এসেনসিয়াল ড্রাগস : ৪৭৭ কোটি টাকা লোপাটে দুদককে অনুসন্ধানের নির্দেশ

হাইকোর্ট।
হাইকোর্ট।পুরোনো ছবি

দেশের একমাত্র সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) থেকে ৪৭৭ কোটি টাকা লোপাটের অভিযোগ দুদককে অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুই মাসের মধ্যে সংস্থাটিকে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই লুটপাটের অভিযোগ তুলে ধরে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে গতকাল রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ এ আদেশ দেন। ১৪ মে পরবর্তী শুনানির জন্য তারিখ রেখেছেন আদালত।

রুলে অনৈতিক পন্থায় ও বড় ধরনের অনিয়মের মাধ্যমে এসেনসিয়াল ড্রাগস থেকে বিপুল অর্থ আত্মসাতে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা-ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। অর্থ আত্মসাতের মাধ্যমে দুর্নীতির অপরাধ সংঘটনে জড়িত ব্যক্তি ও সত্তার বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপসহ কার্যক্রম শুরু করতে কেন প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। দুদক, এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া আদালত বলেছেন, কোনো ব্যক্তি ও সত্তার বিরুদ্ধে এই দুর্নীতিতে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পেলে তাদের বিরুদ্ধে যেকোনো আইনি পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বিবাদীদের স্বাধীনতা থাকবে।

‘দুর্নীতির আখড়া এসেনশিয়াল ড্রাগস: সরকারি অডিটে ৩২ অনিয়ম, ৪৭৭ কোটি টাকা লোপাট’ শিরোনামে গত শনিবার ওই প্রতিবেদনটি প্রকাশিত হয়। আদালতে প্রতিবেদনটি পড়ে শোনান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com