
সিরিজ জয় নিশ্চিত হতেই অনুশীলন সূচি বাতিল করেছিল বাংলাদেশ। ইংল্যান্ডকে প্রথমবার টি-টোয়েন্টিতে সিরিজ হারানোর আনন্দে বেশ ফুরফুরে আছে পুরো দল। গতকাল টিম হোটেলে নিজেদের মতো করে সময় কাটিয়েছেন নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদাররা। আজ বিকেল ৩টায় সিরিজের শেষ ম্যাচে সফরকারীদের হোয়াইটওয়াশের বড় সুযোগের সামনে টাইগাররা। ২০ ওভারের সংস্করণে অনভিজ্ঞ বাংলাদেশ। তবে তারুণ্যনির্ভর দলটি
নিয়ে নতুন আশা দেখাচ্ছেন অধিনায়ক সাকিব আল হাসান। ইংল্যান্ডের মতো বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জয়, তারই প্রমাণ। এবার ইংলিশদের ধবলধোলাই করতে পারলে এ সংস্করণে আত্মবিশ্বাসের মাত্রাটা আরও বেড়ে যাবে তাদের।
আইসিসির টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়া দল জিম্বাবুয়ে। আফ্রিকার দেশটির বিপক্ষে একবারই ধবলধোলাইয়ের সুযোগ হয়েছিল টাইগারদের। এবার তৃতীয় ম্যাচে ইংলিশদের হারিয়ে সংখ্যা দ্বিগুণ করার সুযোগ সাকিব-নাজমুলদের।
সিরিজ জয়ের আত্মবিশ্বাস ছড়িয়ে পড়েছে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টেও। প্রথমবার ইংল্যান্ডকে কোনো সংস্করণে সিরিজ হারানোতে বড় পুরস্কার ঘোষণা করতে যাচ্ছে বিসিবিও। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বদলে যাওয়ার গল্পে খুশি নির্বাচক হাবিবুল বাশার সুমন। ক্রিকেটারদের প্রশংসা করে গতকাল সংবাদিকদের বলেছেন, ‘যেটা বেশি তৃপ্তিদায়ক ছিল, টি-টোয়েন্টি সংস্করণে যেভাবে আমরা খেলতে চাই, তার কিছুটা হলেও এই সিরিজে আমরা প্রকাশ করতে পেরেছি।’
প্রথম দুই ম্যাচে বাংলাদেশের একাদশে রদবদল তেমন ছিল না। দ্বিতীয় ম্যাচে উইকেট ও প্রতিপক্ষ বিবেচনায় শামীম পাটোয়ারীর জায়গায় ফেরানো হয়েছিল মেহেদী হাসান মিরাজকে। ফিরেই সাফল্য পেয়েছেন এ স্পিন অলরাউন্ডার। তবে সিরিজ নিশ্চিত হওয়ায় দু-একটি জায়গায় পরিবর্তনের আভাস দিয়েছেন সুমন। ১৫ জনের স্কোয়াডে অভিষেকের অপেক্ষায় থাকা তানভীর ইসলাম ও রেজাউর রহমান রাজাদের সুযোগ মিলতে পারে। সুমন বলেছেন, ‘বেঞ্চটা দেখা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি রিজার্ভ খেলোয়াড়দের খেলার সুযোগ না দেন, প্রস্তুত হওয়ার সুযোগটা না দেন, কখনো যদি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মূল খেলোয়াড়রা ইনজুরিতে থাকে, তখন তো কোনো প্রস্তুতি ছাড়াই খেলতে হবে।’ তেমন কিছু হলেও জয়ের দিকেই নজর থাকবে দলের, এমনটাই জানিয়ে তিনি বলেছেন, ‘অবশ্যই আমরা জিততে চাইব। সেটার মাধ্যমে আমরা যদি দু-একটা চেঞ্জ করতে পারি।’ অবশ্য মিরপুরের উইকেটে তানভীরকে সুযোগ দিতে হলে একাদশের বাইরে যেতে পারেন নাসুম আহমেদ। আর ব্যাটিংয়ে পরিবর্তন আনা হলে ফিরতে পারেন নুরুল হাসান সোহান। সবকিছুই নির্ভর করছে আজকের টিম মিটিংয়ের ওপর।