ফতুল্লায় ইউপি চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর

ইউপি চেয়ারম্যানের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক আবু সাঈদ।
ইউপি চেয়ারম্যানের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক আবু সাঈদ।ছবি : কালবেলা

রাস্তায় এলোপাতাড়ি ইজিবাইক না রাখতে বলায় ফতুল্লা ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান স্বপনের গাড়ি ভাঙচুর করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে আবু সাঈদ নামে এক হামলাকারীকে আটক করেছে।

লুৎফর রহমান স্বপন বলেন, ব্যক্তিগত প্রাইভেটকারে ইউনিয়ন পরিষদ থেকে ফতুল্লা চৌধুরী বাড়ির নিজ বাসায় ফিরছিলেন। পোস্ট অফিস মোড়ে বেশ কয়েকটি ইজিবাইক এলোপাতাড়ি দাঁড় করিয়ে রেখে রাস্তা আটকে রেখেছিল। এ কারণে তিনি গাড়ি থেকে নেমে ইজিবাইক চালকদের রাস্তা না আটকে রাখতে বলেন। এরপর ইজিবাইক চালকরা হামলা চালিয়ে গাড়ির গ্লাস ভাঙচুর করে। ফতুল্লা মডেল থানার ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com