ওমর ফারুক, চট্টগ্রাম থেকে
প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ০৮:২২ এএম
প্রিন্ট সংস্করণ

প্রথম টি-টোয়েন্টি ‘টেস্ট’ হেসেখেলে পাস

প্রথম টি-টোয়েন্টি ‘টেস্ট’ হেসেখেলে পাস

‘শান্ত, শান্ত, শান্ত’, ‘সাকিব, সাকিব, সাকিব’, ‘বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ’—সাগরিকার সাগরপাড়ে থেমে থেমে চলছিল এমন স্লোগান। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হেসেখেলে জিতেছেন সাকিব আল হাসানরা। এমন গর্জন তো তাদেরই প্রাপ্য হওয়ার কথা, হয়েছেও ঠিক তাই। অথচ কদিন আগেই এখানে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটা জিতেও দর্শকদের এমন স্লোগান শুনতে পায়নি বাংলাদেশ। সিরিজ হারলে যে দর্শকরাও হতাশ হন, সেটাই ছিল তার প্রমাণ। তবে ভিন্ন সংস্করণে ভিন্ন কিছুর আশায় গ্যালারিপূর্ণ ছিল সাগরিকা। আর দল জিতলে যে দর্শকদের আগ্রহের কমতি থাকে না, তা আরও একবার দেখল সাগরিকা।

গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অবিস্মরণীয় জয়টি এসেছে ৬ উইকেট ও ১২ বল বাকি থাকতেই। ইংলিশদের বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণে প্রথম জয়। বোলিং, ফিল্ডিং ও ব্যাটিং—তিন বিভাগে দারুণ করেছিলেন হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্তরা। টি-টোয়েন্টিতে এমন বাংলাদেশকে ঠিক কবে দেখা গেছে, তা স্মৃতিতে জমা নেই। কেননা, এ সংস্করণে বাংলাদেশ দলটা বিশ্বচ্যাম্পিয়নদের তুলনায় অনেকটাই শিশুর মতো। এখানে পরীক্ষা-নিরীক্ষা চলছেই। তবে এবারের দলটি ছিল দেশের একমাত্র ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএল সেরাদের নিয়ে গড়া। তাই তো একটু বেশিই প্রত্যাশা করেছিল টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে শান্ত, রনিদের ব্যাটেও মিলেছে তারই প্রতিচ্ছবি।

প্রথমে ব্যাট করা ইংল্যান্ডের শুরুটা ছিল দুর্দান্ত। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫১ রান তোলেন জস বাটলার ও ফিল সল্ট। অবশ্য ষষ্ঠ ওভারের চতুর্থ বলে ২০ রানে অপরাজিত বাটলারের ক্যাচ ফেলে সহজ জীবন দিয়েছিলেন সাকিব। দশম ওভারের শেষ বলে ৩৮ রান করা সল্টকে ফেরান নাসুম আহমেদ। ঠিক তখন ইংলিশদের রান এক উইকেটে ৮০। শুরুটা যখন এমন, তখন শেষ ১০ ওভারে ঝড় তুলবেন বাটলার, এমনটা তো ভেবেছিলেন বেশিরভাগ মানুষ। কিন্তু সেটা হতে দেননি বাংলাদেশের ডেথ বোলাররা। ২০ রানে জীবন পাওয়া বাটলারকে ৬৭ রানে শান্তর ক্যাচে ফেরান হাসান। শেষের ১০ ওভারে ৭৬ রানের বিনিময়ে ৫ উইকেট নেন হাসান ও তাসকিন আহমেদরা। প্রথম স্পেলে ২ ওভারে ২১ রান দেওয়া হাসান ডেথ স্পেলে সমান ওভারে দিয়েছেন মাত্র ৫ রান; নিয়েছেন ২ উইকেট। শেষ ৪ ওভারে মাত্র ২১ রানে ৩ উইকেট এনে দিয়েছেন হাসান-তাসকিনরা।

