সুড়ঙ্গ খুঁড়ে স্বর্ণের দোকানে চুরি, আটক ২

সুড়ঙ্গ খুঁড়ে স্বর্ণের দোকানে চুরি, আটক ২

মাগুরা শহরের পুরাতন বাজারে একটি স্বর্ণের দোকানে সুড়ঙ্গ খুঁড়ে চুরির ঘটনা ঘটেছে। বৈদ্যনাথ জুয়েলার্স নামে ওই দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন ২ জনকে আটক করেছে পুলিশ।

বৈদ্যনাথ জুয়েলার্সের মালিক বিমল বিশ্বাস বলেন, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান। শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটির দিন। দোকান বন্ধের পর কোনো এক সময় তার পাশের দোকান বিনোদপুর জুয়েলার্সের দেয়ালের পাশ ঘেঁষে চোর দল মাটির নিচ দিয়ে প্রায় ৫ থেকে ৬ ফুট সুড়ঙ্গ খনন করে। চোরেরা কংক্রিটের মেঝে ভেঙে দোকানে ঢুকে চুরি করে। শুক্রবার রাত ৯টার দিকে প্রতিবেশী এক ব্যবসায়ী সুড়ঙ্গ দেখতে পেয়ে তাদের খবর দেন। দোকান খুলে দেখতে পান সবকিছু এলোমেলো। স্বর্ণালংকারের প্যাকেট কার্টুন চারদিকে ছড়ানো ছিটানো। তারা দ্রুত বিষয়টি পুলিশকে জানান। দোকান বন্ধের সুযোগে চোরের দল বৃহস্পতিবার রাত থেকে পরবর্তী যে কোনো সময়ে সুড়ঙ্গ পথ খনন করে চুরি সংঘটিত করেছে বলে ধারণা করছেন তিনি। তবে কী পরিমাণ স্বর্ণ ও রৌপ্য অলংকার খোয়া গেছে তাৎক্ষণিকভাবে বলতে পারছেন না তিনি। তবে ৫০ ভরি স্বর্ণ খোয়া যেতে পারে বলে ধারণা করছেন।

মাগুরা সদর থানার ওসি জব্বারুল ইসলাম বলেন, সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। পাশাপাশি চুরি যাওয়া কিছু স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে জোর তদন্ত চলছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com