সাভারে অবৈধ প্লাস্টিক কারখানায় আগুন

সাভারে শুক্রবার দুপুরে প্লাস্টিকের বোতল রিসাইক্লিংয়ের অবৈধ কারখানায় আগুন লাগে।
সাভারে শুক্রবার দুপুরে প্লাস্টিকের বোতল রিসাইক্লিংয়ের অবৈধ কারখানায় আগুন লাগে। ছবি : কালবেলা

সাভারে আগুনে পুড়ে গেছে প্লাস্টিকের বোতল রিসাইক্লিংয়ের অবৈধ কারখানা। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার লুটেরচর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

তারা জানায়, দুপুর ১টার দিকে অবৈধ ওই টিনসেড বোতল রিসাইক্লিং কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে মোহাম্মদপুর, কেরানীগঞ্জ ও সাভারের চামড়া শিল্প নগরীর সাতটি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় আগুনে ওই কারখানার আশপাশের বিভিন্ন গাছও পুড়ে যায়। তবে কারখানাটিতে কীভাবে আগুন লেগেছে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com