শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
রীতা ভৌমিক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৩, ০৮:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ

ভার্চুয়াল দুনিয়াতেও বৈষম্যে নারীরা

ভার্চুয়াল দুনিয়াতেও বৈষম্যে নারীরা

পৃথিবীর জন্মলগ্ন থেকে এ পর্যন্ত যত পেশা যুক্ত হয়েছে মানুষের জীবনে, এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পেশা নারীর জন্য নয় বলে ধরে নিয়েছে সমাজ। এটা নারীদের কাজ নয়, ওইটা নারীরা পারবে না—এমন অনেক তকমা লাগিয়ে দেওয়া হয়েছে সেসব পেশা বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গায়ে। কিছু কিছু ক্ষেত্রে নারী তার অদম্য চেষ্টায় সেই বন্ধুর পথ পাড়ি দিয়েছে। নিজের স্থায়ী আসন গেড়েছেন নিজ যোগ্যতায়। এই মুহূর্তে বর্তমান দুনিয়ার অন্যতম কর্মক্ষেত্র ভার্চুয়াল জগৎ।

সেখানে রয়েছে নারী-পুরুষের অবাধ বিচরণের সুযোগ। ঘরে বসেই কাজ করে স্বাবলম্বী হচ্ছেন অনেকে। কিন্তু সেখানেও বৈষম্যের শিকার হচ্ছেন নারীরা। এ ক্ষেত্রে এখনো অনেক পরিবার বা প্রতিষ্ঠান মনে করছে, এটা নারীদের জন্য নয়।

আগামীকাল বুধবার ৮ মার্চ পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস। নারীর প্রতি এই বৈষম্যের বিষয়টি উঠে এসেছে এবারের প্রতিপাদ্যেও—‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন/জেন্ডার বৈষম্য করবে নিরসন।’

উইমেন ইন ডিজিটালের সিইও আছিয়া খালেদা নিলা কালবেলাকে বলেন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে জেন্ডার বৈষম্য রয়েছে। প্রথমেই ধরে নেওয়া হয় মেয়েরা প্রযুক্তিতে কাজ করতে পারবে না। পরিবার, বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই ধ্যানধারণা পোষণ করা হয়। ছেলে উচ্চতর গণিত পড়বে। যদি পড়তে আগ্রহী না হয় তাকে কৃষিবিজ্ঞান পড়ানো হয়। সেক্ষেত্রে মেয়েকে গার্হস্থ্য অর্থনীতি পড়িয়ে গৃহস্থালি কাজের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়। নিজেদের উপস্থাপনার দুর্বলতার কারণে ভার্চুয়াল দুনিয়াতে মেয়েদের অনেকেই বিপদে পড়ে। অনেকে প্রযুক্তির সঠিক ব্যবহার না জানার কারণে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। যৌথ প্রযুক্তিতে কাজ করতে হলে তাদের সঠিক প্রযুক্তি প্রশিক্ষণের দরকার। একজনকে দেখে অনুপ্রাণিত হয়ে কাজ না করে প্রকৃতভাবে প্রশিক্ষিত হয়ে কাজ করলেই তার সফলতা আসবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের পরিচালক ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য ড. তানিয়া হক কালবেলাকে বলেন, প্রযুক্তিতে অংশগ্রহণের জায়গাটি অনেক উন্মুক্ত। এই জায়গাকে সঠিকভাবে ব্যবহারের ক্ষেত্রে নারীর কিছু চ্যালেঞ্জ এবং বিড়ম্বনা রয়েছে। প্রযুক্তি হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম, সবাই ভেবে নেয় এটা পুরুষবান্ধব, নারীবান্ধব নয়। অন্যদিকে প্রযুক্তি, টেকনোলজি শব্দটি উচ্চারণ করলেই মনে হয়–এটা পুরুষদের জন্য একটা বিশেষ জায়গা। সে কারণে বহু বছর ধরেই নারীরা প্রযুক্তিতে পিছিয়ে।

