প্রক্টর-প্রভোস্টসহ চবি প্রশাসনের ১৫ শিক্ষকের পদত্যাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।পুরোনো ছবি

প্রক্টরসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১৭টি প্রশাসনিক পদে থাকা ১৫ শিক্ষক একযোগে পদত্যাগ করেছেন। গতকাল রোববার দুপুরে তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারী শিক্ষকরা হলেন—প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া, সহকারী প্রক্টর এস এম জিয়াউল ইসলাম, ড. শহীদুল ইসলাম, ড. রামেন্দু পারিয়াল, মো. শাহরিয়ার বুলবুল তন্ময় ও গোলাম কুদ্দুস লাবলু, শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া, শাহজালাল হলের আবাসিক শিক্ষক মো. শাহরিয়ার বুলবুল, এ এফ রহমান হলের আনাবিল ইহসান, প্রীতিলতা হলের ফারজানা আফরিন রূপা, শহীদ আব্দুর রব হলের ড. এইচ এম আব্দুল্লাহ আল মাসুদ, শহীদ আব্দুর রব হলের রমিজ আহমেদ সুলতান, শামসুন নাহার হলের শাকিলা তাসমিন, খালেদা জিয়া হলের ড. মো. শাহ আলম, নাসরিন আক্তার ও উম্মে হাবিবা এবং আলাওল হলের ঝুলন ধর। এ ছাড়া আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মো ওমর ফারুকও পদত্যাগপত্র জমা দিয়েছেন।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমেদ জানান, প্রক্টরের পদত্যাগপত্র ছাড়া বাকিগুলো প্রক্রিয়াধীন। সেগুলো উপাচার্য অফিসে যাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। পদত্যাগ করা সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম কালবেলাকে জানান, তিনজন ছাড়া প্রক্টরিয়াল বডির বাকি সবাই পদত্যাগ

করেছেন। একাডেমিক কারণে পদত্যাগ করেছেন দাবি করে তিনি বলেন, অন্য শিক্ষকরা কী কারণে পদত্যাগ করেছেন, তা জানি না। বিস্তারিত জানতে কয়েকজন শিক্ষকের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তারা রিসিভ করেননি।

চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার জানান, প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া ও সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলামকে তাদের গবেষণাকর্মে মনোযোগ দেওয়ার জন্য অব্যাহতি নিতে বলেছি। সে কারণেই পদত্যাগ করেছেন তারা। ঢাকা থেকে ফিরে পূর্ণাঙ্গ প্রক্টরিয়াল বডি ঘোষণা করব।

এদিকে ড. রবিউল হাসানের পদত্যাগের পর নতুন প্রক্টর ও সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছে প্রশাসন। নতুন প্রক্টর হয়েছেন মেরিন সায়েন্স ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার। সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ওশানোগ্রাফি বিভাগের প্রভাষক মোহাম্মদ রোকন উদ্দিন ও মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের প্রভাষক সৌরভ সাহা জয়কে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com