২ শতাধিক সূর্যমুখী গাছ কাটল দুর্বৃত্ত

২ শতাধিক সূর্যমুখী গাছ কাটল দুর্বৃত্ত

লক্ষ্মীপুরের রায়পুরে ইউনিয়ন পরিষদের দুই শতাধিক সূর্যমুখী ফুল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে উদমারা গ্রামের চরআবাবিল ইউপির সামনের খালি জায়গা থেকে গাছগুলো কাটা হয়। তবে রাত ১২টা পর্যন্ত সেই মাঠে ছিলেন বলে জানান ইউপি চেয়ারম্যান নুরে আলম জিকু।

জানা গেছে, দীর্ঘদিনের স্বপ্ন থেকে পরিষদের সামনের খালি জায়গায় গাছগুলো লাগানো হয়েছিল। চারাগাছ ছোট থেকে বড়ও হয়। কৃষি বিভাগের সহযোগিতায় চাষ করা ৩ শতাংশ জমিতে সূর্যমুখী গাছ। ফুলে পরিপূর্ণ হওয়ার আগেই সেগুলো কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com