পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৩, ০৮:৫০ এএম
প্রিন্ট সংস্করণ

গুজব ঠেকাতে পঞ্চগড়ে ইন্টারনেট বন্ধ, গ্রেপ্তার ২৪

গুজব ঠেকাতে পঞ্চগড়ে ইন্টারনেট বন্ধ, গ্রেপ্তার ২৪

পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামায়াতের সালানা জলসাকে কেন্দ্র করে পঞ্চগড় শহরে গত দুদিন অস্থিরতা বিরাজ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলমানদের গলা কেটে হত্যা করার গুজব ঠেকাতে সাময়িক ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে। এ পর্যন্ত দায়ের হওয়া তিনটি মামলায় ৫ হাজার জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ২৪ জনকে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরে পর্যাপ্ত পুলিশ ও বিজিবি সতর্ক অবস্থানে আছে।

গতকাল রোববার শহরে সকাল থেকেই ছোট ছোট যানবাহন চলছে। হাতেগোনা কয়েকটি খাবারের দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ ছিল।

এদিকে গতকাল পঞ্চগড় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগ আয়োজিত শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি, রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বক্তব্য দেন। তিনি বলেন, আহমদিয়া মুসলিম জামায়াতের ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে তৌহিদি জনতার নামে শান্তিপ্রিয় পঞ্চগড়কে যারা অশান্ত করতে চায়, আমরা তাদের চিনি। হাঙ্গামা, লুটপাট, হত্যা করে তারা পার পাবে না। ইসলামকে ব্যবহার করে কেউ সুবিধা নিতে চাইলে আইন তাকে ছাড়বে না। সরকার সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা বিএনপি, জামায়াতের নেতাকর্মী। ২০১৪ সালে এরা জ্বালাও-পোড়াও মানুষ হত্যা করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেছে কিন্তু পেরে ওঠেনি। এবারও তারা পারবে না।

জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লা আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদা’ত সম্রাট, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নাঈমুজ্জামান মুক্তা ও মুক্তিযোদ্ধা জাকির হোসেন। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্লাবন পাটোয়ারির সঞ্চালনায় যুবলীগ, মহিলা আওয়ামী লীগসহ আওয়ামী লীগের জেলা পর্যায়ের অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে তেলিপাড়া কুয়েতি জামে মসজিদের মাইকে গুজব ছড়ানো হয় যে আহমদিয়া মুসলিম জামায়াতের লোকজনরা খতমে নবুয়তপন্থি দুজনকে জবাই করেছে। এই গুজব শহরে ছড়িয়ে পড়লে শহরে আহমদিয়া মুসলিম জামায়াতের দোকানপাট লুটপাট শুরু হয়। অন্যদিকে আহমদনগরে বসবাসরত লোকজনের ওপর একদল দুষ্কৃতকারীরা আক্রমণ করতে গেলে বিজিবি সদস্যরা তা প্রতিহত করে। ওই সময়ে র‌্যাবের একটি টহল দল পঞ্চগড় ট্রাক টার্মিনালের দিকে যাওয়ার পথে তাদের গাড়ি অবরোধ করে জ্বালিয়ে দেয়। সন্ত্রাসীরা এ সময় লাঠি দিয়ে র‌্যাব-১৩-এর এএসপি আলমগীরকে (৫৪) এলোপাতাড়ি আঘাত করলে তার মাথার ৬টি স্থানে ফেটে যায়। এ সময় ওই টিমে থাকা র‌্যাব সদস্য বিপ্লব (৩২) ও আজমীর গুরুতর আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১৩-এর মিডিয়া অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট বশির আহমেদ।

অন্যদিকে আহমদ নগরবাসী মুন্না বাবর, দাউদ বোখারি ও তার স্ত্রীসহ শোভন নামের এক যুবকে পিটিয়ে তাদের মাথা ফাটিয়ে দিয়েছে। গতকাল দুপুরে কবির হোসেন নামে এক ব্যক্তি মোটরসাইকেলে ফুলপাড়ার দিকে গেলে তাকে সন্ত্রাসীরা পিটিয়ে আহত করেছে।

