ঢাকা মহানগর আ.লীগ কথা শোনে না

বাংলাদেশ আওয়ামী লীগ।
বাংলাদেশ আওয়ামী লীগ।ছবি : সংগৃহীত

সম্মেলনের বছর পূর্ণ হয়ে গেলেও কমিটি হয় না ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের ওয়ার্ড-থানা-ইউনিয়ন শাখার। মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সঙ্গে যৌথসভার পর যৌথসভা করেন ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতারা; কিন্তু মহানগরের অন্তর্গত ওয়ার্ড-থানা-ইউনিয়ন কমিটি হয় না, পূর্ণাঙ্গ করা হয় না সহযোগী সংগঠনগুলোর কমিটি। বারবার তাগাদা দেওয়ার পরও নির্দেশনা না মানায় বিরক্ত আওয়ামী লীগ।

বারবার তাগাদা দিলেও খসড়াতেই আটকে আছে মহানগর উত্তর ও দক্ষিণের এসব শাখার কমিটি। কমিটিগুলো দেওয়ার সর্বশেষ সময়সীমা নির্ধারণ করে দিয়েছে ২০ মার্চ। একই অবস্থা আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ এবং সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের। সম্মেলনের কয়েক মাস পার হয়ে যাওয়ার পরও বারবার তাগাদা দিয়েও পূর্ণাঙ্গ কমিটি না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

অন্যদিকে ভ্রাতৃপ্রতিম সংগঠন শ্রমিক লীগের কর্মকাণ্ডেও অসন্তুষ্ট আওয়ামী লীগ। শ্রমিক লীগের কর্মকাণ্ডের অচলাবস্থা সৃষ্টি হওয়ায় এ ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গতকাল বুধবার কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথ সভায় দলের সাধারণ সম্পাদক কমিটি করার নতুন সময়সীমা নির্ধারণ ও ক্ষোভ প্রকাশ করেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ কালবেলাকে বলেন, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের শাখা কমিটিগুলো রোজার আগেই দিয়ে দিতে দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ২০ মার্চের মধ্য ওয়ার্ড-থানা-ইউনিয়নের কমিটি ঘোষণা করতে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

অন্যদিকে মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের দুটি শাখার শীর্ষ নেতাদের বিদেশ ভ্রমণে আটকে আছে ঢাকা মহানগরের তৃণমূলের কমিটি ঘোষণা। মহানগর উত্তরের সাধারণ এসএম মান্নান কচি চিকিৎস্বার্থে আমেরিকা অবস্থান করেন দীর্ঘদিন, অন্যদিকে মহানগর দক্ষিণের সাধারণ হুমায়ুন কবির ফিরে আসার পর সভাপতি আবু আহমেদ মন্নাফীও বিদেশ সফরে যান। আর এজন্য কমিটি প্রদানে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে, যদিও বিষয়টি স্বীকার করতে চান না মহানগরের নেতারা। কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা মহানগরের শীর্ষ নেতাদের খসড়া তৈরি বলেই আশ্বস্ত করেন।

জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান কালবেলাকে বলেন, কমিটির খসড়া তৈরি, রোজার আগেই কমিটি ঘোষণা করা হবে।

কমিটি প্রদানে দীর্ঘসূত্রতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একাধিক যৌথ সভায় ক্ষোভ প্রকাশ করেন। বুধবারের যৌথ সভায় তিনি বলেন, রোজার আগেই কমিটি দিতে হবে, আর সময় দেওয়া হবে না। মার্চের ২০ তারিখের মধ্যে কমিটি দিতে হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, এ সময় ওবায়দুল কাদের অন্য ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ, সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের কমিটি দ্রুততম সময়ে মধ্য পূর্ণাঙ্গ করারও নির্দেশনা দেন।

সূত্র আরও জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্মরণে আওয়ামী লীগ প্রতিবারের মতো এবারও কর্মসূচি পালন করে। সেদিন বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভা অনুষ্ঠত হয়; কিন্তু সে সভায় মহিলা আওয়ামী লীগ অনুপস্থিত থাকায় ওবায়দুল কাদের মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক শবনম জাহান শিলাকে প্রশ্নবাণে বিদ্ধ করেন। অনুপস্থিত থাকার কারণ জানতে চান। পরে সভাপতি ও সাধারণ সম্পাদক সভায় দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ জাতীয় ভুল হবে না বলে প্রতিশ্রুতি দেন।

এ বিষয়ে জানতে চাইলে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা কালবেলাকে বলেন, দলের সাধারণ সম্পাদক সেভাবে বলেননি। আমরা সভায় কেন অনুপস্থিত ছিলাম, সেটির কারণ জানতে চেয়েছেন।

একই সভায় শ্রমিক লীগের নেতাদেরও ভর্ৎসনা করেন দলের সাধারণ সম্পাদক। শ্রমিক লীগের কর্মকাণ্ডে অচলাবস্থা সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

জানা গেছে, অভ্যন্তরীণ কোন্দলে বিপর্যস্ত আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগ। এ সংগঠনের শীর্ষ দুই নেতার দ্বন্দ্ব নিরসনে ২০১৯ সালের আওয়ামী লীগ হস্তক্ষেপ করে। এখনো বিরাজ করছে সংগঠনের শীর্ষ দুই নেতার মধ্যে মনস্তাত্ত্বিক যুদ্ধ। এ ছাড়াও নানাবিধ সমস্যায় জর্জরিত শ্রমিক লীগ। সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাক্ষর জাল করে সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করায় শ্রমিক লীগ ঢাকা উত্তরের কমিটি বাতিল করে।

শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজম খসরু ঠান্ডা-জ্বরজনিত কারণে যৌথ সভায় অনুপস্থিত ছিলেন বলে কালবেলাকে জানান।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com