বিএনপির জনসমাবেশ হামলায় নিপুণ রায়সহ আহত অর্ধশতাধিক

ঢাকার কেরানীগঞ্জে শুক্রবার বিএনপির জনসমাবেশে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছেন দলের কেন্দ্রীয় নেত্রী নিপুণ রায় চৌধুরী।
ঢাকার কেরানীগঞ্জে শুক্রবার বিএনপির জনসমাবেশে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছেন দলের কেন্দ্রীয় নেত্রী নিপুণ রায় চৌধুরী। ছবি: কালবেলা

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশের ৯ বিভাগের ১৮ জেলা ও মহানগরে জনসমাবেশ করছে বিএনপি। এর মধ্যে ঢাকা জেলার কেরানীগঞ্জ ও খাগড়াছড়িতে বিএনপির জনসমাবেশে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। কেরানীগঞ্জের হামলার ঘটনায় দলের কেন্দ্রীয় নেত্রী নিপুণ রায় চৌধুরী আহত হয়েছেন। আর খাগড়াছড়িতে সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের গাড়িবহরে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া বরগুনাসহ কয়েকটি জেলায় সমাবেশে বাধা ও নেতকার্মীদের আটকের অভিযোগ পাওয়া গেছে। অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ, নেতাকর্মীদের গ্রেপ্তার, গায়েবি মামলা ও হত্যার প্রতিবাদ এবং নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা দিয়েছিল বিএনপি। গতকাল শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ, ঠাকুরগাঁও, বগুড়া, সিরাজগঞ্জ, শেরপুর, বরগুনা, মাদারীপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী, বান্দরবানসহ কয়েকটি জেলায় সমাবেশ হয়েছে।

কেরানীগঞ্জে বিএনপির সমাবেশে হামলা : ঢাকা জেলা বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গতকাল সকালে কেরানীগঞ্জের জিনজিরায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ দুই পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহত অন্য নেতাকর্মীদের পরিচয় পাওয়া যায়নি। তারা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে নিপুণ রায়কে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

দুপক্ষের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে ও সরেজমিন জানা যায়, সকাল ১১টার দিকে জিনজিরা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সকাল পৌনে ১১টার দিকে যুবদলের একটি মিছিল জিনজিরা ছাটগাঁও এলাকা থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পৌঁছলে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে দুপক্ষের অন্তত ৫০ জন আহত হন। এর মধ্যে বিএনপির নেতাকর্মীরা উত্তেজিত হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম ই মামুন অভিযোগ করে বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়ের নেতৃত্বে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ সময় আওয়ামী লীগের ২০ থেকে ২২ নেতাকর্মী আহত হয়েছেন।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, জিনজিরা বিএনপির কার্যালয়ের সামনে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে হামলা চালান ও ইটপাটকেল ছুড়লে নিপুণ রায়সহ আমাদের ৩০ থেকে ৩৫ নেতাকর্মী আহত হয়েছেন।

এদিকে সকাল সোয়া ১১টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সাড়ে ১১টার দিকে পূর্বনির্ধারিত স্থানেই বিএনপি সমাবেশ শুরু করে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কেরানীগঞ্জের শান্তি সমাবেশকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের দলের নেতাকর্মীর ওপর হামলা করেছে। এতে জেলা সাধারণ সম্পাদক নিপুণ রায়সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় আমি তীব্র নিন্দা প্রকাশ করছি। মামলা-হামলা দিয়ে আমাদের আন্দোলনকে দাবিয়ে রাখতে পারবে না। এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।

আগুন নিয়ে খেলছে সরকার : এদিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল রাজধানীর যাত্রাবাড়ীতে জনসমাশে করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। মো. আব্দুস সালামের সভাপতিত্বে ও লিটন মাহমুদের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় আরও ছিলেন কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমেদ, রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল, মীর নেওয়াজ আলী নেওয়াজ, মহানগর দক্ষিণ বিএনপির নবীউল্লাহ নবী, ইউনুস মৃধা, তানভীর আহমেদ রবিন, আ ন ম সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, মহিলা দলের আফরোজা আব্বাস, যুবদলের সুলতান সালাহউদ্দিন টুকু, ইসহাক সরকার, স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানী, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এতে রুহুল কবির রিজভী বলেন, ওবায়দুল কাদের মাঠে নেমে বিএনপির হাত-পা ভেঙে দেওয়ার কথা বলেছেন। সেজন্যই তারা কেরানীগঞ্জে দলীয় ক্যাডার দিয়ে হামলা চালিয়েছে বিএনপির সংগ্রামী নেত্রী নিপুণের ওপর। তার মাথা ফাটিয়ে দিয়েছে। এখন সে হাসপাতালে মৃত্যুশয্যায়। তারা নিপীড়ন-নির্যাতন করে গলার কণ্ঠস্বর স্তব্ধ করতে চায়। তারা আগুন নিয়ে খেলছে। এই আগুনেই পুড়ে ছাড়খাড় হবে আওয়ামী লীগ।

