অল্পের জন্য রক্ষা পেল পাকিস্তানি কূটনীতিকের পরিবার

অল্পের জন্য রক্ষা পেল পাকিস্তানি কূটনীতিকের পরিবার

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারসহ তার পরিবারের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন। গতকাল শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় তার গাড়িটি চাপা দেয় যাত্রীবাহী একটি বাস। এতে ডেপুটি হাইকমিশনারের গাড়িটি দুমড়েমুচড়ে গেলেও পরিবারের সবাই প্রাণে রক্ষা পান।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঢাকা থেকে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কামার আব্বাস খোখর নিজে প্রাইভেটকার চালিয়ে তার স্ত্রী রেহেনা সারোয়ার খোখর, ছেলে মোহাম্মদ খোখর ও কন্যা হুদা আব্বাস খোখর শ্রীমঙ্গলের মৌলভীবাজারে যাচ্ছিলেন। তাদের বহন করা গাড়িটি রামপুর ব্রিজের পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী দুরন্ত পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে ডেপুটি হাইকমিশনারের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে দ্রুত হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় বাসের চালক সাইফুল ইসলামকে বাসসহ আটক করা হয়। সে হবিগঞ্জ জেলার শফিকুল ইসলামের ছেলে। পরে অন্য একটি গাড়ির মাধ্যমে ডেপুটি হাইকমিশনার ও তার পরিবারের সদস্যরা মৌলভীবাজারের উদ্দেশে রওনা দেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com