
নারায়ণগঞ্জের ফতুল্লায় মায়ের স্বাক্ষর জালিয়াতি করে নিজেদের নামে জমির দলিল করে নেওয়ার ঘটনায় দুই ছেলেসহ ছয়জনের বিরুদ্ধে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বডিউজ্জামানের আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময়ে আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত দুই ছেলে হলেন মো. কামরুল আহসান ও মো. একরামুল আহসান। অন্য আসামিরা হলেন দলিল লেখক মো. ইউনুছ মিয়া, দলিলের সাক্ষী মীর্জা ইমতিয়াজুল, আরেক সাক্ষী মো. বশির উদ্দিন ও দলিলের শনাক্তকারী মো. শাহাদাত হোসেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২২ নভেম্বর মোসা. কমর নেহারের স্বাক্ষর জাল করে অন্য নারীকে দাতা সাজিয়ে তার দুই ছেলে কামরুল আহসান ও একরামুল আহসান নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পিলকুনি মৌজায় ১২৭ শতাংশ জায়গা রেজিস্ট্রি করে নেন। ঘটনা জানাজানি হলে ২০১০ সালের ৪ মার্চ কমর নেহার তার দুই ছেলে, দলিল লেখক, দলিলের সাক্ষীসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার বাদী কমর নেহার বলেন, আমার দুই ছেলে দুষ্ট প্রকৃতির অতিলোভী। তারা আমার পরিবারের অন্য সদস্যদের অধিকার নষ্ট করে নিজেদের নামে সম্পত্তি দখলে নেওয়ার জন্য আমার স্বাক্ষর জাল করেছে।