দুঃশাসনমুক্ত পরিকল্পিত নগর গড়তে হাতপাখায় ভোট দিন

জয়দেবপুর কেন্দ্রীয় মসজিদের সামনে বৃহস্পতিবার পথসভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
জয়দেবপুর কেন্দ্রীয় মসজিদের সামনে বৃহস্পতিবার পথসভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।ছবি : কালবেলা

দুর্নীতি-দুঃশাসনমুক্ত, শ্রমিকবান্ধব ও পরিকল্পিত বসবাস উপযোগী আদর্শ নগরী হিসেবে গাজীপুরকে গড়ে তুলতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমানকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় সদর জয়দেবপুর কেন্দ্রীয় মসজিদের সামনে হাতপাখা মার্কার সমর্থনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা মার্কার মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমানসহ দলের কেন্দ্রীয় নেতারা এতে বক্তব্য দেন।

চরমোনাই পীর বলেন, ভোট যেমন একটি পবিত্র আমানত, তেমনি একটি সিটি করপোরেশনের মেয়র পদটিও গুরুত্বপূর্ণ। সে কারণে জনগণের আমানত রক্ষা করে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত পরিকল্পিত নগরী গড়তে একজন দ্বীনদার আল্লাহভীরু মানুষকে নির্বাচিত করা সব শান্তিকামি নাগরিকের কর্তব্য। এই আমানত রক্ষা ও কর্তব্য পালনে ২৫ মে তারিখের নির্বাচনে গাজী আতাউর রহমানকে হাতপাখা প্রতীকে ভোট দিতে আমি গাজীপুর সিটির ভোটারদের আহ্বান জানাচ্ছি।

চরমোনাই পীর বলেন, ২৫ মের নির্বাচনে যদি কোনো কারচুপি হয় বা ইভিএম ভোট চুরিতে ব্যবহার করা হয়, তবে গাজীপুর থেকে ভোট চোরের হোতাদের বিরুদ্ধে একযোগে আন্দোলন গড়ে তোলা হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com