সাভারের আশুলিয়ায় বেআইনিভাবে বন্ধ কারখানা চালু এবং শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে সমাবেশ ও প্রতীকী অনশন করেছেন ভুক্তভোগী শ্রমিকরা। গতকাল মঙ্গলবার আশুলিয়ার শ্রীপুর থেকে মিছিল নিয়ে এসে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন শ্রমিকরা। পরে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতীকী অনশন করেন তারা।
জানা গেছে, শ্রমিকদের কোনো ধরনের নোটিশ না দিয়ে গত সোমবার থেকে বলিভদ্র বাজারে অবস্থিত এল কে কটন অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেড নামক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তা ছাড়া কারখানায় কর্মরত ২৬৫ শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ করেনি কর্তৃপক্ষ। তাই বন্ধ কারখানা চালু ও শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে এ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী শ্রমিকরা। আন্দোলনরত শ্রমিকরা জানান, কোনো ধরনের নোটিশ না দিয়ে সোমবার কারখানা বন্ধ করে দেওয়া হয়। শ্রমিকরা প্রতিদিনের মতো কাজে যোগ দিতে গেলে কারখানা তালাবদ্ধ দেখতে পান। সেখানে কারখানা বন্ধের কোনো নোটিশও ছিল না।
শ্রমিকরা অভিযোগ করে বলেন, ১ মাস ধরে কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দেওয়ার কথা মৌখিকভাবে শ্রমিকদের জানিয়েছে। কিন্তু শ্রমিকরা মালিকের লিখিত নোটিশ দেখতে চাইলে তারা তা দেয়নি। তাই আগেই বিষয়টি লিখিতভাবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঢাকা জেলার উপমহাপরিদর্শক এবং শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপারের কাছে লিখিতভাবে জানান শ্রমিকরা। অবিলম্বে বেআইনিভাবে বন্ধ কারখানা চালু, শ্রমিকদের বকেয়া আইনানুগ পাওনা পরিশোধ ও সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়নের দাবি জানান তারা।
কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাভার আশুলিয়া ধামরাই শিল্পাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক আহমেদ জীবন, সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, বাসদ সাভার উপজেলা আহ্বায়ক আবু বকর সিদ্দিক লাভলু, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সংগঠক আলাল মোল্লা আওয়াল প্রমুখ।