যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন তেল কিনছে সরকার

সয়াবিন তেল।
সয়াবিন তেল।পুরোনো ছবি

যুক্তরাষ্ট্র থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১২৯ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া স্থানীয় প্রতিষ্ঠান থেকে আরও ৭০ হাজার লিটার তেল এবং জরুরি প্রয়োজনে সাড়ে ১২ হাজর টন চিনি কেনার সিদ্ধান্ত হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় গতকাল বুধবার এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ সভা হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। সভায় অন্যান্য প্রস্তাবের সঙ্গে মরক্কো ও কানাডা থেকে ৩৪৬ কোটি ৭১ লাখ ৯৩ হাজার ২০০ টাকা ব্যয়ে ৮০ হাজার টন সার কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি।

সাঈদ মাহবুব বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের এক্সেনচুয়াল টেকনোলজি ইনকোরপোরেশন (স্থানীয় এজেন্ট ওএমজি লিমিটেড) থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ১২৯ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার টাকা। এ-সংক্রান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের আলাদা প্রস্তাবে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৭০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১২৭ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা। প্রতি লিটারের দাম ১৮২ টাকা ৬৫ পয়সা।

এ ছাড়া সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১২ হাজার ৫০০ টন চিনি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৩১ কোটি ২৫ লাখ টাকা। ব্র্যান্ড শেয়ার ট্রেডিং লিমিটেড মাইডস থেকে এ চিনি কেনা হবে।

অতিরিক্ত সচিব আরও জানিয়েছেন, সরকার মরক্কো ও কানাডা থেকে ৮০ হাজার টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে মরক্কো থেকে ৩০ হাজার এবং কানাডা থেকে ৫০ হাজার টন সার কেনা হবে। এতে ব্যয় হবে ৩৪৬ কোটি ৭১ লাখ ৯৩ হাজার ২০০ টাকা। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় এ সার কেনা হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com