
নারায়ণগঞ্জে অস্ত্রসহ ৩ যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গত শুক্রবার রাতে সদর থানার সৈয়দপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বন্দুক, একটি দেশি তৈরি পিস্তল, ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন সোহেল, রহিম বাদশা ও প্রভাত হোসেন। গতকাল শনিবার র্যাব-১১-এর সহকারী পরিচালক মুনিরুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জে চোরাকারবারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ করতেন। তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।