কভিডের কারণে আকস্মিকভাবে ভার্চুয়াল প্ল্যাটফর্মের চাহিদা বেড়েছে জানিয়ে তিনি বলেন, কারণ মানুষ যখন গৃহবন্দি হয়ে পড়ে, অনলাইন প্ল্যাটফর্মে অনেক কাজ করা সম্ভব, এটা আমরা দেখেছি। শিক্ষা, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, যোগাযোগ, সামাজিক সম্পর্ক সবকিছুই প্রযুক্তিনির্ভর হয়ে পড়ছে। মানুষের জন্য একটা চাহিদার জায়গা তৈরি হয়েছে। কিন্তু নারী সেই চাহিদা পূরণের উপযোগী হয়ে উঠতে পারেনি। তাদের প্রযুক্তিবিদ্যা শিক্ষার ঘাটতি রয়েছে। এই ঘাটতি তাদের মধ্যে এক ধরনের ভীতির সৃষ্টি করেছে। তা ছাড়া প্রযুক্তিও সবার কাছে সহজলভ্য নয়, যেমন–ইন্টারনেট, ল্যাপটপ, স্মার্টফোন ব্যবহারের সুবিধা। এ ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারে গ্রামের মেয়েদের চেয়ে শহরের মেয়েরা এগিয়ে।

ভার্চুয়াল জগতে বৈষম্যের পাশাপাশি নারীকে নানামুখী নির্যাতন-নিপীড়নের মুখেও পড়তে হচ্ছে। এ-লেভেলের শিক্ষার্থী তামিমা ওর বন্ধুকে ফেসবুক মেসেঞ্জারে একটি ছবি পাঠায়। বন্ধুর ডিভাইস থেকে কেউ ছবিটি নিয়ে বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দেয়। সঙ্গে সঙ্গে তা পরিচিতদের নজরে পড়ে। বন্ধুও বুঝতে পারেননি, কেউ ছবিটা ওর ফেসবুক মেসেঞ্জার থেকে নিয়েছে। সহপাঠী, অন্যান্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয়রা ওকে নিয়ে কানাঘুষা শুরু করে। একপর্যায়ে স্কুল ছাড়তে বাধ্য হয় মেয়েটি। তামিমা কালবেলাকে বলে, ‘লোকলজ্জার ভয়ে অভিভাবকরা আইনি ব্যবস্থা নেয়নি। পরিচিত বন্ধুবান্ধব, শিক্ষক, সহপাঠীদের ছেড়ে অন্য স্কুলে গিয়ে ভর্তি হই। আমার সম্মান ক্ষুণ্ন করার জন্যই কেউ এটা করেছিল।’ এমন ঘটনার শিকার শুধু তামিমাই নয়। দেশের হাজারো মেয়ে ভার্চুয়াল দুনিয়ার জালে আটকা পড়ছে। শিকার হচ্ছে নানা ধরনের বৈষম্যের। কেউ কেউ তো সামাজিক নির্যাতন সহ্য করতে না পেরে ‘আত্মহত্যার’ মতো সিদ্ধান্তও নিচ্ছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেনের পাক্ষিক প্রতিবেদনে জানা যায়, ২০২০ সালের ১৬ নভেম্বর থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সাইবার অপরাধের শিকার ২৪ হাজার ৯৫৮ জন নারী অভিযোগ করেছেন। এর মধ্যে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেনের ফেসবুক পেজে ৩২ হাজার ১৫টি মেসেজ, হটলাইন নম্বরে ৬০ হাজার ৯৮৫টি, ফোনকল ও ই-মেইলে ৬৯০টি মেইল এসেছে। সাইবার অপরাধের শিকার এই নারীদের অনেকেই একাধিক মাধ্যমেও যোগাযোগ করেছেন। সেবাপ্রত্যাশীদের মধ্যে ২৪ হাজার ৯৫৮ জন নারী সাইবার স্পেসে হয়রানি সংক্রান্ত যোগাযোগ করেন। যার মধ্যে ৮ হাজার ৩০১ জন পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ তথ্য প্রদান ও আইনগত ব্যবস্থা গ্রহণে অনাগ্রহ প্রকাশ করেছেন। ১৫ হাজার ৯৮৩ জনের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ৬৭৪ জনের অভিযোগের ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ হেড কোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিকেশন এআইজি মোহাম্মদ মঞ্জুর রহমান কালবেলাকে বলেন, নারীর জন্য নিরাপদ সাইবার স্পেস বিনির্মাণে কার্যক্রম অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট ক্ষেত্রে তথ্যপ্রযুক্তিগত সহায়তা প্রদানসহ মামলা, জিডি বা উপযুক্ত আইনি প্রক্রিয়ার পরামর্শ ও সংশ্লিষ্ট লোকাল ইউনিটের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়।