বোলার-ফিল্ডারদের এমন অসাধারণ

পারফরম্যান্সে অন্তত ২৫ থেকে ৩০ রান কম পেয়েছে ইংল্যান্ড। অধিনায়ক বাটলারও নিশ্চয়ই এ কথায় দ্বিমত হবেন না। লক্ষ্যটাও ছিল বাংলাদেশের নাগালে। যার শুরুটা করেছিলেন উদ্বোধনী ব্যাটার লিটন দাস ও রনি তালুকদার। দুজনের রানের শুরু বাউন্ডারি হাঁকিয়ে। বিপিএলে যেভাবে ব্যাটিং করেছিলেন, ঠিক সেটাই দেখালেন তারা। ৮ বছর পর জাতীয় দলে ফেরা রনি ছিলেন আগ্রাসী মেজাজে। টি-টোয়েন্টিতে যে মেজাজের ব্যাটিং প্রত্যাশা করেন দর্শকরা, ঠিক তাই দেখালেন রনি-লিটন। তাদের ৩৩ রানের জুটি ভাঙলে ফেরেন রনি (১৪ বলে ২১ রান)। সাকিবদের ভালো করার আরও একটা কারণ হতে পারে একাদশ গঠন। প্রথম পাঁচ ব্যাটারই ছিলেন বিপিএল সেরা ‘পাঁচজন’। ৪৩ রানে উদ্বোধনী দুই ব্যাটার ফেরার পর ছিল শান্ত ও অভিষিক্ত তৌহিদ হৃদয় ‘শো’। তাদের জুটিটা হয়েছিল ৩৯ বলে ৬৫ রানের। ১০ ওভারে ৯৮ রান পেয়ে যায় বাংলাদেশ। এখান থেকে শুরু হয় জয়ের পথে যাত্রা। এ জুটিও দেখে মনে হতে পারে বিপিএলে হওয়া তাদের জুটিগুলো একটা। মাঝে পানি পানের বিরতিতে মাঠে ঢোকেন সাকিব ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দুজনের শান্তর প্রতি বার্তা ছিল স্বাভাবিক ব্যাটিং। তবে এরপর বেশিক্ষণ টিকতে পারেননি হৃদয়-শান্তরা। ২৪ রানে ফেরেন হৃদয় এবং ৩০ বলে ৮ চারে ৫১ রান করা শান্তকে বোল্ড করেন মার্ক উড।

ম্যাচের শেষটা টানেন সাকিব ও আফিফ হোসেন। বিপিএলের ছন্দ আন্তর্জাতিক ম্যাচে নিয়ে এসেছেন সাকিব। ঝুঁকি না নিয়ে নিজের স্বাভাবিক ব্যাটিং করে যান তিনি, দারুণ সঙ্গ পেয়েছেন আফিফের কাছ থেকেও। তাতে আর কোনো উইকেট না হারিয়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন সাকিব। ২৪ বলে ৩৪ রানের ইনিংসটি সাজানো ছিল ৬টি বাউন্ডারিতে। বাংলাদেশের পুরো ইনিংসে যে একটি ছয়ের দেখা মিলেছিল, সেটাও হৃদয়ের ব্যাটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে অন্য দেশের চোখ দিয়ে দেখে না যুক্তরাষ্ট্র : মার্কিন কর্মকর্তা

তপ্ত রোদে বৃষ্টির জন্য মুসল্লিদের নামাজ আদায়

গুচ্ছ ভর্তি পরীক্ষা / জবি ক্যাম্পাসে গাড়ি প্রবেশ নিষেধ 

বৃদ্ধাশ্রমে আশ্রয় দিয়ে কিডনি কেটে বিক্রি করেন মিল্টন সমাদ্দার?

গণঅধিকার পরিষদের খাবার পানি ও ফল বিতরণ

সিনিয়র এক্সিকিউটিভ পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল ঢাকা

ফের মাউশির ডিজি হলেন অধ্যাপক নেহাল

আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

স্বাস্থ্য শিক্ষার এডিজি হলেন স্বাচিপ মহাসচিব

উপনির্বাচনকে সামনে রেখে ফের উত্তপ্ত শৈলকুপা

১০

হিটস্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু

১১

চাঁদা না পেয়ে ছাত্রলীগ নেতাকে বেধড়ক পিটুনি

১২

সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলা

১৩

স্ত্রীর দাবি, সালমান শাহ-শাকিবের মতোই এবার টার্গেট জয়

১৪

প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু, গুরুতর অপরাধে লঘু মামলা হয়েছে

১৫

বাংলাদেশের উন্নতি দেখে আমাদের লজ্জা হয় : পাক প্রধানমন্ত্রী

১৬

শাহজাদপুরে বৃষ্টি কামনায় ইসতেসকার নামাজ আদায়

১৭

চুয়েটে উপাচার্য অবরুদ্ধ, হল না ছাড়ার ঘোষণা শিক্ষার্থীদের

১৮

শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

১৯

নাভালনির শেষকৃত্য করা সেই পুরোহিতকে চরম শাস্তি

২০
*/ ?>
X