
গাজীপুরের কালিয়াকৈরে এক রশিতে গলায় ফাঁস দেওয়া দুই বন্ধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে মৌচাক আইস মার্কেট এলাকায় একটি গাছ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তিরা হলেন জামালপুরের ইসলামপুর থানার পাঁচবাড়িয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রিয়াদ ও তার বন্ধু একই এলাকার খয়রদিরচর গ্রামের হেলাল শেখের ছেলে আদিল শাহ ওরফে জসিম মনির।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াদ ও মনির দক্ষিণ মৌচাক আইস মার্কেট এলাকায় একটি জুতার কারখানায় চাকরি করতেন। সবসময় একসঙ্গে চলাফেরা করতেন। ভোর ৬টার দিকে জেনিস কারখানার বাগানের গাছে একই রশিতে তাদের ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, মৃত্যুর কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।