কালবেলা প্রতিবেদক, ঢাকা ও গাজীপুর
প্রকাশ : ০১ মে ২০২৩, ০৯:২৫ এএম
প্রিন্ট সংস্করণ

ব্যাংকের সাক্ষ্যের পরও জাহাঙ্গীরের মনোনয়ন বাতিল

ব্যাংকের সাক্ষ্যের পরও জাহাঙ্গীরের মনোনয়ন বাতিল

খেলাপি নয় বলে ব্যাংকের সাক্ষ্য দেওয়ার পরও ঋণখেলাপির অভিযোগে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। নাটকীয় এ ঘটনাকে নিজের প্রতি অবিচার হিসেবে আখ্যায়িত করে জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে। ন্যায়বিচারের স্বার্থে আপিল করার সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি আরও বলেন, আশা করি সেখানে ন্যায়বিচার পাব।

গতকাল রোববার সকাল ১০টায় জেলা শহরের বঙ্গতাজ মিলনায়তনে রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে শুরু হয় প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম। এ সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খান, স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির প্রার্থী এমএম নিয়াজ উদ্দিনসহ মেয়র পদপ্রার্থী ১২ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ ছাড়া কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদেরও মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের আজমত উল্লা খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন, জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন, গণফ্রন্টের আতিকুল ইসলাম, স্বতন্ত্র আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, স্বতন্ত্র হারুন অর রশিদ, স্বতন্ত্র সরকার শাহানুর ইসলাম রনি ও জাকের পার্টির রাজু আহমেদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম। ঋণখেলাপির অভিযোগ এনে জাহাঙ্গীর আলম, অসম্পূর্ণ কাগজপত্র দাখিল করায় স্বতন্ত্র প্রার্থী ওয়ালিউর রহমান ও আবুল হোসেনের প্রার্থিতা বাতিল করা হয়। জাহাঙ্গীর আলম আত্মপক্ষ সমর্থন করে ব্যাংকের কাগজপত্র জমা দিলেও রিটার্নিং অফিসার বাংলাদেশ ব্যাংকের সিআইবি আপত্তির কথা জানিয়ে মনোনয়নপত্র অবৈধ আদেশ বহাল রেখেনির্বাচন কমিশনে আপিল করার নির্দেশনা দেন।

জাহাঙ্গীর আলম আপিলের সিদ্ধান্তের কথা তুলে ধরে সাংবাদিকদের বলেন, আমার ওপর অন্যায় আদেশ দেওয়া হলো। আমি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। আমি নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আপনারা ব্যাংক কর্তৃপক্ষকে ডেকেছেন, ব্যাংক তাদের লিখিত জবানবন্দি দিয়েছে; কিন্তু আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন, তা নির্বাচনের নিরপেক্ষতা প্রমাণ করে না। আপনারা নিরপেক্ষতা থেকে সরে গেছেন। ব্যাংক কর্তৃপক্ষ যারা পাওনাদারের কাছ থেকে টাকা পেয়েছে বলে সাক্ষ্য দেওয়ার পরও আপনারা যে কাজটি করলেন, তা চরম পক্ষপাত ও বৈষম্যমূলক। আপনারা নির্বাচনে নিরপেক্ষতার মধ্যে ছিলেন না। নিরপেক্ষতা বজায় রেখে সব প্রার্থীকে যেন সমান সুযোগ দেওয়া হয় আমি সেটাই প্রত্যাশা করব। এখানে আপনারা নিরপেক্ষ নির্বাচন করেন, মানুষের অংশগ্রহণমূলক নির্বাচনটা করেন।

নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, ঋণখেলাপিদের নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই। তপশিল ঘোষিত পাঁচ সিটি নির্বাচনকে সামনে রেখে সে বিষয়টি উল্লেখ করে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)। যার পরিপ্রেক্ষিতে গাজীপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জমাদানকারী প্রার্থীদের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য চেয়ে বৃহস্পতিবার রিটার্নিং অফিসারকে চিঠি দেয় কেন্দ্রীয় ব্যাংক। রিটার্নিং অফিসারের পক্ষ থেকে মনোনয়নপত্র জমাদানকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার পর তাদের সিআইবি রিপোর্ট সরবরাহ করে বাংলাদেশ ব্যাংক।

