মন্ত্রণালয়ে দ্বন্দ্বের কোনো অবকাশ নেই

কালবেলাকে শিল্পমন্ত্রী
মন্ত্রণালয়ে দ্বন্দ্বের কোনো অবকাশ নেই

নিজ মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে চরম অসন্তোষ প্রকাশসহ বিভিন্ন ইস্যুতে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের সাম্প্রতিক অবস্থান ও তার বক্তব্যের নানা দিক নিয়ে শিল্প মন্ত্রণালয় কী ভাবছে? ক্ষমতা প্রয়োগে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের ত্রিমুখী দ্বন্দ্বের যে বিষয়টি প্রকাশ পেয়েছে, সে বিষয়েই বা মন্ত্রণালয়ের ব্যাখ্যা কী—জানতে গতকাল বুধবার যোগাযোগ করা হয় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে। এ বিষয়ে কালবেলার পক্ষ থেকে জানতে চাওয়া হলে

শিল্পমন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয়ের সবকিছুই খোলামেলা। সব কাজকর্মই হয় অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও মতামতের ভিত্তিতে। এখানে কোনো ধরনের অস্বচ্ছতা নেই। মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা সচিবের ক্ষমতা প্রয়োগের যে দ্বন্দ্বের বিষয়টি উঠে আসছে, সেটিও সঠিক নয়। এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যা বলা হচ্ছে, বাস্তবতার সঙ্গে তার কোনো মিল নেই। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার যা বলেছেন, সেটি মন্ত্রণালয়ের বক্তব্য নয়। একান্তই তার ব্যক্তিগত। তিনি যেখানে যেভাবেই থাকেন না কেন, ব্যক্তিগত মতামত তিনি রাখতেই পারেন। এই নিয়ে মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের ধারাবাহিকতার বিঘ্ন ঘটবে না বলেও দাবি করেন নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com