
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় আহসানউল্লাহ (৫০) নামে এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে কসাই ও তার স্বজনরা। গতকাল মঙ্গলবার আব্দুল্লাহপুর কাঁচাবাজারে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান জানান, আব্দুল্লাহপুর বাজারে এক পাওনাদারকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, ঘটনার পরিপ্রেক্ষিতে হত্যা মামলার প্রস্তুতি চলমান।