সুশোভন অর্ক
প্রকাশ : ১৩ মে ২০২৩, ০৭:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

ম্যানিলার ভয়ংকর নাসির দেশে খুন করে ধরা

ম্যানিলার ভয়ংকর নাসির দেশে খুন করে ধরা

ফিলিপাইন সরকারের তালিকাভুক্ত সন্ত্রাসী তিনি। খুন, মারধর, নারী পাচার, মাদক ব্যবসা, অপহরণসহ নানা অপরাধে সিদ্ধহস্ত। তার বিরুদ্ধে রয়েছে ম্যানিলার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ। এমনকি বাংলাদেশের যেসব অভিবাসী ম্যানিলায় ব্যবসা-বাণিজ্য করেন, তাদেরও নিয়মিত চাঁদা দিতে হয় তাকে। ব্যত্যয় ঘটলেই হত্যা-নির্যাতন। এ নিয়ে অন্তত ডজনখানেক মামলা ও অভিযোগ জমা হয়েছে ম্যানিলা পুলিশের কাছে। এতসব অপরাধ মাথায় নিয়ে দেশে ফিরেও জড়িয়েছেন খুনের মতো ঘটনায়। আর সেই মামলায় অবশেষে জেলে গেছেন ম্যানিলার আলোচিত সন্ত্রাসী নাসির হাওলাদার। তবে ম্যানিলায় তার এতসব কুকর্মের তথ্য জানে না বাংলাদেশ পুলিশ।

এক দশক আগে দেশ ছেড়েছিলেন নাসির হাওলাদার। মাদারীপুর সদর উপজেলার এই বাসিন্দা ম্যানিলায় গিয়েছিলেন গার্মেন্ট সামগ্রীর ব্যবসার উদ্দেশ্যে। সেখানে বসবাসরত বেশ কয়েকজন বাংলাদেশি ব্যবসায়ী জানান, প্রথম দিকে নাসির হাওলাদার বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। যুক্ত হন ব্যবসায়। কিছুদিন পর তার সঙ্গে সখ্য গড়ে ওঠে ফিলিপাইনের উগ্রপন্থি হিসেবে পরিচিত মারানাও উপজাতির এক নারীর। আরা অ্যাডাম নামের মধ্যবয়সী ওই নারীর পরিবারের সদস্যরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। ২০১৫ সালে নাসির হাওলাদার বিয়ে করেন আরা অ্যাডামকে। এর পরই খোলস পাল্টাতে শুরু করেন তিনি। ব্যবসা ছেড়ে জড়িয়ে যান নানা অপরাধে। প্রথমদিকে বাংলাদেশি ব্যবসায়ীদের হুমকি-ধমকি দিয়ে অর্থ আদায় করতেন। অপহরণ করেও বড় অঙ্কের অর্থ দাবি করতেন।

ম্যানিলা পুলিশের কাছে দেওয়া বিভিন্ন নথিপত্র ঘেঁটে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, অন্তত একডজন মামলা ও অভিযোগ রয়েছে নাসির হাওলাদারের বিরুদ্ধে। নিষিদ্ধ সংগঠনের সঙ্গেও সখ্য রয়েছে তার। আর এর সুবাদে নানা ভারী অস্ত্রের কারবারি বনে যান তিনি। বেশ কয়েকজন বাংলাদেশি ব্যবসায়ী এবং ফিলিপাইনে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসীদের প্রকাশ্য মারধর ও গুলি করেন। এর মধ্যে ম্যানিলার সংবাদমাধ্যমেও আলোচিত হয় বেশ কয়েকটি ঘটনা। ২০১৬ সালে বাংলাদেশি ব্যবসায়ী কামাল হত্যার মধ্য দিয়ে প্রথমবারের মতো আলোচিত হন তিনি। এরপর তৎকালীন সময়ে বাংলাদেশি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ফিলিপাইনের প্রতিনিধি আহমেদ তামিমের ওপর গুলি চালানো হয়। এতে গুরুতর আহত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নেন তিনি। ২০১৮ সালে গুলি করে হত্যা করা হয় সিরাজুল ইসলাম রাজু নামের এক ব্যবসায়ীকেও। সাবু ব্যবসা (ইয়াবা তৈরির উপকরণ) অভিযোগে নাসির হাওলাদার পুলিশের হাতেও আটক হন। এর বাইরে বেশ কয়েকজন বাংলাদেশি ও ভিনদেশি ব্যবসায়ীকে গুলি করেন নাসির। এর মধ্যে ম্যানিলায় বসবাসরত বাংলাদেশি একজন শীর্ষ ব্যবসায়ী নিহত হন। এ বিষয়ে হত্যাকাণ্ডের শিকার সেই পরিবারের সঙ্গে যোগাযোগও করা হয়। তবে তারা ভয়ে মুখ খুলতে চান না। তার পরিবারের সদস্যরা বলছেন, বিচার পাওয়ার সুযোগ নেই। উল্টো নাসির হাওলাদারের ম্যানিলার স্বজনরা আমাদের চাপের মধ্যে রেখেছে। এ নিয়ে মুখ খুললে ব্যবসা রেখে পালাতে হবে। অথবা গুলির মুখে পড়তে হবে।

