ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৩, ০৮:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

নাসিরনগরে মন্দিরে হামলার প্রথম রায়ে ১৩ জনের কারাদণ্ড

নাসিরনগরে মন্দিরে হামলার প্রথম রায়ে ১৩ জনের কারাদণ্ড

ফেসবুকে ‘ভুয়া আইডি খুলে’ সাম্প্রদায়িক উসকানি ছড়িয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা করা হয়েছিল প্রায় ছয় বছর আগে। সেই ঘটনায় করা এক মামলায় ১৩ আসামিকে চার বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে প্রত্যেককে ২ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজের আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, হরিপুর ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁকি, মোখলেছ মিয়া, মো. মফিজুল হক, খসরু মিয়া, নাজির রহমান, মো. মাফুজ মিয়া, ইদন মিয়া, শেখ মো. আব্দুল আহাদ, সায়হাম রাব্বি শ্যাম, মীর কাসেম, আনিস মিয়া, তাবারক রেজা, সজীব চৌধুরী। এর মধ্যে ৫ জন পলাতক রয়েছেন। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে ছিলেন।

ফেসবুক পোস্টের জেরে ২০১৬ সালের ৩০ অক্টোবর নাসিরনগর সদরের ১৫টি মন্দির ও অর্ধশতাধিক ঘর-বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় বারোয়ারি মন্দিরের পুরোহিতসহ দুই ব্যক্তি ও পুলিশ সব মিলিয়ে আটটি মামলা করে। এর মধ্যে গতকাল উপজেলা সদরের পশ্চিমপাড়ার পুরোনো দুর্গামন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার রায় এলো। মামলাটি করেছিলেন নাসিরনগর থানার তৎকালীন এসআই সাধন কান্তি চৌধুরী। দীর্ঘ তদন্তের পর দণ্ডপ্রাপ্ত ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা।

রায়ে অসন্তোষ আসামিপক্ষ

এদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী কামরুজ্জামান মামুন। তিনি বলেন, যে কোনো মামলার সাজা দিতে ন্যূনতম সাক্ষ্য-প্রমাণ প্রয়োজন; কিন্তু সাক্ষ্য-প্রমাণহীন এই মামলায় ১৩ জনকে দণ্ড দেওয়া হয়েছে। আমরা ন্যায়বিচার পাইনি। উচ্চ আদালতে আপিল করে ন্যায়বিচার পাব।

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাজমুল হোসেন বলেন, সাক্ষ্য-প্রমাণ বিচার বিশ্লেষণ করেই রায় ঘোষণা করা হয়েছে।

২০১৬ সালের ২৮ অক্টোবর হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জেলে রসরাজ দাসের ফেসবুক আইডি থেকে ধর্ম অবমাননার পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে। ২৯ অক্টোবর স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে। পোস্টের জেরে ৩০ অক্টোবর উত্তেজিতরা বিভিন্ন হিন্দু মন্দির ও বাড়িঘরে হামলা চালায়। পরে জানা যায়, রসরাজ একজন জেলে, যার অক্ষরজ্ঞান নেই, স্মার্টফোনও চালাতে পারেন না। এর মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তকারীরা জানতে পারেন ওই ছবি সম্পাদনা করা হয়েছিল হরিণবেড় বাজারে আল আমিন সাইবার পয়েন্ট অ্যান্ড স্টুডিও থেকে, যার মালিক জাহাঙ্গীর আলম। গত বছরের ২৮ নভেম্বর গ্রেপ্তার হওয়ার পর জাহাঙ্গীর তা স্বীকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২৪ এপ্রিল : নামাজের সময়সূচি

রানা প্লাজা ধস : বিচার ও পুনর্বাসনের অপেক্ষায় ভুক্তভোগীরা

চবিতে নতুন ৫ জন সহকারী প্রক্টর নিয়োগ

পরনের কাপড় ছাড়া দরিদ্র ৫ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

মিষ্টি খেতে বছর জুড়ে থাকে ভিড়

জ্ঞান ফেরেনি মায়ের, ছেলের কবরের পাশে পায়চারি করছেন বাবা

খাবারের প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ

এবার চিপকেও ব্যর্থ মোস্তাফিজ

১০

বিএসএমএমইউর উপ-উপাচার্যের দায়িত্ব নিলেন ডা. আতিকুর

১১

চাঁদপুরে টাউন হল মার্কেটে আগুন

১২

নারী বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল

১৩

সুদের ওপর কর অব্যাহতি পেল অফশোর ব্যাংকিং

১৪

এফডিসিতে সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনায় বাচসাস’র নিন্দা

১৫

চবিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মীকে মারধর

১৬

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রী থেকে চাঁদা আদায়ের অভিযোগ

১৭

সেতুমন্ত্রীর পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি

১৮

পদ্মা ব্যাংকের এমডির পদত্যাগ

১৯

আদাবরে স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

২০
*/ ?>
X