অ্যাকশনএইডের ‘বাংলাদেশে অনলাইনে নারীর প্রতি সহিংসতা’ শীর্ষক ২০২১-২২ সালের এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে, দেশে অনলাইন ব্যবহারকারী নারীদের প্রায় ৬৩ দশমিক ৫১ শতাংশ সহিংসতার শিকার। আগের বছরের তুলনায় যা ১৪ শতাংশ বেশি। এর মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি সহিংসতার শিকার হচ্ছেন তারা, এই হার ৪৭ শতাংশ। মেসেঞ্জারে হারটি ৩৫ শতাংশ। এ ছাড়া ইনস্টাগ্রাম, ইমো, হোয়াটসঅ্যাপ, ইউটিউবসহ অন্যান্য মাধ্যমেও সহিংসতার মুখে পড়েছেন নারীরা। গত ১১ থেকে ১৮ নভেম্বর ৫১৪ অনলাইন ব্যবহারকারী নারী তাদের এই গবেষণা জরিপে অংশ নেন।

গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, দেশের ৬৪ শতাংশ নারী অনলাইনে হয়রানি ও যৌন সহিংসতার শিকার হচ্ছেন। তাদের অধিকাংশই প্রতিকারের জন্য পুলিশের কাছে যান না। এ রকম সহিংসতাও দিন দিন বাড়ছে।

সংশ্লিষ্টরা বলছেন, এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে নারীদের ডিজিটাল দক্ষতা বা প্রযুক্তি জ্ঞান অর্জন করতে হবে। নইলে প্রযুক্তি ব্যবহারের সুবিধা থেকে তারা পিছিয়ে পড়বে। কারণ বর্তমান সময়ে অফিস, কেনাকাটা, শিক্ষা কার্যক্রম, বার্তা আদান-প্রদান, বিনোদনসহ দেশ বা আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ–সবকিছুই হয়ে পড়েছে অনলাইননির্ভর। ডিজিটাল মাধ্যমে মানুষের অভ্যস্ততা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে নারীর হয়রানিও। এ ক্ষেত্রে নারীর বয়স, শ্রেণি, পেশা, ভেদাভেদ না থাকলেও সবচেয়ে বেশি হয়রানির শিকার হচ্ছেন তারাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ব্যারিস্টার খোকনের দলীয় পদ নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি 

বাড়ি ফেরা হলো না বাবা-ছেলের

বাংলাদেশের দাবদাহ নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

অনুষ্ঠিত হলো বিইউএইচএস -এর প্রথম সমাবর্তন

ইউরোপ ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে : ম্যাখোঁ

ছেলেদের দোষে ডুবছেন মাহাথির মোহাম্মদ

হিজাব আইন না মানায় ইরানে ব্যাপক ধরপাকড়

তীব্র তাপপ্রবাহে বৃষ্টি চেয়ে হাজারো মুসল্লির কান্না

মানব পাচারের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

১০

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

১১

কারিগরির ফাঁকা সনদ মিলল তোষকের নিচে, গ্রেপ্তার কম্পিউটার অপারেটর

১২

ঝিনাইদহে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

১৩

ভোট দিলে যে শহরে মিলবে ফ্রি বিয়ার, ট্যাক্সিসহ নানা সুবিধা

১৪

কুমিল্লায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

১৫

খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের সাক্ষাৎ

১৬

চট্টগ্রামে জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

১৭

সুইজারল্যান্ডে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি তুলে ধরলেন শিক্ষামন্ত্রী 

১৮

৭৩ বছরে ছাত্র ইউনিয়ন  

১৯

কৃষক খুনের ঘটনায় থামছে না ভাঙচুর ও লুটপাট

২০
*/ ?>
X