ফেনীতে শতাধিক প্রবীণ আওয়ামী লীগ নেতাকর্মীকে সংবর্ধনা

ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে বুধবার সদর উপজেলার ১২ ইউনিয়নের ১৩০ প্রবীণ আওয়ামী লীগ নেতাকর্মীকে সংবর্ধনা দেওয়া হয়
ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে বুধবার সদর উপজেলার ১২ ইউনিয়নের ১৩০ প্রবীণ আওয়ামী লীগ নেতাকর্মীকে সংবর্ধনা দেওয়া হয়কালবেলা

ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়নের কৃষক, শ্রমিক, রিকশাচালক, নৈশপ্রহরী, ব্যবসায়ী ও জনতার কাতারে থাকা প্রত্যন্ত অঞ্চলের ১৩০ প্রবীণ আওয়ামী লীগ নেতাকর্মীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে ব্যতিক্রমী এ আয়োজনের উদ্যোগ নেয় উপজেলা আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বি কমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পিপি হাফেজ আহম্মদ। অনুষ্ঠানে সংবর্ধনা পাওয়ার অনুভূতি প্রকাশ করেন, প্রবীণ আওয়ামী লীগ কর্মী মাস্টার কামাল উদ্দিন, ফিরোজা বেগম, আবুল মনসুর ভূঞা ও মাস্টার আবদুল কাইয়ুম। অনুষ্ঠানে জেলা, উপজেলা পর্যায়ের নেতারা অংশ নেন। এ সময় ১৩০ প্রবীণ আওয়ামী লীগ নেতার গৌরবময় কর্মকাণ্ড নিয়ে প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়।

এ ছাড়া পথিকৃৎ নামে একটি সংবর্ধনা স্মারক প্রকাশ করা হয়। সংবর্ধনায় উত্তরীয়, স্মারক ও প্রবীণ নেতাদের শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিরা।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল জানান, মহান স্বাধীনতার মাসে পূর্বসূরি ত্যাগী ষাটোর্ধ্ব আওয়ামী লীগ নেতাকর্মীদের সংবর্ধনা দেওয়ার মাধ্যমে অতীতে তাদের অবদান মূল্যায়ন একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com