এ নিয়ে ৫ মার্চ পর্যন্ত আহমদিয়া জামায়াতের মোট আহতের সংখ্যা ৭৫ জন বলে জানিয়েছেন আহমদিয়া মুসলিম জামায়াতের মুখপাত্র আহমদ তবশির চৌধুরী।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা জানান, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের সঙ্গে বিজিবি মোড়ে মোড়ে অবস্থান নিয়ে সতর্ক আছে। গুজবের ঘটনায় পৌর যুবদল নেতা রাব্বিসহ (২৬) ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন, এ পর্যন্ত তিনটি মামলা হয়েছে। এসব মামলায় প্রায় ৫ হাজার জনকে আসামি করা হয়েছে। ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোনোভাবেই অপরাধীরা ছাড় পাবে না। সন্ত্রাসীরা যে হোক, তাদের আইনের আওতায় আনা হবেই।

বিজিবি-১৮ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহফুজুল হক বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে আরও কিছু ঘটতে পারে। আমরা প্রস্তুত, দেশের উত্তর সীমান্তের এলাকার মোট ৬টি বিজিবি ব্যাটালিয়ন নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।’

পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, গুজব ঠেকাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইন্টারনেট সেবা বন্ধের বিষয়ে তিনি বলেন, অপারেটররা নিজে নিজে ইন্টারনেট সেবা বন্ধ করেছেন।

আহমদিয়া মুসলিম জামাতের বহিঃসম্পর্ক, গণসংযোগ ও প্রেস বিভাগের প্রধান আহমদ তবশির চৌধুরী বলেন, ‘আহমদনগর ও শালশিরি গ্রামে কয়েক হাজার আহমদিয়া সম্প্রদায়ের বসবাস। আমরা এখন আতঙ্কের মধ্যে আছি। একটি মহল গুজব ছড়িয়ে আহমদিয়া সম্প্রদায়ের বাড়িঘর, দোকানপাটে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে জলসা করতে চেয়েছিলাম। এই জলসা বন্ধের পরও হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হা-মীম গ্রুপে জনবল নিয়োগ, আবেদন করুন শুধু পুরুষরা

স্বাধীনতা ক্রীড়া সংঘের নবযাত্রা

দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক : চরমোনাই পীর

বিশ্বের কোথাও মানবাধিকার পরিস্থিতি নিখুঁত নয় : পররাষ্ট্র মন্ত্রণালয়

চড় মারতেই অজ্ঞান স্ত্রী, মৃত ভেবে স্বামীর আত্মহত্যা

ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার নিবন্ধ / ‘যুদ্ধে নয় বরং পৃথিবী রক্ষায় অর্থ ব্যয় করা দরকার’

বঙ্গোপসাগরে জাহাজডুবি, নিখোঁজ ১১ নাবিক

তীব্র গরমের জন্য আওয়ামী লীগ দায়ী : মির্জা আব্বাস

ঝালকাঠির ৪ উপজেলায় ইসতিসকার নামাজ আদায়

সাবধান! ঢাকার রাস্তায় ভয়ংকর প্রতারক চক্র, হারাবেন সর্বস্ব

১০

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা চুয়েট, হল ছাড়ার নির্দেশ

১১

বৃষ্টির জন্য শিক্ষার্থীদের ইসতিসকার নামাজ আদায়

১২

পাহাড়ি গ্রামে পানির কষ্টে মানুষ

১৩

নতুন শিক্ষাক্রমে ক্লাসে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী

১৪

রেলের ভাড়া বৃদ্ধিতে প্রতিবাদ

১৫

একটি বইয়ের আলেখ্য

১৬

যে কারণে আল্লাহতায়ালা বৃষ্টি বন্ধ করে দেন

১৭

বিসিএস পরীক্ষায় অংশ নিতে বাস সহায়তা দেবে ববি কর্তৃপক্ষ

১৮

অনিয়ম ঢাকতে কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে বাধা

১৯

কমিউনিটি ব্যাংকে ক্যাড়িয়ার গড়ার সুযোগ, কর্মস্থল ঢাকা

২০
*/ ?>
X