জানা যায়, করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে কোনাবাড়িতে অবস্থিত কোরিয়ান মালিকানাধীন একটি কম্পোজিট ফ্যাক্টরি প্রায় বন্ধের উপক্রম হয়ে পড়ে। যেখানে কয়েক হাজার শ্রমিক কর্মরত রয়েছেন। টাকার অভাবে এসব শ্রমিক পরিবারগুলো অনিশ্চয়তার মধ্যে পড়ে। এ অবস্থায় মানবিক কারণে এসব শ্রমিকের পাশে দাঁড়ান গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। শুধু শ্রমিক ও পোশাকশিল্প বাঁচাতে তিনি নিজের সম্পত্তি মর্টগেজ দিয়ে প্রতিষ্ঠানটির পাশে দাঁড়ান। জাহাঙ্গীর আলমের সম্পত্তি বন্ধক রেখে ঋণ নিয়ে কোরিয়ান কর্তৃপক্ষ কারখানাটি সচল রাখে। ফলে এক অনিশ্চিত ভবিষ্যৎ থেকে বেঁচে যায় কয়েক হাজার পরিবার। এত বড় ত্যাগ স্বীকারের পরও ওই কোম্পানি থেকে বিনিময়ে কোনো শেয়ার বা লভ্যাংশ নেননি জাহাঙ্গীর। তবে করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে প্রতিষ্ঠানটি ব্যাংকের ঋণের টাকা ফেরত দিতে পারছিল না। সম্প্রতি জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় ১১ এপ্রিল ও ১৮ এপ্রিল অগ্রণী ব্যাংকের সেই পাওনা পরিশোধ করে শিল্প প্রতিষ্ঠানটি। আর ঋণ পরিশোধের সব ডকুমেন্ট আইনজীবীর মাধ্যমে জমা দেওয়া হলেও অজ্ঞাত কারণে জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার। শুধু তাই নয়, ব্যাংক কর্তৃপক্ষের প্রতিনিধি সশরীরে উপস্থিত থেকে জাহাঙ্গীর আলম ঋণখেলাপি নয়—এমন সাক্ষ্য দেওয়ার পরও বিষয়টি আমলে নেননি রিটার্নিং অফিসার। রিটার্নিং অফিসারের ‘বেআইনি’ এমন সিদ্ধান্তে চরম হতাশা ব্যক্ত করে জাহাঙ্গীর আলম বলেন, আমার ওপর অবিচার করা হয়েছে। আমি মনে করি, এখানে নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা থেকে সরে গেছেন। কোন অদৃশ্য চাপে তারা সরে গেছেন, তা আমি জানি না, আমি ন্যায়বিচারের স্বার্থে আপিল করব।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে মন্তব্য করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান বলেন, নির্বাচন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। এখানে ষড়যন্ত্রের কিছু নেই, এটা আইনের ব্যাপার।

এর আগে গত বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়ে জাহাঙ্গীর আলম এক অজানা আতঙ্ক ও আশঙ্কার কথা সাংবাদিকদের তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দাঁড়িয়েছি। আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হতে পারে—আমি গ্রেপ্তার হতে পারি, আমাকে গুম করা হতে পারে। এমনকি আমার পায়ে শিকলও পড়তে পারে।’ আর গতকাল জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র অবৈধ ঘোষণার পর তার সেই অজানা আশঙ্কা বাস্তবে পরিণত হয়েছে বলে মনে করছেন তার সমর্থকরা। তবে আপিলের মাধ্যমে মনোনয়ন ফিরে পাওয়ার মধ্য দিয়ে জাহাঙ্গীর আলম ন্যায়বিচার পাবেন বলেও আশাবাদী তারা।

গাজীপুর সিটি করপোরেশনে মোট ওয়ার্ড ৫৭টি। এতে ভোটার সংখ্যা ১১ লাখ ৮৪ হাজার। আগামী ২৫ মে এখানে অনুষ্ঠিত হবে তৃতীয় দফা সিটি করপোরেশনের নির্বাচন।

ইসি ঘোষিত তপশিল অনুযায়ী খুলনা ও বরিশাল সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে, বাছাই ১৮ মে। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের শেষ সময় ২১ মে। আপিল কর্তৃপক্ষের আপিল নিষ্পত্তির শেষ সময় ২৪ মে। প্রত্যাহারের শেষ সময় ২৫ মে ও ভোট গ্রহণ ১২ জুন।

আর রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে, বাছাই ২৫ মে। আপিল কর্তৃপক্ষের কাছে আপিল দায়েরের শেষ সময় ২৮ মে। আর আপিল কর্তৃপক্ষের আপিল নিষ্পিত্তির শেষ সময় ৩১ মে। প্রত্যাহারের শেষ সময় ১ জুন ও ভোট গ্রহণ ২১ জুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু করল রাকাব

রাজশাহীতে ট্রাকচাপায় নিহত ৩

শহরে কৃষক লীগের প্রয়োজন আছে বলে মনে করি না : কাদের 

মার্কিন মুলুকে দাঁড়িয়ে ইসরায়েলকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার

বান্দরবানের সেই ব্যাংক ম্যানেজারকে চট্টগ্রামে বদলি

পাবনা কারাগারে কয়েদির মৃত্যু

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

ফরিদপুরে আবারও সড়ক দুর্ঘটনা / মাইক্রোবাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত দুই

নৌপথে মিয়ানমারের বিজিপি ও সেনাসদস্যদের ফেরত পাঠাবে বাংলাদেশ

তীব্র দাবদাহে রাজশাহীতে ডায়রিয়ার প্রকোপ

১০

মালয়েশিয়ায় শোষণের শিকার বাংলাদেশি শ্রমিকরা : জাতিসংঘ

১১

‘গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে’

১২

বন্যপাখি খাঁচায় বন্দি করে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালন

১৩

অনলাইনে ভাবির নগ্ন ছবি প্রকাশ দেবরের, অতঃপর...

১৪

আতিফের জন্য হাহাকার 

১৫

টেকনাফ সীমান্ত হয়ে বাংলাদেশে আরও ১৩ বিজিপি সদস্য

১৬

৪ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৭

ইসরায়েলের হামলা / ইরানের আকাশ এড়াতে একের পর এক ফ্লাইট বাতিল

১৮

মারধরের শিকার চেয়ারম্যান প্রার্থীকে দেখতে হাসপাতালে পলক

১৯

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

২০
*/ ?>
X