রাজকুমার নন্দী
প্রকাশ : ০৩ মার্চ ২০২৩, ০৮:২৫ এএম
প্রিন্ট সংস্করণ

পুলিশের হাতে ৫০ রুটে বিএনপির পদযাত্রার তালিকা

পুলিশের হাতে ৫০ রুটে বিএনপির পদযাত্রার তালিকা

মহানগরের প্রতিটি থানা থেকে সর্বোচ্চ অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে পদযাত্রায় মহানগর ও বিভাগের অধিবাসী দলের জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সাবেক সংসদ সদস্য এবং দলের এমপিপ্রার্থীদেরও অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। অসুস্থতা ছাড়া যেসব নেতা কর্মসূচিতে অনুপস্থিত থাকবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে দল।

এ কর্মসূচি প্রসঙ্গে আমান উল্লাহ আমান বলেন, শান্তিপূর্ণভাবে ঢাকা মহানগরসহ সব মহানগরের থানায় থানায় পদযাত্রা কর্মসূচি পালন করব। এ বিষয়ে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করি, সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও পদযাত্রায় অংশগ্রহণ করবে।

রফিকুল আলম মজনু বলেন, কর্মীরা এখন চাঙ্গা। আমরা মহানগর দক্ষিণে ইতোমধ্যে শান্তিপূর্ণভাবে দুটি পদযাত্রা কর্মসূচি পালন করেছি। থানা পর্যায়ের পদযাত্রাও শান্তিপূর্ণভাবে পালিত হবে। কর্মসূচি সফলের লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে ঢাকার দুই মহানগরের ৫০টি থানায় পদযাত্রার রুট ইতোমধ্যে চূড়ান্ত করেছে বিএনপি। শনিবার মহানগর উত্তরের ২৬টি থানায় একযোগে দুপুর ২টা এবং দক্ষিণের ২৪টি থানায় একযোগে বিকেল ৩টায় এই পদযাত্রা অনুষ্ঠিত হবে।

বিএনপির তৃণমূলসহ অনেক শীর্ষনেতা মনে করেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সারা দেশে কঠোর আন্দোলন হলেও ঢাকায় ব্যর্থতার কারণে তখন আন্দোলন চূড়ান্তভাবে সফলতা পায়নি। এমন প্রেক্ষাপটে দলটির হাইকমান্ডের অনুধাবন, রাজধানী ঢাকায় কঠোর আন্দোলন ছাড়া সরকার পতন সম্ভব নয়। তাই ঢাকাকে সাংগঠনিকভাবে প্রস্তুত করতে গত বছরের ২ আগস্ট ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানকে আহ্বায়ক করে মহানগর উত্তর এবং রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে আহ্বায়ক করে মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দায়িত্ব পাওয়ার পর ঢাকায় দুই মহানগরকে ঢেলে সাজানোর উদ্যোগ নেন তারা। আন্দোলনমুখী নেতৃত্ব গড়ে তুলতে তৃণমূলে কাউন্সিলের মাধ্যমে ত্যাগী ও যোগ্যদের আনা হয় নেতৃত্বে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পুনর্গঠন প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে সদস্য সচিব রফিকুল আলম মজনু কালবেলাকে বলেন, ঢাকা মহানগর দক্ষিণে ৮০টি সাংগঠনিক ওয়ার্ডের মধ্যে ৭৭টিতে সম্মেলন হয়েছে। তবে সবগুলোতেই কমিটি দেওয়া হয়েছে। এর মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ৪০টি এবং আহ্বায়ক কমিটি ৪০টি। এ ছাড়া পাড়া-মহল্লা ও বাজারভিত্তিক ৭০২টি ইউনিট কমিটিও গঠন করা হয়েছে।

দক্ষিণের ২৪টি থানা কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, যোগ্য ও ত্যাগীদের দিয়ে শিগগির এসব কমিটি গঠন করা হবে। অবশ্য কমিটি না হলেও সংগঠন শক্তিশালী রয়েছে বলে দাবি দক্ষিণ বিএনপির এই সদস্য সচিবের।

মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক জানান, উত্তরের আওতাধীন ৭১টি ওয়ার্ডে এরই মধ্যে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। ২৬টি থানায় আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে।

এদিকে মহানগর উত্তরে পাড়া-মহল্লা ও বাজারভিত্তিক ৬২৫টি ইউনিট কমিটিও গঠন করা হয়েছে। ঢাকা মহানগর বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা জানান, নতুন কমিটি গঠনের পর নেতাদের নানা তৎপরতায় ঢাকায় সংগঠন এখন অনেক শক্তিশালী। ফলে রাজধানীতে বিএনপির আন্দোলনও চাঙ্গা হয়েছে। হামলা-মামলা উপেক্ষা করে নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।

জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান কালবেলাকে বলেন, ১০ দফা দাবিতে বিএনপির আন্দোলন চলমান রয়েছে। দাবি না মানলে আন্দোলনেই সরকারের পতন ঘটবে, এটা পরিষ্কার। চলমান সেই আন্দোলনে ঢাকা মহানগর বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নেতাকর্মীরা মাঠে আছে, মাঠে থাকবে। আন্দোলনে গুলি করা হচ্ছে, তারপরও নেতাকর্মীরা দমেনি। সরকারের পতন ছাড়া তারা কেউ রাজপথ ছেড়ে যাবে না।

মহানগর উত্তর বিএনপি : উত্তরা-পূর্ব থানা : আজমপুর রেলগেট থেকে পলওয়েল মার্কেট। উত্তরখান : মৈনারটেক বাজার থেকে মাজার রোড কাঁচাবাজার। দক্ষিণখান : ফায়দাবাদ চৌরাস্তা থেকে দক্ষিণখান কেসি হাসপাতাল। তুরাগ : উত্তরা ১০নং সেক্টর রানা ভোলা হাজি মোস্তফা জামানের বাড়ির সামনে থেকে কামারপাড়া বাজার।

বিমানবন্দর : উত্তরা ১নং সেক্টর ছাপড়া মসজিদের উত্তর পাশ থেকে জসিম উদ্দিন রোডের পশ্চিম দিকের শেষ মাথা। উত্তরা-পশ্চিম থানা : ৭নং সেক্টর উত্তরা হাইস্কুলের পশ্চিম পাশ থেকে ১০নং সেক্টরের স্লুইসগেট। খিলক্ষেত : খিলক্ষেত বাজার মান্নান প্লাজা থেকে লেকসিটি কনকর্ড। দারুসসালাম : এস এ খালেক পেট্রোল পাম্প থেকে পুরাতন গাবতলী মোড়। শাহআলী : ঈদগাহ মাঠ থেকে মুক্তিযোদ্ধা সুপার মার্কেট। মিরপুর : প্রশিকা বিল্ডিংয়ের সামনে থেকে কমার্স কলেজ। কাফরুল : শামীম সরণি শেওড়াপাড়া থেকে ১০নং গোল চত্বর। পল্লবী : ১২নং সেকশন ত-ব্লক মোড় সিরামিকের সামনে থেকে অ্যাভিনিউ-৫ বটতলা। রূপনগর : দুয়ারীপাড়া মোড় থেকে মিল্ক ভিটা চার রাস্তার মোড়। ভাসানটেক : ভাসানটেক পকেট গেট থেকে ১৪নং সেকশন চার রাস্তার মোড়। তেজগাঁও : কারওয়ান বাজার প্রগতি টাওয়ারের সামনে থেকে নাখালপাড়া রেলগেট। তেজগাঁও শিল্পাঞ্চল : নাবিস্ক শহীদ মিনার মোড় থেকে আহসান উল্লাহ ইউনিভার্সিটি দুধ ফ্যাক্টরির বামের গলি দিয়ে ১০ তলা মোড়।

হাতিরঝিল : চৌধুরীপাড়া পদ্মা সিনেমা হলের সামনে থেকে রামপুরা ব্রিজ। শেরেবাংলা নগর : শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শ্যামলী ১ ও ২নং রোডের সংযোগস্থল। আদাবর : জাপান গার্ডেন সিটি থেকে শ্যামলী বাসস্ট্যান্ড। মোহাম্মদপুর : বছিলা চল্লিশ ফিট রাস্তা সংলগ্ন চৌধুরী রিয়েল এস্টেট জামে মসজিদ থেকে সলিমুল্লাহ রোড হয়ে কবরস্থান মাঠ। ভাটারা : ভাটারা থানার পূর্ব দিক থেকে ১০০ ফিট রোড। রামপুরা : ডিআইটি রোড রামপুরা বাজার সংলগ্ন সোনালী ব্যাংক মেইন রোড থেকে চৌধুরীপাড়া আবুল হোটেল। বাড্ডা : সাতারকুল প্রজাপতি গার্ডেন থেকে হোসেন মার্কেট। গুলশান : সুবাস্তু নজরভেলি রাস্তার পশ্চিম পাশ থেকে নর্দ্দা বাসস্ট্যান্ড। বনানী : মহাখালী নিপসন ইনস্টিটিউট থেকে বনানী সেন্ট্রাল মসজিদ। ক্যান্টনমেন্ট : মাটিকাটা বাসস্ট্যান্ড থেকে কালীবাড়ির ঢাল।