ফিলিপাইনের পুলিশের নথিতে আরও দেখা যায়, নাসির হাওলাদার ২০২১ সালে আবু তাহের নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেন। ওই ব্যবসায়ী বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক জনপ্রিয় ছিলেন। গার্মেন্ট পণ্যের ব্যবসায়ী আবু তাহেরের কয়েকজন স্বজনের সঙ্গে যোগাযোগ করে কালবেলা। তবে তারা কেউই কথা বলতে চাচ্ছেন না। তারা বলছেন, ম্যানিলায় নাসির হাওলাদারের গ্যাং রয়েছে। তার স্ত্রী এবং স্ত্রীর ভাইয়েরা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে কথা বলে কেউ ম্যানিলায় ব্যবসা করতে পারবেন না।

ভুক্তভোগী সাংবাদিক তানিম আহমেদ কালবেলাকে বলেন, ২০১৩ সাল থেকেই ম্যানিলা প্রবাসীদের কাছে আতঙ্কের নাম নাসির হাওলাদার। ওই সময় একজন প্রবাসীকে অপহরণ করলে আমি কমিউনিটির পক্ষ হয়ে মামলা করি। এতে ক্ষিপ্ত হয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করে। তিন রাউন্ড গুলি করে, যা আমার শরীরেও বিদ্ধ হয়। সৌভাগ্যক্রমে বেঁচে যাই। এ ছাড়া কামাল ও সাব্বির নামে দুজনকেও মেরে ফেলে। আমাকে গুলি করার পর আমি হত্যাচেষ্টার মামলাও করি।

তিনি বলেন, ফিলিপাইনের মিন্দানাওয়ে বেশ কয়েকটি উগ্রপন্থি সংগঠন রয়েছে। ওইসব সংগঠনের সঙ্গে নাসিরের সম্পৃক্ততা রয়েছে। তিনি ওইসব জঙ্গি সংগঠনের নেতাদের সঙ্গে ছবি তুলে ফেসবুকেও ছাড়তেন। প্রবাসী সবাই বিষয়টি জানেন।

ম্যানিলার একজন বড় বিজনেস ম্যান ছিলেন রাজু সাহেব। চাঁদা না দেওয়ায় তাকে গাড়ির মধ্যে খুন করা হয়। সেই খুনের নেপথ্যেও ছিলেন নাসির হাওলাদার। এর বাইরে রিপনসহ বেশ কয়েকজনকে খুনের ঘটনায় তার নাম উঠে আসে।

তানিম আহমেদ জানান, স্ত্রী আরা অ্যাডাম, মাহবুব হাওলাদার ও স্ত্রীর পরিবারের কয়েকজন স্বজনকে নিয়ে আলাদা গ্যাংও করেছেন নাসির হাওলাদার। মারানাও কমিউনিটির সঙ্গে জঙ্গি সংগঠন আবু সায়াফের সম্পৃক্ততা রয়েছে। আর এই সংগঠনের যোগসূত্রেই সব অপরাধ করেন নাসির। এগুলো ওপেন সিক্রেট। ম্যানিলা প্রবাসী সবাই জানেন বিষয়টি।

