দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩, ০২:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

চলমান সংগ্রামে জয়ের বিকল্প নেই : মির্জা ফখরুল

চলমান সংগ্রামে জয়ের বিকল্প নেই : মির্জা ফখরুল

সরকারের পদত্যাগ ও সুষ্ঠু নির্বাচন দাবিতে চলমান সংগ্রামে জয়ের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, এতই যদি উন্নয়ন করে থাকেন, তাহলে সত্যিকার অর্থে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দিতে ভয় পান কেন?

গতকাল শুক্রবার দিনাজপুরের চিরিরবন্দরে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন উত্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিরিরবন্দর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. মজিবর রহমান শাহ।

ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আপনাদের পরাজয় নিশ্চিত, তাই আপনারা ভয় পান। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাধারণ জনগণসহ সবাই অংশ নিয়েছে। আমরা বিশ্বাস করি, গণতন্ত্র রক্ষার সংগ্রামে আমরা অবশ্যই জয়ী হব।

১০ দফা উল্লেখ করে তিনি বলেন, প্রথম দফা সরকারকে পদত্যাগ করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, আমরা সমাবেশ করতে চাইলে অনুমতি দেওয়া হয় না। আমরা সমাবেশের নামে নাকি নাশকতা করি।

সরকারের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, এখনো সময় আছে নিরাপদে সরে যান, তা না হলে পালানোর পথ পাবেন না। এবারের সংগ্রামে জনগণের বিজয় নিশ্চিত।

গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলহাজ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা চৌধুরী হিরা, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, খানসামা উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম চৌধুরী, খানসামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রমুখ।

নেতাকর্মীদের বাসাবাড়িতে তল্লাশির নিন্দা : চট্টগ্রাম-কিশোরগঞ্জসহ বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর দমন নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গ্রেপ্তারদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

এতে বলা হয়, গত সোমবার সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়ন এবং বিদ্যুতের দাম কমানোর দাবিতে দেশব্যাপী সমাবেশ-মিছিল কর্মসূচি বানচাল করতে জনবিচ্ছিন্ন সরকার তার অনুগত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপব্যবহার করেছে। চট্টগ্রামে সমাবেশে আগত নেতাকর্মী ও জনসাধারণের ওপর গুলি, লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ এবং গ্রেপ্তার ও নির্মম নির্যাতন করে। ব্যাপক তাণ্ডব চালিয়ে কর্মসূচি পণ্ড করে দেয়। রাতে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে।

বিবৃতিতে মির্জা ফখরুল অবিলম্বে আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও হয়রানি বন্ধের আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ই-সিগারেট / নতুন মোড়কে পুরনো সর্বনাশ

নন্দীগ্রামে প্রেসক্লাবের তুহিন সভাপতি, হানিফ সম্পাদক

মসজিদে নামাজের সময় এসি বিস্ফোরণ

সপ্তাহের ব্যবধানে একই এলাকায় আবারও খুন

বদরের শিক্ষায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে হবে : সেলিম উদ্দিন

মৃত অবস্থায় পাওয়া গেলে বিশ্বের সবচেয়ে বড় সেই সাপ

‘এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন’

‘ট্রি অব পিস’ পুরস্কারের যে প্রমাণ দিল ইউনূস সেন্টার

মেহেদির রং শুকানোর আগে প্রাণ গেল যুবকের

আজকের সেহরি ও ইফতারের সময়সূচি (২৯ মার্চ ২০২৪, শুক্রবার)

১০

পশ্চিমাদের যুদ্ধবিমান এফ-১৬ ভূপাতিত করার হুমকি পুতিনের

১১

হাজার কোটি টাকার মালিক বাবা, কিছুই জানে না ছেলে

১২

প্রস্তাবিত সড়ক পরিবহন আইনে নৈরাজ্য-নিরাপত্তাহীনতা বাড়বে : টিআইবি

১৩

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের বেতন বাড়ানোর সুপারিশ

১৪

ড. হাফিজের লেখা ‘আমরা মুক্তি সেনা’ 

১৫

২৫ রমজানের মধ্যে বেতন-বোনাস পরিশোধের দাবি ডিইউজের

১৬

পূর্ণাঙ্গ উৎসব বোনাস ও সরকারি নিয়মে বাড়ি ভাড়া দাবি মাধ্যমিকের শিক্ষকদের

১৭

শত পরিবারের জন্য আমাদের করণীয় রয়েছে : কামাল উদ্দিন আহমেদ

১৮

দিনমজুরের কার্ড হাতিয়ে ৮ বছর ধরে চাল আত্মসাৎ করেন ডিলার

১৯

হত্যার পর দুই ফিলিস্তিনিকে বুলডোজার দিয়ে বালুচাপা দিল ইসরায়েল

২০
*/ ?>
X