মহানগর দক্ষিণ বিএনপি : গেন্ডারিয়া : ধোলাইখাল সাদেক হোসেন খোকা মাঠ থেকে রাজধানী মার্কেট। কামরাঙ্গীরচর : ঝাউচর প্রধান সড়ক থেকে লোহার ব্রিজ। সবুজবাগ : মাদারটেক দক্ষিণ বনশ্রী প্রজেক্ট থেকে বিশ্বরোড। মুগদা : মুগদা মানিকনগর পুকুরপাড় থেকে রেলওয়ে ফুট ওভারব্রিজ। বংশাল : নয়াবাজার নবাব ইউসুপ মার্কেট বিএনপি পার্টি অফিসের সামনে থেকে গুলিস্তান। চকবাজার : নাজিমুদ্দিন রোড বাক্কুশাহ মাজার থেকে অ্যাপেক্স মোড় (হরনাথ ঘোষ লেন)। শ্যামপুর : জুরাইন রেলগেট মাজার সংলগ্ন নতুন রাস্তা থেকে দয়াগঞ্জ মোড়ের কাছে লিগ্যাল সিএনজি পাম্প। শাহবাগ : জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে নাইটিঙ্গেল মোড়। কদমতলী : লাল মসজিদ ঈদগাহ মাঠ থেকে দোলাইড়পাড়। যাত্রাবাড়ী : যাত্রাবাড়ী কাজলা মসজিদ থেকে কোনাপাড়া। মতিঝিল : যুগান্তর পত্রিকার গলি ইডেন মসজিদের সামনে থেকে ফকিরাপুল মোড়। পল্টন : টুইন টাওয়ার শপিংমল থেকে মহানগর বিএনপি অফিস। খিলগাঁও : খিলগাঁও চৌরাস্তা থেকে জোড় পুকুরমাঠ। সূত্রাপুর : কাঠেরপুল কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজ থেকে বাহাদুরশাহ পার্ক। কলাবাগান : সোনারগাঁও রোড পদ্মা ডায়াগনস্টিক থেকে হাতিরপুল বাজার। ধানমন্ডি : সুগন্ধা কমিউনিটি সেন্টার থেকে শংকর বাসস্ট্যান্ড হয়ে আই হাসপাতাল। নিউমার্কেট : ল্যাবএইড হাসপাতালের সামনে থেকে কাঁটাবন। হাজারীবাগ : হাজারীবাগ বাজার থেকে ট্যানারি মোড়ে সোনালী ব্যাংক। লালবাগ : আজিমপুর বটতলা থেকে লালবাগ চৌরাস্তা। শাহজাহানপুর : খিলগাঁও রেলগেট থেকে প্যানপ্যাসিফিক হাসপাতাল শাহজাহানপুর মোড়। কোতোয়ালি : নয়াবাজার থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল। ডেমরা : কোনাপাড়া পুলিশ ফাঁড়ি থেকে সারুলিয়া বাজার। ওয়ারী : সেন্ট্রাল উইমেন্স কলেজ থেকে রায়সাহেব বাজার। রমনা : মগবাজার মোড় থেকে মৌচাক মোড়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শালিকে কোপাল দুলাভাই 

৯ মাসেই রির্জাভ থেকে ১০ বিলিয়ন ডলার বিক্রি

বাঙলা কলেজ ছাত্রলীগ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

চাঁদপুরে ২ শ্রমিককে ইট ভাটায় আটকে রাখার অভিযোগ

অপরাধী শনাক্ত করবে সিসি ক্যামেরা

ই-সিগারেট / নতুন মোড়কে পুরনো সর্বনাশ

নন্দীগ্রামে প্রেসক্লাবের তুহিন সভাপতি, হানিফ সম্পাদক

মসজিদে নামাজের সময় এসি বিস্ফোরণ

সপ্তাহের ব্যবধানে একই এলাকায় আবারও খুন

বদরের শিক্ষায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে হবে : সেলিম উদ্দিন

১০

মৃত অবস্থায় পাওয়া গেল বিশ্বের সবচেয়ে বড় সেই সাপ

১১

‘এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন’

১২

‘ট্রি অব পিস’ পুরস্কারের যে প্রমাণ দিল ইউনূস সেন্টার

১৩

মেহেদির রং শুকানোর আগে প্রাণ গেল যুবকের

১৪

আজকের সেহরি ও ইফতারের সময়সূচি (২৯ মার্চ ২০২৪, শুক্রবার)

১৫

পশ্চিমাদের যুদ্ধবিমান এফ-১৬ ভূপাতিত করার হুমকি পুতিনের

১৬

হাজার কোটি টাকার মালিক বাবা, কিছুই জানে না ছেলে

১৭

প্রস্তাবিত সড়ক পরিবহন আইনে নৈরাজ্য-নিরাপত্তাহীনতা বাড়বে : টিআইবি

১৮

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের বেতন বাড়ানোর সুপারিশ

১৯

ড. হাফিজের লেখা ‘আমরা মুক্তি সেনা’ 

২০
*/ ?>
X