শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার ১

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার ১
প্রতীকী ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যৌন হয়রানির অভিযোগে গত বৃহস্পতিবার জাহিদ খানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিত শিশুটি প্রথম শ্রেণির ছাত্রী।

জানা যায়, তারুন্দিয়া ইউনিয়নের জাহিদুল ইসলামের অন্তঃসত্ত্বা স্ত্রী বালিহাটায় তার মেয়েকে নিয়ে আবু সাঈদ খানের বাড়িতে টিকা নিতে যান। এ সময় একই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে জাহিদ খান মেয়েটিকে বিস্কুট খাওয়ানোর কথা বলে তার মায়ের কাছ থেকে বাড়ি নিয়ে গিয়ে মেয়েটির ওপর যৌন নিপীড়ন চালায়।

শিশুটি তার মায়ের কাছে এসে ঘটনা বর্ণনা করলে মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে এলাকাবাসী অভিযুক্ত জাহিদ খানকে আটক করে উপজেলা প্রশাসনসহ পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছিনুর রহমান ঘটনাস্থলে যান। এ সময় তারুন্দিয়া ইউপি চেয়ারম্যান হাসান মাহমুদ, আওয়ামী লীগ সভাপতি আব্দুর রব, বালিহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। পুলিশ অভিযুক্ত জাহিদ খান ও নির্যাতিত শিশুকে থানায় নিয়ে আসে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছিনুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মেয়েকে ২২ ধারায় জবানবন্দি নেওয়ার জন্য ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com