
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক বলেছেন, এই দেশকে স্বাধীন করতে হিন্দু সম্প্রদায়ের মানুষের ভূমিকা ছিল অনেক। কারণ, ১৯৭১ সালে যুদ্ধের সময় পাকিস্তানি হানাদাররা হিন্দুদের প্রতি অত্যাচার করে। হিন্দু সম্প্রদায়ের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। এ ছাড়া বাড়িতে থাকা মা-বোনরা মুক্তিযুদ্ধের সময় অস্ত্র, খাবারসহ অনেক সহযোগিতা করেছেন। কিন্তু ১৯৭৫ সালের পর থেকে আমাদের প্রতি অনেক অন্যায় করা হয়েছে। গতকাল শনিবার মানিকগঞ্জ শহরের কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
সম্মেলনে আগামী তিন বছরের জন্য দ্বিতীয়বারের মতো বাসুদেব সাহা সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন অনির্বান কুমার পাল। সবার মতামতের ভিত্তিতে তাদের নাম ঘোষণা করেন জে এল ভৌমিক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহসভাপতি বাসুদেব ধর, পরিষদের যুগ্ম সম্পাদক ও দৈনিক কালবেলার সম্পাদক-প্রকাশক সন্তোষ শর্মা, শুভাশীষ বিশ্বাস সাধন, সাংগঠনিক সম্পাদক বিপ্লব দে, শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থান সম্পাদক প্রবীর সরকার, সদস্য অসীম কুমার বিশ্বাস, উপদেষ্টা লক্ষ্মী চ্যাটার্জি প্রমুখ।
নতুন সভাপতি বাসুদেব সাহা বলেন, সবার মতামত নিয়ে এই সংগঠন পরিচালনা করব। এ ছাড়া সবাই একে অপরের সুখ-দুঃখে একসঙ্গে মিলে থাকব। তিনি আরও জানান, কিছুদিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।