সম্প্রতি দেশে ফেরেন নাসির হাওলাদার। দেশে ফিরেও নানা অপরাধে জড়ান। মাদারীপুর সদর উপজেলার একজন চায়ের দোকানিকে তুচ্ছ ঘটনায় তুলে নিয়ে কুপিয়ে খুন করেন নাসির হাওলাদার ও তার সঙ্গীরা। এ বিষয়ে মাদারীপুর সদর থানায় মামলাও করা হয়। এরপর আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

মামলার বাদী মো. জুয়েল মাতুব্বর কালবেলাকে বলেন, আমরা গরিব মানুষ। বাবা-মা গ্রামের মধ্যে একটা মুদির দোকান চালান; কিন্তু তুচ্ছ ঘটনায় কথা-কাটাকাটির জেরে বাবাকে তুলে নিয়ে কুপিয়ে খুন করে। আমরা মামলা করেছি। তিনি বলেন, নাসির হাওলাদার অনেক প্রভাবশালী। ধূর্ত মানুষ। তিনি ফিলিপাইনে থাকেন। সেখানেও নাকি অনেক মানুষকে নির্যাতন করেছেন। কয়েকজনকে মেরেও ফেলেছেন। এটা এলাকার সবাই জানেন। কিছুদিন আগে দেশে এসে সাধারণ মানুষকে নির্যাতন শুরু করেন। আমার বাবাকে কুপিয়ে মেরেই ফেললেন।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার উপপরিদর্শক (নিরস্ত্র) এবং মামলার তদন্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, মামলার আসামি দুজন বাদে সবাই হাজির আছে। এর মধ্যে ১৮ জন জেলে আছে। এ মামলার আসামি নাসির হাওলাদারের বিষয়ে তিনি বলেন, নাসির আত্মসমর্পণ করে জেলে আছেন। তবে তার বিরুদ্ধে বিদেশে মার্ডার বা ভিন্ন কোনো কর্মকাণ্ডের কোনো বিষয়ে আমাদের জানা নেই। তার বিষয়ে দেশে কয়েকটি মারামারির মামলার তথ্য পাওয়া গেছে। রিমান্ডে নেওয়ার পরে অন্য তথ্য জানা যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংককে নেওয়া হলো বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুকে

বৃষ্টির জন্য রাজশাহীতে অঝোরে কাঁদলেন মুসল্লিরা

বিএনপির আরেক নেতা বহিষ্কার

নদীতে মিলল ছাত্রলীগ নেতার পচাগলা মরদেহ

আমেরিকার কত ট্যাঙ্ক অক্ষত আছে ইউক্রেনে?

অভিজ্ঞতা ছাড়াই প্রাণ-আরএফএল গ্রুপে ক্যারিয়ার গড়ার সুযোগ

এমপি একরামুলকে দল থেকে বহিষ্কারের দাবি জেলা আ.লীগের

সরকার মিথ্যা উন্নয়নের বেসুরো বাঁশি বাজাচ্ছে : এবি পার্টি

যক্ষ্মায় আক্রান্ত ব্যক্তিরা সামাজিক বৈষম্যের শিকার হচ্ছেন

রাজনীতিতে দুর্ভোগ সৃষ্টি করেছে আ.লীগ : ইসলামী আন্দোলন

১০

ব্রিজের মুখ বন্ধ / হাজার বিঘা জমির পানি নিষ্কাষণে শঙ্কা

১১

ব্যাংক একীভূতকরণ দায়মুক্তির নতুন মুখোশ : টিআইবি

১২

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

১৩

যুব মহিলা লীগ নেত্রীর বাসা থেকে অপহৃত কিশোরী উদ্ধার

১৪

‘পাকিস্তানের নিরাপত্তাকে নিজের মনে করে ইরান’

১৫

পথ-প্রান্তর রাঙিয়ে তুলেছে রক্তরাঙা কৃষ্ণচূড়া

১৬

এসএসসি পাসে মীনা বাজারে চাকরি, আবেদনের বয়স ১৮

১৭

জমি জরিপ নিয়ে নতুন নির্দেশনা ভূমিমন্ত্রীর

১৮

ছাত্রলীগ নেতা লুটে নিচ্ছেন গোমতী নদীর মাটি

১৯

সৌদি আরবে চলচ্চিত্র ছড়িয়ে দিয়েছেন কে এই হানা আল-ওমাইর

২০
*/ ?>
X