হাসান আজাদ
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩, ০২:০১ এএম
প্রিন্ট সংস্করণ

ভাগ্যে থাকলে চুলা জ্বলে বাসাবাড়িতে

ভাগ্যে থাকলে চুলা জ্বলে বাসাবাড়িতে

গ্যাস সংকট শিগগির কাটছে না। বরং চলতি বছরজুড়েই থাকবে এই সংকট। তবে বছরের মাঝামাঝি সময়ে সংকটের তীব্রতা কিছুটা কমতে পারে। সংকটের কারণে বাসাবাড়িতে গ্যাস সরবরাহ কমিয়ে শিল্প, সার ও বিদ্যুৎ উৎপাদনে সরবরাহ করা হচ্ছে। এ কারণে রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে এই শীতে তীব্র গ্যাসের সংকট দেখা দিয়েছে। মূলত স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি বন্ধ হওয়ায় এই সংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম কমে এলে ফের স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করলে এবং দেশি গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন বাড়লে পরিস্থিতি সহনীয় হয়ে আসবে। পেট্রোবাংলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) প্রকৌশলী মো. কামরুজ্জামান খান কালবেলাকে বলেন, বর্তমানে দেশে গ্যাস সংকটের কারণ হচ্ছে সরবরাহ কম। চাহিদা অনুযায়ী আমরা সরবরাহ করতে পারছি না। দেশে উৎপাদনে ঘাটতি আছে আবার বিশ্ববাজারে স্পট প্রাইস বেড়ে যাওয়ায় আমরা স্পট আমদানিও এখন বন্ধ রেখেছি। আগে যে দীর্ঘমেয়াদে চুক্তি ছিল, সেই গ্যাসই আনা হচ্ছে। তিনি বলেন, আমরা দেশীয় উৎপাদন ও আমদানি দুটিই বাড়ানোর পরিকল্পনা করছি। নতুন কূপ খনন ও গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের কাজ চলছে। তবে কবে নাগাদ এই সংকটের সমাধান হতে পারে, তা তিনি জানাতে পারেননি।

ঢাকাসহ সারা দেশেই প্রতিবছরের মতো এবারও গ্যাস সংকট চলছে। বিশেষ করে বাসাবাড়িতে গ্যাসের সরবরাহ একেবারেই নগণ্য। রান্নার গ্যাস না পেয়ে বৈদ্যুতিক চুলায় রান্নার কাজ করতে হচ্ছে। এর ফলে একদিকে বিদ্যুতের বেশি বিল পরিশোধ করতে হচ্ছে। অন্যদিকে, গ্যাস না পেলেও মাসে গ্যাসের বিল নেওয়া হচ্ছে। এই অবস্থায় চরম বিপাকে পড়েছেন গ্রাহকরা।

রাজধানীর টিকাটুলীর বাসিন্দা হাসনাইন ইমতিয়াজ জানান, সকাল ৬টায় ঘুম থেকে উঠে শুধু এক পাতিল পানি গরম করার মতো গ্যাস পাওয়া যায়। সারা দিন-রাত গ্যাস থাকে না। মধ্যরাতে দুই-তিন ঘণ্টা গ্যাসের দেখা মেলে। ওই সময় চাপও ঠিক থাকে। কিন্তু ওই সময় রান্না করার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, গ্যাস সংকটের কারণে এখন সবকিছুই বৈদ্যুতিক চুলায় করতে হচ্ছে। এ কারণে আমার বিদ্যুৎ বিল আগের চেয়ে আড়াই গুণ বেড়েছে। আর গ্যাস না পেলেও দুই চুলার বিল মাস শেষে পরিশোধ করতে হচ্ছে। ফলে আমরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছি।

রাজধানীর টিকাটুলীর মতো একই সমস্যায় রয়েছেন রামপুরা, মতিঝিল, মালিবাগ, মিরপুর, মগবাজার, ধানমন্ডি, উত্তরা, মোহাম্মদপুর, বাড্ডাসহ রাজধানীর অধিকাংশ এলাকার বাসিন্দারা।

রাজধানীর গ্যাস সরবরাহের দায়িত্বে থাকা তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, দৈনিক হিসাবে তিতাসের ২ হাজার ২০০ ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে জোগান রয়েছে মাত্র দেড় হাজার ঘনফুটের। ৭০০ ঘনফুট গ্যাসের সংকট নিয়ে চলতে হচ্ছে।

এদিকে, গ্যাস সংকটের কারণে একদিকে যেমন ভুগছে সাধারণ মানুষ, অন্যদিকে ব্যাহত হচ্ছে শিল্পকারখানার উৎপাদন। দেশের রপ্তানি আয়ের মেরুদণ্ড পোশাক খাতের উদ্যোক্তারা জানান, এই খাতে গ্যাস সংকটের কারণে শতকরা ২০-৩০ ভাগ উৎপাদন কমেছে। তাদের অভিযোগ, সরকারের কাছ থেকে সংকট সমাধানের কোনো আভাস মিলছে না। আর এই খাত-সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, সংকট সমাধানে সরকারের যে উদ্যোগ, তাতে আশু সংকট কাটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না৷

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, দেশে এখন উত্তোলনযোগ্য গ্যাসের মজুত আছে ১০ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট। গ্যাসের প্রতিদিনের মোট চাহিদা ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। সরবরাহ আছে ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট। ফলে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। এর মধ্যে বিদ্যুৎ খাতের চাহিদা ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুট। বর্তমানে সরবরাহ করা হচ্ছে ৮১৬ মিলিয়ন ঘনফুট।

