পূজা উদযাপন পরিষদ : রাজবাড়ীতে প্রদীপ্ত সভাপতি ও স্বপন সম্পাদক পুনর্নির্বাচিত

পূজা উদযাপন পরিষদ : রাজবাড়ীতে প্রদীপ্ত সভাপতি ও স্বপন সম্পাদক পুনর্নির্বাচিত

রাজবাড়ীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বর্তমান জেলা শাখার সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত ও সাধারণ সম্পাদক স্বপন কুমার দাসকে পুনর্নির্বাচিত ঘোষণা করা হয়। গতকাল শনিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার আয়োজনে এ সম্মেলন হয়।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং কেন্দ্রীয় নেতারা মঞ্চে আসার পর জেলা কমিটির নেতারা ফুলেল শুভেচ্ছা জানান।

রাজবাড়ী জেলা শাখার সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্তর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন কুমার দাসের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির সভাপতি জে এল ভৌমিক উপস্থিত থাকতে না পারায় মোবাইল ফোনে জেলা কাউন্সিলরদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার। বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শুভাশীষ বিশ্বাস সাধন, সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুমার দে, সদস্য অ্যাডভোকেট সুশান্ত কুমার বসু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডা. পারিজাত কুমার পাল, কেন্দ্রীয় নেতারাসহ রাজবাড়ী জেলা শাখার নেতারা বক্তব্য দেন। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে কাউন্সিলদের বক্তব্য শুনে প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয় এবং বর্তমান কমিটি বিলুপ্ত করে জেলা বিষয় নির্ধারণী কমিটির মতামতের ভিত্তিতে রাজবাড়ী জেলার পূজা উদযাপন পরিষদের কার্যক্রমের প্রতি দৃঢ়ভাবে আস্থা রেখে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার আগামী ২ বছরের জন্য জেলা কমিটিতে প্রদীপ্ত চক্রবর্তী কান্তকে সভাপতি ও স্বপন কুমার দাসকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com