মামলা করতে রাতে থানায় শাকিব খান

শাকিব খান।
শাকিব খান।ছবি : সংগৃহীত

ধর্ষণের অভিযোগ তোলা ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্ল্যাহর বিরুদ্ধে মামলা করতে রাতে থানায় যান ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে গুলশান থানায় প্রবেশ করেন তিনি।

এ সময় উপস্থিত সাংবাদিকদের শাকিব খান বলেন, ‘থানায় এসেছিলাম মামলা করতে। থানা থেকে পরামর্শ দেওয়া হয়েছে কোর্টে মামলা করলে ভালো হয়। তাই আমি লিগ্যাল অ্যাডভাইজারদের সঙ্গে কথা বলে কোর্টে যাব।’

এর আগে গত বুধবার শাকিব খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে চিঠি দেন রহমত উল্ল্যাহ। নির্মিতব্য সিনেমাটি নিয়ে শাকিবের অসদাচরণ, মিথ্যা আশ্বাস, এক সহপ্রযোজককে ধর্ষণ এবং দায়িত্বে অবহেলার মাধ্যমে চলচ্চিত্রটির ক্ষতি সাধনের অভিযোগ করেন তিনি।

ওই অভিযোগ প্রসঙ্গে শাকিব খান বলেন, নিজে প্রযোজক সেজে একজন ভদ্রলোক যে অভিযোগ করেছেন, তিনি ওই সিনেমার প্রযোজকই নন। তার সঙ্গে আমার কোনো চুক্তি হয়নি। এ সিনেমার পরিচালক আশিকুর রহমানের সঙ্গেও কোনো চুক্তি হয়নি। এ সিনেমার প্রযোজক ভার্টেক্স প্রোডাকশন। তাদের সঙ্গেও আমার কথা হয়েছে। ওই ব্যক্তি শুরুই করেছেন মিথ্যাচার দিয়ে। নিশ্চয়ই এর সঙ্গে আরও অনেক লোক জড়িত। নইলে তিনি কীভাবে প্রযোজক না হয়েও অভিযোগ করতে পারেন। এত বড় সাহস তার কোত্থেকে হলো।

জানতে চাইলে গুলশান থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই আলী আকবর বলেন, শাকিব খান এসেছেন। থানার বাইরে বিপুলসংখ্যক সংবাদকর্মীও অবস্থান করছেন। তবে মামলার ব্যাপারে এখনো কোনো আলোচনা হয়নি।

অন্যদিকে গত বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় প্রযোজকের সঙ্গে বসেছিলেন চিত্রনায়ক, মধ্যস্থতায় ছিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু। সেখানে শাকিব সিনেমাটির শুটিং শেষ করার আশ্বাস দিয়ে মীমাংসার প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেন প্রযোজক রহমত উল্ল্যাহ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com