
বঙ্গবন্ধুর জন্মদিন ঘিরে শান্তি সমাবেশ, আলোচনা অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মাধ্যমে আজ শনিবার মাঠে সক্রিয় থাকবে আওয়ামী লীগ। বিএনপি সাংগঠনিক মহানগরে কর্মসূচির নামে বিশৃঙ্খলা করলে তা প্রতিহত করে শান্তি বজায় রাখতেই মূলত সতর্ক থাকবেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।
জানা যায়, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ শনিবার দেশের ১৩টি সাংগঠনিক মহানগরে একযোগে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মাঠের বিরোধী দলের কর্মসূচি ঘিরে আওয়ামী লীগও মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে।
সারা দেশে কর্মসূচি পালনের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, গাজীপুর, কুমিল্লা ও ফরিদপুরে সক্রিয় থাকবে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে রাজধানী ঢাকায় দুটি শান্তি সমাবেশ ও আলোচনা সভা করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ মিরপুরের ভাষানটেকে শান্তি সমাবেশের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে সতর্ক পাহারায় থেকে নগরীতে নিজেদের অবস্থান জানান দেবে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান কালবেলাকে বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আমাদের বিস্তারিত কর্মসূচি আছে, ভাষানটেকে জনসভা আছে। কর্মসূচির মাধ্যমে বিএনপি যেন রাজধানীতে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করতে না পারে এবং সহিংসতা যেন উসকে দিতে না পারে, সেজন্য সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ধোলাই খালে কাজী কমিউনিটি সেন্টারের সামনে শান্তি সমাবেশ করবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা থাকবেন।
এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ কালবেলাকে বলেন, শান্তি সমাবেশের পাশাপাশি নেতাকর্মীরা আগের মতোই সতর্ক অবস্থায় থাকবেন।
এ ছাড়া ঢাকার বাইরেও বঙ্গবন্ধুর জন্মদিন, শান্তি সমাবেশের মাধ্যমে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নিজেদের কর্মসূচি পালনের মাধ্যমে পাহারায় থাকবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।