অধিকার নিশ্চিত না হলে নির্বাচন নয় : লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন নিয়ে কোনো আলোচনা হবে না, যতক্ষণ বাংলাদেশে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে না। যতক্ষণ গণতান্ত্রিক প্রক্রিয়া দেশে ফিরে আসবে না, সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে না, ততক্ষণ রাস্তায় রাস্তায় আন্দোলন চলবে। গতকাল শুক্রবার বিকেলে লক্ষ্মীপুরে বশির ভিলা প্রাঙ্গণে জেলা বিএনপির জনসমাবেশে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সভাপতিত্বে সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা এ বি এম আশরাফ উদ্দিন নিজান, জালাল আহমেদ মজুমদার, হারুনুর রশিদ (ভিপি হারুন), নাজিম উদ্দিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু ও অ্যাডভোকেট হাছিবুর রহমান।

খাগড়াছড়িতে নোমানের গাড়ি ভাঙচুর : খাগড়াছড়ি জেলা প্রতিনিধি জানান, খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ অন্তত ৭ জন আহত হন। তবে এ ঘটনায় অক্ষত রয়েছেন আব্দুল্লাহ আল নোমান। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের নারিকেলবাগান এলাকায় আওয়ামী লীগের অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে।

জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার অভিযোগ করে বলেন, খাগড়াছড়িতে জেলা বিএনপির সমাবেশে যোগ দিতে আসার পথে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের কার্যালয়ের সামনে পরিকল্পিতভাবে হামলা করে। হামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ পাঁচজন নেতাকর্মী আহত হয়েছে। পুলিশের উপস্থিতিতে এমন হামলার নিন্দা জানিয়েছেন তিনি।

খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন পাল্টা অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে হামলা চালালে আওয়ামী লীগের নেতাকর্মীরা সে হামলা প্রতিহত করেছে।

এদিকে হামলার ঘটনায় শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে খাগড়াছড়ি সদর থানার ওসি আরিফুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি।

ঠাকুরগাঁওয়ে ১০ দফা দাবিতে সমাবেশ : ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ-সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল বিকেলে শহরের পাবলিক লাইব্রেরি মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন। জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি নূর করিম, ইউনুস আলী, আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমুখ। এ সময় বক্তারা বলেন, তারা গণতন্ত্র পুনরুদ্ধার এবং বর্তমান সরকারে পতন ঘটিয়ে ঘরে ফিরবেন। তার আগে দলীয় সরকারে অধীনে কোনো পাতানো নির্বাচনে অংশ নেবে না বিএনপি।

তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দিতে হবে : সুনামগঞ্জ প্রতিনিধি জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দাবি না মানলে আমরা ঘরে বসে থাকব না, দুর্বার আন্দোলন গড়ে তুলব। রাজপথে এমন আন্দোলন করব, যাতে সরকার পদত্যাগে বাধ্য হয়। গতকাল সকালে উপজেলার পুরোনো বাসস্টেশনে সুনামগঞ্জ জেলা বিএনপির জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী প্রমুখ। সমাবেশের পর একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ছিলেন।

বরগুনায় বিএনপি নেতা আটক : বরগুনায় জেলা বিএনপির সমাবেশের আগের রাতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামে হারুন অর রশিদের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পাথরঘাটা থানার ওসি শাহ আলম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

অবশ্য বিএনপির দাবি, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুপুরে বরগুনা জেলা বিএনপির সমাবেশ হওয়ার কথা ছিল। সমাবেশ বাধাগ্রস্ত করতেই হারুন অর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে এবং সমাবেশকে কেন্দ্র করে আগের রাত থেকেই বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীদের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। সকাল থেকে বরগুনায় পথে পথে নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

পিরোজপুরে পুলিশের বাধা উপেক্ষা করে সমাবেশ : পিরোজপুর প্রতিনিধি জানান, সেখানে পুলিশের বাধা উপেক্ষা করে সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল সকালে শহর বিএনপির কার্যালয়ের সামনে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি গাজী নূরুজ্জামান বাবুল, কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা জামান, জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাইদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমারসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, সরকার লুটের রাজ্য গড়ে তুলেছে। তারা সবকিছুকে নিয়ন্ত্রণ করে আবারও একদলীয় শাসন কায়েম করতে চায়। আমরা সেটা হতে দেব না। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব।

চুয়াডাঙ্গায় জেলা বিএনপির জনসমাবেশ : চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী চুয়াডাঙ্গায় জনসমাবেশ করছে বিএনপি। গতকাল বিকেলে জেলা প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনার সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুণ্ডু। শরিফুজ্জামান শরীফের জনসমাবেশে জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

ফয়সালা খুব শিগগিরই হবে : আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ক্ষমতা ছাড়বেন না? পার্লামেন্ট ভাঙবেন না? ফয়সালা খুব শিগগিরই হবে। সেই আলামত দেখতে পাচ্ছি। গতকাল সাতক্ষীরা জেলা বিএনপির জনসমাবেশে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপি আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আব্দুল আলিমের সঞ্চালনায় জনসমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সদস্য কাজী আলাউদ্দীন, ডা. শহীদুল আলম, জেলা বিএনপির শেখ তারিকুল হাসান, হাবিবুর রহমান হাবিব, মৃণাল কান্তি রায় প্রমুখ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com