কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে গার্মেন্ট শ্রমিকের মৃত্যু

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে গার্মেন্ট শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানিক মিয়া (৪৬) নামে এক গার্মেন্ট শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মানিক বগুড়া সদর উপজেলার জগদাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি শুক্রবার কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের চাঁদবা গ্রামে শ্বশুরবাড়িতে আসেন।

স্থানীয় বাসিন্দা আমিরুল ইসলাম জানান, চাঁদবা গ্রামের মৃত আকবার ধনীর মেয়ে রোমেনা বেগমের সঙ্গে তিন মাস আগে বিয়ে হয় মানিক মিয়ার। এটি তার দ্বিতীয় বিয়ে। শনিবার সকাল ১০টার দিকে পার্শ্ববর্তী একতারপুর বাজারে বেড়াতে যাওয়ার কথা বলে তিনি শ্বশুরবাড়ি থেকে বের হন। এরপর সকাল ১১টার দিকে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com