গাঁজা দিয়ে ফাঁসাতে গিয়ে বেকায়দায় দুই পুলিশ কর্মকর্তা

গাঁজা দিয়ে ফাঁসাতে গিয়ে বেকায়দায় দুই পুলিশ কর্মকর্তা

জিডির তদন্ত করতে গিয়ে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে গাঁজা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন—ঢাকা মহানগর পুলিশের রামপুরা থানার এসআই নুরুল ইসলাম ও এএসআই রাসেল মিয়া। ভুক্তভোগীর নাম আলী বিন তাহের। গতকাল শনিবার বিকেলে রাজধানীর রামপুরা এলাকায় ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভুক্তভোগীর ভাই আলী আল জিহাদ গণমাধ্যমকে বলেন, এক ব্যক্তি ব্যবসায়িক লেনদেন নিয়ে ঝামেলা থেকে তার বড় ভাই তালহার বিরুদ্ধে রামপুরা থানায় জিডি করেন। বেলা সাড়ে ৩টার দিকে রামপুরা থানার এসআই নুরুল ইসলাম, এএসআই রাসেল মিয়া তাদের এক সোর্সকে সঙ্গে নিয়ে পূর্ব রামপুরার শহীদ মিনার সড়কে তাদের বাসায় আসেন। এ সময় বাসা তল্লাশি করতে গেলে তার সঙ্গে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে এসআই নুরুল তার ভাইকে একটি গাঁজার পোঁটলা দিয়ে ওই ঘটনায় আটক করতে চান। টের পেয়ে মহল্লাবাসী ছুটে আসেন। অনেকেই পুরো ঘটনা ভিডিও করেন।

ভিডিও চিত্রে দেখা যায়, এসআই নুরুল ইসলামের কাঁধে ঝোলানো ব্যাগে গাঁজা রয়েছে বলে অভিযোগ তোলেন কয়েকজন। ব্যবসায়ী তালহার ভাই জিদান এ নিয়ে এসআই নুরুলের কাছে জবাব চান। একপর্যায়ে এই পুলিশ কর্মকর্তা ব্যাগটি পাশে দাঁড়ানো এক আনসার সদস্যকে দিয়ে আসেন। এ সময় পলিথিনে মোড়ানো একটি পোঁটলা দেখিয়ে জিদান বলেন, এই গাঁজার পোঁটলা দিয়ে ফাঁসিয়ে তার বড় ভাইকে ধরতে এসেছেন এসআই নুরুল। তখন এলাকাবাসীর তোপের মুখে পড়েন তিনি। এদিকে অপর পুলিশ সদস্য এএসআই রাসেল মিয়া এক ফাঁকে ঘটনাস্থল থেকে সটকে পড়েন। জিদান বলেন, তার বাবার কাছে কাকুতি-মিনতির পর এসআই নুরুলকেও ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ওই দুই পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলছি। আসলেই কী হয়েছে, সেটা বোঝার চেষ্টা করছি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com