থিঙ্ক ট্যাঙ্কের সদস্য এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন।

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রসহ জি-৭ জোটের দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। রাশিয়ার ওয়ার মেশিন, লাভজনক হীরা বাণিজ্য ও ইউক্রেনে পরিচালিত সামরিক অভিযানের সঙ্গে যুক্ত বেশ কয়েকটি সংস্থা এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com