সুন্দরবনে গাছ কাটার অভিযোগে ৩ জেলে আটক
ছবি :সংগৃহীত

সুন্দরবনে গাছ কাটার অভিযোগে ৩ জেলে আটক

সুন্দরবনে কাঁকড়া ধরার অনুমতি নিয়ে কর্তন নিষিদ্ধ গরান কাঠ কাটার অভিযোগে তিন জেলেকে আটক করেছেন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বন স্টেশন অফিসের সদস্যরা। গতকাল শনিবার সকাল ৯টার দিকে সুন্দরবনে সাপখালী খাল থেকে নৌকাভর্তি কাঠসহ ওই তিন জেলেকে আটক করা হয়।

আটক তিন জেলে হলেন শ্যামনগর উপজেলার নাপিতখালী গ্রামের তরিকুল, বেলাল গাজী ও সাইফুল খান।

বুড়িগোয়ালিনী বন স্টেশন অফিসার (এসও) নুর আলম জানান, সুন্দরবনে কাঠ কাটার খবর জানতে পেরে তার নেতৃত্বে বন কর্মীরা জেলেদের আটক করেন। এ সময় জেলেদের কাছ থেকে একটি নৌকা, দা, কুড়াল এবং কর্তন নিষিদ্ধ ২৫০টি গরান কাঠ উদ্ধার করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে বন আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Stories

No stories found.
logo
kalbela.com