সার কারখানায় গ্যাসের দৈনিক চাহিদা ৩২০ মিলিয়ন ঘনফুট। সরবরাহ করা হচ্ছে ৩১৬ মিলিয়ন ঘনফুট। আর এলএনজির চাহিদা ৮৫০ মিলিয়ন ঘনফুট। দৈনিক সরবরাহ করা হচ্ছে ৪২১ মিলিয়ন ঘনফুট। বাসাবাড়ির কাজে ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও এখন সরবরাহ করা যাচ্ছে সর্বোচ্চ ৩৫০ মিলিয়ন ঘনফুটের কম।

শিগগির গ্যাস সংকট সমাধানের কোনো সম্ভাবনা দেখছেন না দেশের জ্বালানি বিশেষজ্ঞরা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক জ্বালানি ও টেকসই উন্নয়ন বিষয়ে বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন কালবেলাকে বলেন, গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারে বেড়ে যাওয়ায় সরকার স্পট মার্কেট থেকে আমদানি বন্ধ করে দেওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে। তিনি বলেন, এই সংকট কাটাতে হলে নিজেদের গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম বাড়াতে হবে। তা না হলে সংকট কাটবে না।

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানিবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শামসুল আলম বলেন, দেশে প্রধানত দুইভাবে গ্যাসের চাহিদা মেটানো হয়। দেশীয় উৎপাদন দিয়ে এবং আমদানি করে। তিনি বলেন, বাংলাদেশে গ্যাস নিয়ে বাস্তবে কোনো বিজ্ঞানভিত্তিক জরিপই হয়নি। ফলে আমাদের কতটুকু গ্যাস আছে, কী পরিমাণ সম্ভাবনা আছে, তা নিয়ে আমাদের অন্ধকারে রাখা হয়েছে। ফলে আমরা জানি না পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। সরকারের যে উদ্যোগ, তাতে আশু সংকট কাটার কোনো লক্ষণ দেখছি না।

তিনি অভিযোগ করেন, ‘এই সংকটের নামে এখন নানা গোষ্ঠী লাভবান হচ্ছে। বিদ্যুৎ সংকটের কথা বলে একটি গোষ্ঠীকে রেন্টাল পাওয়ার প্লান্ট করতে দেওয়া হয়েছে। তারা বসে বসে পয়সা নিচ্ছে। এক টাকার বিদ্যুৎ পাঁচ টাকায় কিনছি। এক টাকা তিন পয়সার গ্যাস এখন আমরা আমদানি করছি ৮৩ টাকায়। একটা কূপ খনন করতে দেশের প্রতিষ্ঠান বাপেক্সের লাগে ৬০-৭০ কোটি টাকা। অথচ রাশিয়ন গ্যাজপ্রমকে দিয়ে কূপ খনন করানো হচ্ছে, যার প্রতিটিতে ব্যয় হচ্ছে ২৪০ কোটি টাকা। দুর্নীতি করবেন আবার মানুষের দুঃখ ঘোচাবেন, এটা তো একসঙ্গে হয় না৷

দেশের মোট চাহিদার শতকরা ১০ ভাগ গৃহস্থালির। আর এই খাতে গ্যাস সংকট চলছে দুই বছর ধরে। প্রথমেই এখানে সরবরাহ কমানো হয়। দেশে এখন গৃহস্থালির কাজে গ্যাস লাইন দেওয়া বন্ধ আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাবদাহে ঝরছে লিচুর মুকুল, দুশ্চিন্তায় দিনাজপুরে চাষিরা

তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে কুমিল্লায় গাছ লাগাচ্ছে ছাত্রলীগ

ফরিদপুরের ঘটনা আদিম যুগের বর্বরতাকেও হার মানিয়েছে : আব্দুর রহমান

২৪ ঘণ্টায় যুবলীগ ও ছাত্রলীগের ২ কর্মী খুন

ইরান-ইসরায়েল সংঘাতে বিপদে জর্ডান

‘হারল্যান স্টোর’ মিরপুর-১০ শাখার উদ্বোধন করলেন নুসরাত ফারিয়া

ভোলায় হিটস্ট্রোকে যুবকের মৃত্যু

ফিতরা জাকাতের টাকা চেয়ে খুদে বার্তায় প্রতারণার ফাঁদ

এক সপ্তাহের মধ্যেই পরমানু বোমার ইউরেনিয়াম পাবে ইরান!

ননদের বিয়েতে টিভি উপহার দিতে চাওয়ায় স্বামীকে হত্যা

১০

মেঘনা নদীতে ভেসে এলো খণ্ডিত পা

১১

ঈশ্বরদীতে হিটস্ট্রোকে স্বর্ণকারের মৃত্যু

১২

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

১৩

নারী চিকিৎসকের সেবা নেওয়া রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি : গবেষণা

১৪

সরকারকে পরাজয় বরণ করতেই হবে : মির্জা ফখরুল

১৫

দেশে ফিরে কারাগারের লোমহর্ষক বর্ণনা দিলেন তারা

১৬

হরমোনজনিত সমস্যায় দেশের ৫০ শতাংশ মানুষ, জানেন না ৯০ শতাংশই

১৭

আনু মুহাম্মদের পায়ে আবারও অস্ত্রোপচার করা হবে

১৮

বুয়েটে হিযবুত ও শিবিরের কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশই শুধু সমস্যা!

১৯

রেজওয়ানা চৌধুরী বন্যাকে সংবর্ধনা দিল বিমান 

২০
*/ ?>
X